গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। তাই চলছে কেনাকাটার ধুম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। ক্রেতাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে মুন্সিগঞ্জের গজারিয়ার ঈদবাজার। ক্রেতাদের এমন ভিড়ে খুশি ব্যবসায়ীরা।
গতকাল সোমবার গজারিয়া মোহাম্মদ আলী মার্কেট, বাউশিয়া সমিতি মার্কেট, শুকরিয়া সেন্টার উপজেলার শপিং মলসহ বিভিন্ন বাজারে দেখা গেছে ক্রেতাদের ভিড়। পাশের মেঘনা, দাউদকান্দি, মতলব, উপজেলার মানুষও কেনাকাটা করতে আসেন গজারিয়ায় শপিং মলগুলোতে। রোজা রেখে প্রচণ্ড রোদ উপেক্ষা করে সাধ ও সাধ্যের মধ্যে কেনাকাটার জন্যই মার্কেটে এসেছেন ক্রেতারা। কেউ আবার ভিড় ঠেলে দোকানের সামনেও দাঁড়াতে পারছেন না।
জানা গেছে, একসময় কাপড়ের পাইকারি বাজার হিসেবে সুখ্যাতি থাকলেও সময়ের ব্যবধানে খুচরা কেনাকাটার জন্যও মোহাম্মদ আলী মার্কেট সুনাম কুড়াচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, রমজানের আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আকর্ষণীয় ডিজাইনের কাপড়সহ বিভিন্ন তৈরি পোশাক কিনে নতুন সাজে দোকানগুলো সাজিয়েছে ব্যবসায়ীরা। ঈদ ঘিরে অনেকেই পরিবার নিয়ে সকাল থেকে থান কাপড়, তৈরি পোশাক ও জোতার দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা।
ভাটেরচর থেকে কেনাকাটা করতে আসা চাকরিজীবী সজিব বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করতে এসেছি। গত দুই বছরের তুলনায় এ বছর মার্কেটে ভিড় বাড়তে পারে। তাই এবার একটু আগেভাগে এসেছি। তবে কাপড়ের দাম কিছুটা বেশি মনে হচ্ছে।’
ফ্যাশন ক্লাব ব্যবসায়ী নুরে আলম বলেন, ‘গত দুই বছর ছিল ব্যবসায়ীদের এক সংকটকাল। করোনার কারণে একেবারে ব্যবসা হয়নি বললেই চলে। কিন্তু এবার বেচাকেনায় স্বাভাবিকতা আসতে শুরু করেছে।’
মার্কেটের মালিক মোহাম্মদ মহাসিন উজ্জামান প্রধান বলেন, ‘গত দুই বছর করোনার কারণে ব্যবসায় মন্দা ছিল। এখন করোনার প্রাদুর্ভাব কমেছে। তবে এ বছর বাজারে নিত্যপণ্যের দাম একটু চড়া। তারপরও গত দুই বছর ব্যবসায়ীরা লোকসান দিয়েছে। আশা করছি, এবার ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন।’
ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। তাই চলছে কেনাকাটার ধুম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। ক্রেতাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে মুন্সিগঞ্জের গজারিয়ার ঈদবাজার। ক্রেতাদের এমন ভিড়ে খুশি ব্যবসায়ীরা।
গতকাল সোমবার গজারিয়া মোহাম্মদ আলী মার্কেট, বাউশিয়া সমিতি মার্কেট, শুকরিয়া সেন্টার উপজেলার শপিং মলসহ বিভিন্ন বাজারে দেখা গেছে ক্রেতাদের ভিড়। পাশের মেঘনা, দাউদকান্দি, মতলব, উপজেলার মানুষও কেনাকাটা করতে আসেন গজারিয়ায় শপিং মলগুলোতে। রোজা রেখে প্রচণ্ড রোদ উপেক্ষা করে সাধ ও সাধ্যের মধ্যে কেনাকাটার জন্যই মার্কেটে এসেছেন ক্রেতারা। কেউ আবার ভিড় ঠেলে দোকানের সামনেও দাঁড়াতে পারছেন না।
জানা গেছে, একসময় কাপড়ের পাইকারি বাজার হিসেবে সুখ্যাতি থাকলেও সময়ের ব্যবধানে খুচরা কেনাকাটার জন্যও মোহাম্মদ আলী মার্কেট সুনাম কুড়াচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, রমজানের আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আকর্ষণীয় ডিজাইনের কাপড়সহ বিভিন্ন তৈরি পোশাক কিনে নতুন সাজে দোকানগুলো সাজিয়েছে ব্যবসায়ীরা। ঈদ ঘিরে অনেকেই পরিবার নিয়ে সকাল থেকে থান কাপড়, তৈরি পোশাক ও জোতার দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা।
ভাটেরচর থেকে কেনাকাটা করতে আসা চাকরিজীবী সজিব বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করতে এসেছি। গত দুই বছরের তুলনায় এ বছর মার্কেটে ভিড় বাড়তে পারে। তাই এবার একটু আগেভাগে এসেছি। তবে কাপড়ের দাম কিছুটা বেশি মনে হচ্ছে।’
ফ্যাশন ক্লাব ব্যবসায়ী নুরে আলম বলেন, ‘গত দুই বছর ছিল ব্যবসায়ীদের এক সংকটকাল। করোনার কারণে একেবারে ব্যবসা হয়নি বললেই চলে। কিন্তু এবার বেচাকেনায় স্বাভাবিকতা আসতে শুরু করেছে।’
মার্কেটের মালিক মোহাম্মদ মহাসিন উজ্জামান প্রধান বলেন, ‘গত দুই বছর করোনার কারণে ব্যবসায় মন্দা ছিল। এখন করোনার প্রাদুর্ভাব কমেছে। তবে এ বছর বাজারে নিত্যপণ্যের দাম একটু চড়া। তারপরও গত দুই বছর ব্যবসায়ীরা লোকসান দিয়েছে। আশা করছি, এবার ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে