নিজস্ব প্রতিবেদক, খুলনা
নির্বাচনের আগের দিন গত শনিবার সন্ধ্যায় বিএনপি-সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচন বর্জন করায় খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি-সমর্থিত খোকন-শহিদ পরিষদ নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। গতকাল রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছিল।
গত শনিবার সন্ধ্যায় বর্জনের ঘোষণা দিয়ে খোকন-শহিদ পরিষদের পক্ষ থেকে আইনজীবী সমিতির সামনের সড়কে নির্বাচনী প্যান্ডেল রাতেই সরিয়ে নেওয়া হয়। সেই সঙ্গে আইনজীবী সমিতি এলাকায় এবং সড়কে টাঙানো সব ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে নেয়।
গতকাল সরেজমিন আইনজীবী সমিতি এলাকা ও ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিপুলসংখ্যক আইনজীবী ভোটার লাইন দিয়ে ভোট দিচ্ছেন। এ সময় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোকন-শহিদ পরিষদ ভোট বর্জন করলেও তাঁদের সমর্থক অনেক আইনজীবী ভোট দিয়েছেন।
রের নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. লিয়াকত আলী মোল্লা জানান, খুলনা বারে এবার ভোটার ১ হাজার ৩৮৭ জন। এর বিপরীতে ভোট কাস্ট হয়েছে ১ হাজার ১৮৪। তিনি জানান, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটে অংশ নিয়েছেন। বিএনপি-সমর্থিত খোকন-শহিদ পরিষদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, তাঁদের অভিযোগ সঠিক নয়। সাইফুল-তারা পরিষদের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়নি বলে তিনি জানান। কী কারণে তাঁরা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন, তা তাঁরাই ভালো বলতে পারবেন।
গত শনিবার দুপুরে খোকন-শহিদ পরিষদের পক্ষ থেকে প্রতিপক্ষ আওয়ামী লীগ-সমর্থিত সাইফুল-তারা পরিষদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে কয়েক দফা লিখিতভাবে জানালেও কমিশন কোনো ব্যবস্থা নেয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিএনপি-সমর্থিত পরিষদের পক্ষ থেকে শনিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে দাবি করা হয়, নির্বাচন কমিশনকে ইতিপূর্বে বিভিন্ন সময় পাঁচটি চিঠি দিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে। সাইফুল ইসলাম ও তারেক মাহমুদ তারা পরিষদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ উত্থাপন করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।
পরে খোকন-শহিদ পরিষদের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন থেকে তাদের গত শনিবার সন্ধ্যায় চিঠি দিয়ে জানানো হয়, সাইফুল-তারা পরিষদ কোনো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেনি। এই চিঠি পাওয়ার পর খোকন-শহিদ পরিষদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
এ ব্যাপারে বিএনপি-সমর্থিত পরিষদের সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম জোয়ার্দ্দার খোকন বলেন, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকার কারণে এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না বিধায় তারা নির্বাচন বর্জন করতে বাধ্য হন। কমিশনে লিখিত আবেদন দিয়ে তাঁরা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন।
নির্বাচনের আগের দিন গত শনিবার সন্ধ্যায় বিএনপি-সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচন বর্জন করায় খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি-সমর্থিত খোকন-শহিদ পরিষদ নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। গতকাল রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছিল।
গত শনিবার সন্ধ্যায় বর্জনের ঘোষণা দিয়ে খোকন-শহিদ পরিষদের পক্ষ থেকে আইনজীবী সমিতির সামনের সড়কে নির্বাচনী প্যান্ডেল রাতেই সরিয়ে নেওয়া হয়। সেই সঙ্গে আইনজীবী সমিতি এলাকায় এবং সড়কে টাঙানো সব ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে নেয়।
গতকাল সরেজমিন আইনজীবী সমিতি এলাকা ও ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিপুলসংখ্যক আইনজীবী ভোটার লাইন দিয়ে ভোট দিচ্ছেন। এ সময় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোকন-শহিদ পরিষদ ভোট বর্জন করলেও তাঁদের সমর্থক অনেক আইনজীবী ভোট দিয়েছেন।
রের নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. লিয়াকত আলী মোল্লা জানান, খুলনা বারে এবার ভোটার ১ হাজার ৩৮৭ জন। এর বিপরীতে ভোট কাস্ট হয়েছে ১ হাজার ১৮৪। তিনি জানান, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটে অংশ নিয়েছেন। বিএনপি-সমর্থিত খোকন-শহিদ পরিষদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, তাঁদের অভিযোগ সঠিক নয়। সাইফুল-তারা পরিষদের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়নি বলে তিনি জানান। কী কারণে তাঁরা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন, তা তাঁরাই ভালো বলতে পারবেন।
গত শনিবার দুপুরে খোকন-শহিদ পরিষদের পক্ষ থেকে প্রতিপক্ষ আওয়ামী লীগ-সমর্থিত সাইফুল-তারা পরিষদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে কয়েক দফা লিখিতভাবে জানালেও কমিশন কোনো ব্যবস্থা নেয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিএনপি-সমর্থিত পরিষদের পক্ষ থেকে শনিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে দাবি করা হয়, নির্বাচন কমিশনকে ইতিপূর্বে বিভিন্ন সময় পাঁচটি চিঠি দিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে। সাইফুল ইসলাম ও তারেক মাহমুদ তারা পরিষদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ উত্থাপন করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।
পরে খোকন-শহিদ পরিষদের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন থেকে তাদের গত শনিবার সন্ধ্যায় চিঠি দিয়ে জানানো হয়, সাইফুল-তারা পরিষদ কোনো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেনি। এই চিঠি পাওয়ার পর খোকন-শহিদ পরিষদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
এ ব্যাপারে বিএনপি-সমর্থিত পরিষদের সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম জোয়ার্দ্দার খোকন বলেন, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকার কারণে এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না বিধায় তারা নির্বাচন বর্জন করতে বাধ্য হন। কমিশনে লিখিত আবেদন দিয়ে তাঁরা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে