খায়রুল বাসার নির্ঝর
১৯৮৭ সালে আমি মহারাজজির কাছে কত্থক শিখতে যাই । এর আগে উনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল ১৯৮৪ সালে। আমরা নাচ নিয়ে ভারত সফরে গিয়েছিলাম। আমাদের সঙ্গে শিবলী (নৃত্যশিল্পী শিবলী মুহম্মদ) ভাইও ছিলেন। তিনি মহারাজজির সঙ্গে দেখা করতে যাবেন। তাঁকে বললাম, আমিও যাব দেখা করতে।
তাঁর কাছে যখন গেলাম, ওখানে বসন্ত পঞ্চমীর পূজা হচ্ছিল। গুরু বসে থাকেন। আর শিক্ষার্থীরা প্রতিবছর নতুন করে তাঁদের ঘুঙুর পূজা করে নেয়। সবাই ঘুঙুর জমা দিচ্ছেন। মহারাজকে সালাম করে বসছেন। এসব দেখে ভাবলাম, এত সুন্দর শেখার একটা পরিবেশ হতে পারে! আমার চোখ দিয়ে জল পড়ছিল। তিনি জিজ্ঞেস করলেন, ‘ইয়ে লারকি কিউ রো রাহি হ্যায়?’ শিবলী বললেন, ‘মহারাজজি, ও খুব ভালো নাচে। আপনাকে দেখে আর এই পরিবেশ দেখে নিশ্চয়ই ওর খুব ভালো লাগছে।’ মহারাজজি তখন আমাকে বললেন, ‘আমিই তোমাকে শেখাব।’
এরপর আমি ১৯৮৭ সালে স্কলারশিপ নিয়ে ভারতে গেলাম। ভর্তি হলাম ভারতীয় কলাকেন্দ্রে। মহারাজজি শেখান দিল্লি কত্থক কেন্দ্রে। কিন্তু ওখানে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ ছিল না। অগত্যা, ভারতীয় কলাকেন্দ্রে দুই বছর শেখার পর, দিল্লি কত্থক কেন্দ্রে পরীক্ষা দিয়ে সরাসরি তৃতীয় বর্ষে ভর্তি হলাম। মহারাজজি আমাকে পেয়ে মহাখুশি।
বিভিন্ন দেশ থেকে যে ছেলেমেয়েরা আসে, ওরা তো কত্থকের সঙ্গে তেমন পরিচিত না। আর আমি ছোটবেলা থেকেই কত্থক নাচি। ভালো একটা স্টুডেন্ট পেলে যাঁরা শেখান তাঁদেরও ভালো লাগে। তাই আমাকে পেয়ে তিনি বেশ খুশি হয়েছিলেন। আমিও অসম্ভব চর্চা করা একজন মানুষ। উনি যা শেখাতেন, আমি চর্চা করে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করতাম।
উনাকে গুরু হিসেবে পাওয়া, আমার সবচেয়ে মধুর স্মৃতি। তাঁর তালিম দেওয়ার যে টেকনিক, কঠিন বিষয়কে সহজ করে শেখানোর যে কৌশল, মনে হচ্ছে এখনো সামনাসামনি দেখতে পাচ্ছি। এত সহজভাবে, সুন্দরভাবে বোঝাতেন!
মহারাজজি খুব সহজ-সাধারণ মানুষ ছিলেন। সামান্য আহার করতেন। দুটো আটার রুটি, একটু সবজি, সালাদ—খুব মেনে চলতেন। স্বাস্থ্যসচেতন ছিলেন তিনি।
তাঁর সঙ্গে আমার প্রায়ই যোগাযোগ হতো। উনি আমাকে ভিডিও কল দিতেন। আমিও কোনো প্রোগ্রাম থাকলে জিজ্ঞেস করে নিতাম, মহারাজজি এটা কীভাবে করব। এটা আমাকে একটু দেখিয়ে দেন, বুঝিয়ে দেন। কয়েক দিন আগেও ফোন করেছেন আমাকে। উনার ছাত্রছাত্রীরা কীভাবে অন্য শিক্ষার্থীদের তৈরি করছে, সেটা তিনি জানতে চাচ্ছিলেন। আমি আমার শিক্ষার্থীদের নাচ পাঠালাম। সেগুলো দেখে তিনি খুব খুশি হলেন, তাঁর শেখানো নাচ নতুন প্রজন্মের মধ্যে এভাবে ছড়িয়ে যাচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করলেন!
মহারাজজি চলে গেছেন—এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। খবরটা শোনার পর থেকে শকড হয়ে আছি। এমন ভালোবাসার ছায়া আমরা সবাই হারিয়ে ফেললাম! ভাবতেই পারছি না!
একনজরে বিরজু মহারাজ
১৯৮৭ সালে আমি মহারাজজির কাছে কত্থক শিখতে যাই । এর আগে উনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল ১৯৮৪ সালে। আমরা নাচ নিয়ে ভারত সফরে গিয়েছিলাম। আমাদের সঙ্গে শিবলী (নৃত্যশিল্পী শিবলী মুহম্মদ) ভাইও ছিলেন। তিনি মহারাজজির সঙ্গে দেখা করতে যাবেন। তাঁকে বললাম, আমিও যাব দেখা করতে।
তাঁর কাছে যখন গেলাম, ওখানে বসন্ত পঞ্চমীর পূজা হচ্ছিল। গুরু বসে থাকেন। আর শিক্ষার্থীরা প্রতিবছর নতুন করে তাঁদের ঘুঙুর পূজা করে নেয়। সবাই ঘুঙুর জমা দিচ্ছেন। মহারাজকে সালাম করে বসছেন। এসব দেখে ভাবলাম, এত সুন্দর শেখার একটা পরিবেশ হতে পারে! আমার চোখ দিয়ে জল পড়ছিল। তিনি জিজ্ঞেস করলেন, ‘ইয়ে লারকি কিউ রো রাহি হ্যায়?’ শিবলী বললেন, ‘মহারাজজি, ও খুব ভালো নাচে। আপনাকে দেখে আর এই পরিবেশ দেখে নিশ্চয়ই ওর খুব ভালো লাগছে।’ মহারাজজি তখন আমাকে বললেন, ‘আমিই তোমাকে শেখাব।’
এরপর আমি ১৯৮৭ সালে স্কলারশিপ নিয়ে ভারতে গেলাম। ভর্তি হলাম ভারতীয় কলাকেন্দ্রে। মহারাজজি শেখান দিল্লি কত্থক কেন্দ্রে। কিন্তু ওখানে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ ছিল না। অগত্যা, ভারতীয় কলাকেন্দ্রে দুই বছর শেখার পর, দিল্লি কত্থক কেন্দ্রে পরীক্ষা দিয়ে সরাসরি তৃতীয় বর্ষে ভর্তি হলাম। মহারাজজি আমাকে পেয়ে মহাখুশি।
বিভিন্ন দেশ থেকে যে ছেলেমেয়েরা আসে, ওরা তো কত্থকের সঙ্গে তেমন পরিচিত না। আর আমি ছোটবেলা থেকেই কত্থক নাচি। ভালো একটা স্টুডেন্ট পেলে যাঁরা শেখান তাঁদেরও ভালো লাগে। তাই আমাকে পেয়ে তিনি বেশ খুশি হয়েছিলেন। আমিও অসম্ভব চর্চা করা একজন মানুষ। উনি যা শেখাতেন, আমি চর্চা করে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করতাম।
উনাকে গুরু হিসেবে পাওয়া, আমার সবচেয়ে মধুর স্মৃতি। তাঁর তালিম দেওয়ার যে টেকনিক, কঠিন বিষয়কে সহজ করে শেখানোর যে কৌশল, মনে হচ্ছে এখনো সামনাসামনি দেখতে পাচ্ছি। এত সহজভাবে, সুন্দরভাবে বোঝাতেন!
মহারাজজি খুব সহজ-সাধারণ মানুষ ছিলেন। সামান্য আহার করতেন। দুটো আটার রুটি, একটু সবজি, সালাদ—খুব মেনে চলতেন। স্বাস্থ্যসচেতন ছিলেন তিনি।
তাঁর সঙ্গে আমার প্রায়ই যোগাযোগ হতো। উনি আমাকে ভিডিও কল দিতেন। আমিও কোনো প্রোগ্রাম থাকলে জিজ্ঞেস করে নিতাম, মহারাজজি এটা কীভাবে করব। এটা আমাকে একটু দেখিয়ে দেন, বুঝিয়ে দেন। কয়েক দিন আগেও ফোন করেছেন আমাকে। উনার ছাত্রছাত্রীরা কীভাবে অন্য শিক্ষার্থীদের তৈরি করছে, সেটা তিনি জানতে চাচ্ছিলেন। আমি আমার শিক্ষার্থীদের নাচ পাঠালাম। সেগুলো দেখে তিনি খুব খুশি হলেন, তাঁর শেখানো নাচ নতুন প্রজন্মের মধ্যে এভাবে ছড়িয়ে যাচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করলেন!
মহারাজজি চলে গেছেন—এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। খবরটা শোনার পর থেকে শকড হয়ে আছি। এমন ভালোবাসার ছায়া আমরা সবাই হারিয়ে ফেললাম! ভাবতেই পারছি না!
একনজরে বিরজু মহারাজ
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে