নিজস্ব প্রতিবেদক, ধর্মশালা থেকে
ম্যাচের ফাঁকে ফাঁকে আইসিসি ‘ম্যাজিক মোমেন্ট’ নামের ছোট্ট একটা পর্ব দেখাচ্ছে টেলিভিশনে। গতকাল সেই ম্যাজিক মোমেন্টে দেখা গেল ২০১৫ বিশ্বকাপে মাহমুদউল্লাহর টানা দুটি সেঞ্চুরির দৃশ্য। এর মধ্যে একটি সেঞ্চুরি অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে।
আরেকটি বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে আরেকটি লড়াইয়ে দলে থেকেও মাহমুদউল্লাহ হয়ে রইলেন ‘দর্শক’! ধর্মশালার নেটে গত পরশু ঝাড়া দুই ঘণ্টা ব্যাটিং করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর পাশের নেটেই মুশফিকুর রহিমকে টানা বোলিং করে যাচ্ছিলেন শেখ মেহেদী হাসান। পরশু অনুশীলনের যে দৃশ্যপট ছিল, তাতে ইঙ্গিত মিলছিল বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে একজন বাড়তি স্পিনার নিয়ে খেলতে পারে। আফগানিস্তানের বিপক্ষে ৬ নম্বর বোলার না থাকা নিয়ে অনেক প্রশ্ন হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে সেই ৬ নম্বর বোলারের সমাধান বাংলাদেশ করেছে শেখ মেহেদীকে একাদশে রেখে। তাঁকে জায়গা দিতে একাদশের বাইরে মাহমুদউল্লাহ।
ইংলিশ ব্যাটিং লাইনআপের বেশির ভাগ ডান হাতি ব্যাটার হওয়ার পরও নাসুম আহমেদের জায়গা হয়নি ব্যাটিং দক্ষতায় মেহেদী কিছুটা এগিয়ে থাকায়। আবার ব্যাটিং দক্ষতায় এগিয়ে থেকেও মাহমুদউল্লাহ মেহেদীর সঙ্গে এই প্রতিযোগিতায় পারেননি টিম ম্যানেজমেন্টের ‘বোলিং অপশন’ বিবেচনায়। মেহেদী অবশ্য টিম ম্যানেজমেন্টকে হতাশ করেননি, ৭১ রানে ৪ উইকেট নিয়ে গতকাল বোলিং ব্যর্থতার দিনে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনিই।
গত ছয় মাসে নিয়মিত দলের বাইরে থাকায় মাহমুদউল্লাহর প্রতি জনসমর্থন বাড়ছিল হু হু করে। তবু বিশ্বকাপের দলে তাঁর জায়গা পাওয়া কঠিনই ছিল। মাহমুদউল্লাহ এতে হতোদ্যম না হয়ে নিজেকে প্রস্তুত রেখেছেন সব সময়। টিম ম্যানেজমেন্ট তাঁর জায়গায় যে কজনকে সুযোগ দিয়েছিল, তাদের টানা ব্যর্থতায় শেষ মুহূর্তে মাহমুদউল্লাহ জায়গা করে নেন বিশ্বকাপ দলে। বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর তাঁর এখন একাদশের বাইরে থাকার অভিজ্ঞতা হচ্ছে—ক্যারিয়ারজুড়ে এমন কত অভিজ্ঞতাই তো হলো। এতে সাময়িক মন খারাপ হলেও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ খেলোয়াড়ের যেকোনো পরিস্থিতিতে ইতিবাচকই থাকার কথা।
ম্যাচের ফাঁকে ফাঁকে আইসিসি ‘ম্যাজিক মোমেন্ট’ নামের ছোট্ট একটা পর্ব দেখাচ্ছে টেলিভিশনে। গতকাল সেই ম্যাজিক মোমেন্টে দেখা গেল ২০১৫ বিশ্বকাপে মাহমুদউল্লাহর টানা দুটি সেঞ্চুরির দৃশ্য। এর মধ্যে একটি সেঞ্চুরি অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে।
আরেকটি বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে আরেকটি লড়াইয়ে দলে থেকেও মাহমুদউল্লাহ হয়ে রইলেন ‘দর্শক’! ধর্মশালার নেটে গত পরশু ঝাড়া দুই ঘণ্টা ব্যাটিং করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর পাশের নেটেই মুশফিকুর রহিমকে টানা বোলিং করে যাচ্ছিলেন শেখ মেহেদী হাসান। পরশু অনুশীলনের যে দৃশ্যপট ছিল, তাতে ইঙ্গিত মিলছিল বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে একজন বাড়তি স্পিনার নিয়ে খেলতে পারে। আফগানিস্তানের বিপক্ষে ৬ নম্বর বোলার না থাকা নিয়ে অনেক প্রশ্ন হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে সেই ৬ নম্বর বোলারের সমাধান বাংলাদেশ করেছে শেখ মেহেদীকে একাদশে রেখে। তাঁকে জায়গা দিতে একাদশের বাইরে মাহমুদউল্লাহ।
ইংলিশ ব্যাটিং লাইনআপের বেশির ভাগ ডান হাতি ব্যাটার হওয়ার পরও নাসুম আহমেদের জায়গা হয়নি ব্যাটিং দক্ষতায় মেহেদী কিছুটা এগিয়ে থাকায়। আবার ব্যাটিং দক্ষতায় এগিয়ে থেকেও মাহমুদউল্লাহ মেহেদীর সঙ্গে এই প্রতিযোগিতায় পারেননি টিম ম্যানেজমেন্টের ‘বোলিং অপশন’ বিবেচনায়। মেহেদী অবশ্য টিম ম্যানেজমেন্টকে হতাশ করেননি, ৭১ রানে ৪ উইকেট নিয়ে গতকাল বোলিং ব্যর্থতার দিনে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনিই।
গত ছয় মাসে নিয়মিত দলের বাইরে থাকায় মাহমুদউল্লাহর প্রতি জনসমর্থন বাড়ছিল হু হু করে। তবু বিশ্বকাপের দলে তাঁর জায়গা পাওয়া কঠিনই ছিল। মাহমুদউল্লাহ এতে হতোদ্যম না হয়ে নিজেকে প্রস্তুত রেখেছেন সব সময়। টিম ম্যানেজমেন্ট তাঁর জায়গায় যে কজনকে সুযোগ দিয়েছিল, তাদের টানা ব্যর্থতায় শেষ মুহূর্তে মাহমুদউল্লাহ জায়গা করে নেন বিশ্বকাপ দলে। বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর তাঁর এখন একাদশের বাইরে থাকার অভিজ্ঞতা হচ্ছে—ক্যারিয়ারজুড়ে এমন কত অভিজ্ঞতাই তো হলো। এতে সাময়িক মন খারাপ হলেও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ খেলোয়াড়ের যেকোনো পরিস্থিতিতে ইতিবাচকই থাকার কথা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে