জাকির হোসেন, সুনামগঞ্জ
হাওরবেষ্টিত সুনামগঞ্জে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে কৃষিতে পরিবর্তনের হাওয়া লাগলেও বর্গাচাষিদের দুঃসময় কাটছে না। সরকারের বর্গা আইনের সঠিক প্রয়োগ না থাকায় যুগ যুগ ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকছেন বর্গাকৃষক। ফলে অনায়াসে জমির মালিক উৎপাদিত ফসলে অর্ধেক ভাগ বসাচ্ছেন।
চলতি বছর উজানের পাহাড়ি ঢলের সঙ্গে যুদ্ধ করে নানা প্রতিকূলতার মধ্যে কৃষকেরা ধান কাটার কাজ প্রায় শেষের দিকে নিয়ে এসেছেন। কিন্তু সেই কষ্টার্জিত ফসল পুরোপুরি ঘরে তুলতে পারছেন না তাঁরা। ধান শুকানোর পর মাঠ থেকেই মহাজনদের দিয়ে দিতে হচ্ছে তাঁদের বাঁটোয়ারা। এই প্রথা থেকে বেরিয়ে আসতে চান হাওরাঞ্চলের কৃষক।
আইন অনুযায়ী, বর্গাকৃষক ও জমির মালিকের মধ্যে পাঁচ বছর মেয়াদি লিখিত চুক্তির নিয়ম থাকলেও বাস্তবে হাওর এলাকায় এক বছর মেয়াদি মৌখিক চুক্তিই প্রচলিত রয়েছে। লিখিত চুক্তিনামা না থাকায় ব্যাংকের কৃষিঋণ থেকে বঞ্চিত হচ্ছেন বর্গাচাষিরা। এভাবে বছরের পর বছর বাধ্য হয়ে গ্রাম্য মহাজনের চড়া সুদের ঋণের বেড়াজালে আটকে আছেন হাওরপারের বর্গাকৃষকেরা।
সুনামগঞ্জের হাওরাঞ্চলে ৩ লাখ ১৭ হাজার কৃষকের মধ্যে ৬৫ হাজার বর্গাচাষি। জমি চাষাবাদ থেকে শুরু করে বীজ, সার, সেচ, কীটনাশক ও শ্রমিকসহ সবকিছুর ব্যবস্থা করতে হয় বর্গাকৃষকদেরই। অথচ উৎপাদিত ফসলের অর্ধেক দিয়ে দিতে হয় জমির মালিককে। ফলে জমির মালিকসহ উৎপাদন খরচ বাদ দিয়ে বর্গাদারের ভাগে তেমন কিছুই থাকে না। এতে অনেকেই কৃষিবিমুখ হয়ে পড়েছেন।
বিশ্বম্ভরপুর উপজেলার বাগগুয়া গ্রামের কৃষক আব্দুর রহিম দীর্ঘদিন ধরেই মহাজনের জমি চাষাবাদ করে আসছেন। মহাজনকে টাকার বদলে টাকা দিতে চাইলে মহাজন নারাজ। তিনি বলেন, ‘বহু কষ্ট কইরা এইবার ধান তুলছি। ধান বিক্রি কইরা যদি মহাজনের টেকা দিতাম, তাইলে কষ্ট কমত। নিজের ঘরে ধান তুলতাম পারতাম।’
মহাজনের ঋণ আর জমির মালিকের অংশ দিয়ে অবশিষ্ট কিছুই থাকছে না বর্গাচাষিদের। সদর উপজেলার কলউড়া গ্রামের কৃষক আব্দুল বাতেন বলেন, ‘আমরা আইদ্যা (বর্গা) জমি করি সুদে ঋণ আইন্যা। সবার সব দিয়া আমরার আর কিচ্ছু থাকে না।’
বছরের খোরাকি ছাড়া আর কোনো আয় নেই হাওরাঞ্চলের বর্গাচাষিদের। সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের কৃষক নরিদ্র দাস বলেন, ‘ধান তুইল্লা জমির মালিকরে দিয়া আর সুদের ঋণ দিয়া কিচ্ছু থাকে না। কোনো রকম খাইয়া বাঁইচা থাকি।’
আবার মহাজনী ঋণের টাকার সুদ মিটাতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের ধান যাচ্ছে ব্যবসায়ীর গুদামে। ধান কাটা-মাড়াইড়ের খরচ জোগাতে অনেকে কম দামে ধান বিক্রি করছেন। আবার অনেকে ধান কাটা-মাড়াইড়ের আগে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া টাকা ধান দিয়ে পরিশোধ করছেন।
এতে কৃষকের গোলা ধানশূন্য হয়ে পড়ছে শুরুতেই। খাদ্যগুদামে যখন ধান-চাল সংগ্রহ হবে, তখন প্রান্তিক কিংবা ক্ষুদ্র কৃষকের ঘরে ধান থাকবে না। আর এই সুযোগে খাদ্যগুদামে ধান দেবে ফড়িয়া ব্যবসায়ীরা।
আবার কোনো কোনো কৃষক চাষাবাদ শুরু হওয়ার আগেই ঋণ করে থাকেন। চুক্তি মোতাবেক ফসলের মাঠ থেকেই ধান মেপে দিয়ে দিতে হয় মহাজনের বস্তায়।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এখন ধান কেনা শুরু হয়েছে। এ বছর সুনামগঞ্জ থেকে সরকার ২৭ টাকা কেজি ধরে ২৮ হাজার ৬৬৬ মেট্রিক টন ধান কিনবে।
তিনি আরও বলেন, ‘কৃষকেরা যেন মধ্যস্বত্বভোগীদের কাছে ধান বিক্রি না করে। সরকারি গুদামে ধান দেন, সে জন্য আমরা এবার অন্যান্য বছরের তুলনায় ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়াতে আবেদন করে বাড়িয়ে এনেছি।’
হাওরবেষ্টিত সুনামগঞ্জে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে কৃষিতে পরিবর্তনের হাওয়া লাগলেও বর্গাচাষিদের দুঃসময় কাটছে না। সরকারের বর্গা আইনের সঠিক প্রয়োগ না থাকায় যুগ যুগ ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকছেন বর্গাকৃষক। ফলে অনায়াসে জমির মালিক উৎপাদিত ফসলে অর্ধেক ভাগ বসাচ্ছেন।
চলতি বছর উজানের পাহাড়ি ঢলের সঙ্গে যুদ্ধ করে নানা প্রতিকূলতার মধ্যে কৃষকেরা ধান কাটার কাজ প্রায় শেষের দিকে নিয়ে এসেছেন। কিন্তু সেই কষ্টার্জিত ফসল পুরোপুরি ঘরে তুলতে পারছেন না তাঁরা। ধান শুকানোর পর মাঠ থেকেই মহাজনদের দিয়ে দিতে হচ্ছে তাঁদের বাঁটোয়ারা। এই প্রথা থেকে বেরিয়ে আসতে চান হাওরাঞ্চলের কৃষক।
আইন অনুযায়ী, বর্গাকৃষক ও জমির মালিকের মধ্যে পাঁচ বছর মেয়াদি লিখিত চুক্তির নিয়ম থাকলেও বাস্তবে হাওর এলাকায় এক বছর মেয়াদি মৌখিক চুক্তিই প্রচলিত রয়েছে। লিখিত চুক্তিনামা না থাকায় ব্যাংকের কৃষিঋণ থেকে বঞ্চিত হচ্ছেন বর্গাচাষিরা। এভাবে বছরের পর বছর বাধ্য হয়ে গ্রাম্য মহাজনের চড়া সুদের ঋণের বেড়াজালে আটকে আছেন হাওরপারের বর্গাকৃষকেরা।
সুনামগঞ্জের হাওরাঞ্চলে ৩ লাখ ১৭ হাজার কৃষকের মধ্যে ৬৫ হাজার বর্গাচাষি। জমি চাষাবাদ থেকে শুরু করে বীজ, সার, সেচ, কীটনাশক ও শ্রমিকসহ সবকিছুর ব্যবস্থা করতে হয় বর্গাকৃষকদেরই। অথচ উৎপাদিত ফসলের অর্ধেক দিয়ে দিতে হয় জমির মালিককে। ফলে জমির মালিকসহ উৎপাদন খরচ বাদ দিয়ে বর্গাদারের ভাগে তেমন কিছুই থাকে না। এতে অনেকেই কৃষিবিমুখ হয়ে পড়েছেন।
বিশ্বম্ভরপুর উপজেলার বাগগুয়া গ্রামের কৃষক আব্দুর রহিম দীর্ঘদিন ধরেই মহাজনের জমি চাষাবাদ করে আসছেন। মহাজনকে টাকার বদলে টাকা দিতে চাইলে মহাজন নারাজ। তিনি বলেন, ‘বহু কষ্ট কইরা এইবার ধান তুলছি। ধান বিক্রি কইরা যদি মহাজনের টেকা দিতাম, তাইলে কষ্ট কমত। নিজের ঘরে ধান তুলতাম পারতাম।’
মহাজনের ঋণ আর জমির মালিকের অংশ দিয়ে অবশিষ্ট কিছুই থাকছে না বর্গাচাষিদের। সদর উপজেলার কলউড়া গ্রামের কৃষক আব্দুল বাতেন বলেন, ‘আমরা আইদ্যা (বর্গা) জমি করি সুদে ঋণ আইন্যা। সবার সব দিয়া আমরার আর কিচ্ছু থাকে না।’
বছরের খোরাকি ছাড়া আর কোনো আয় নেই হাওরাঞ্চলের বর্গাচাষিদের। সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের কৃষক নরিদ্র দাস বলেন, ‘ধান তুইল্লা জমির মালিকরে দিয়া আর সুদের ঋণ দিয়া কিচ্ছু থাকে না। কোনো রকম খাইয়া বাঁইচা থাকি।’
আবার মহাজনী ঋণের টাকার সুদ মিটাতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের ধান যাচ্ছে ব্যবসায়ীর গুদামে। ধান কাটা-মাড়াইড়ের খরচ জোগাতে অনেকে কম দামে ধান বিক্রি করছেন। আবার অনেকে ধান কাটা-মাড়াইড়ের আগে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া টাকা ধান দিয়ে পরিশোধ করছেন।
এতে কৃষকের গোলা ধানশূন্য হয়ে পড়ছে শুরুতেই। খাদ্যগুদামে যখন ধান-চাল সংগ্রহ হবে, তখন প্রান্তিক কিংবা ক্ষুদ্র কৃষকের ঘরে ধান থাকবে না। আর এই সুযোগে খাদ্যগুদামে ধান দেবে ফড়িয়া ব্যবসায়ীরা।
আবার কোনো কোনো কৃষক চাষাবাদ শুরু হওয়ার আগেই ঋণ করে থাকেন। চুক্তি মোতাবেক ফসলের মাঠ থেকেই ধান মেপে দিয়ে দিতে হয় মহাজনের বস্তায়।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এখন ধান কেনা শুরু হয়েছে। এ বছর সুনামগঞ্জ থেকে সরকার ২৭ টাকা কেজি ধরে ২৮ হাজার ৬৬৬ মেট্রিক টন ধান কিনবে।
তিনি আরও বলেন, ‘কৃষকেরা যেন মধ্যস্বত্বভোগীদের কাছে ধান বিক্রি না করে। সরকারি গুদামে ধান দেন, সে জন্য আমরা এবার অন্যান্য বছরের তুলনায় ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়াতে আবেদন করে বাড়িয়ে এনেছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে