নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় গতকাল রোববার অনেক জায়গায় তা চড়া দামে বিক্রি হচ্ছে। রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র বাজার তদারকিতে বিষয়টি উঠে এসেছে।
টিসিবির হিসাব অনুযায়ী, গতকাল প্রতি লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হয়েছে ১৯৮-২১০ টাকায়। আর সরকার নির্ধারিত দাম হচ্ছে ১৯৮ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেল গতকাল বিক্রি হয়েছে ১৮০-১৮২ টাকায়। যা দুই দিন আগে ছিল ১৮৪-১৮৬ টাকা। অথচ সরকার-নির্ধারিত দাম হচ্ছে ১৮০ টাকা। তবে পাম তেল আন্তর্জাতিক বাজারে কমে যাওয়ায় বাজারে তা সরকার-নির্ধারিত দামের চেয়ে কিছুটা কমে বিক্রি হচ্ছে।
ঢাকার দোহারের কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান গত শনিবার ফ্রেশ ব্র্যান্ডের তেল এক লিটার সয়াবিন ২০০ টাকায় কেনেন। অথচ বোতলের গায়ে দাম লেখা রয়েছে ১৬০ টাকা। তিনি বলেন, বোতলের গায়ে ১৬০ টাকা লেখা থাকলেও দোকানি ২০০ টাকার কমে বিক্রি করবেন না। একান্ত বাধ্য হয়েই তিনি ২০০ টাকায় তা কিনেছেন।
এদিকে ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের সংকট কাটতে আরও তিন থেকে চার দিন সময় লাগবে বলে জানিয়েছে পরিশোধন ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। তবে পাইকারি ও কিছু খুচরা বিক্রেতার কাছে তেল সরবরাহ হয়েছে। কিন্তু রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল পর্যন্ত তেল সরবরাহ হয়নি। এমন পরিস্থিতিতে আজ সোমবার ভোজ্যতেলের বাজার ব্যবস্থাপনা বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রাজধানীর কারওয়ান বাজারের মেসার্স মাহমুদ জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মাসুদুর রহমান বলেন, তাদের বাজারে সিটি গ্রুপের পক্ষ থেকে কিছু বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করা হয়েছে। অন্যান্য কোম্পানি অর্ডার নেওয়া শুরু করেছে। তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে আরও তিন-চার দিন সময় লাগবে বলে জানান তিনি। রাজধানীর সেগুনবাগিচা, নিউমার্কেট, আজিমপুর, লালবাগ, রামপুরা ও বনশ্রী এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, তেল সরবরাহ স্বাভাবিক হয়নি।
ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারীরা বলছেন, তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ঈদের পর। বোতলজাত তেল প্যাকিং করতে অনেক লোকবলের প্রয়োজন হয়। এ বিষয়ে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিএওএল)-এর অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তা দিদার মো. দবিরুল ইসলাম বলেন, গত শনিবার কারখানা খোলা হয়েছে। গতকাল থেকে প্যাকেজিংয়ের কাজ শুরু হয়। আগামী দুই-চার দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।
বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী ভুট্টো বলেন, আগে সেকেন্ডারি মার্কেটে ভোজ্যতেলের বড় একটি অংশ মজুত থাকত। আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাজার ওঠানামা করত। কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালানোর পর পুরো সরবরাহ ব্যবস্থা মিলারদের নিয়ন্ত্রণে চলে যায়। এখন বাজারে দাম কম-বেশি হওয়া মূলত মিলারদের ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় গতকাল রোববার অনেক জায়গায় তা চড়া দামে বিক্রি হচ্ছে। রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র বাজার তদারকিতে বিষয়টি উঠে এসেছে।
টিসিবির হিসাব অনুযায়ী, গতকাল প্রতি লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হয়েছে ১৯৮-২১০ টাকায়। আর সরকার নির্ধারিত দাম হচ্ছে ১৯৮ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেল গতকাল বিক্রি হয়েছে ১৮০-১৮২ টাকায়। যা দুই দিন আগে ছিল ১৮৪-১৮৬ টাকা। অথচ সরকার-নির্ধারিত দাম হচ্ছে ১৮০ টাকা। তবে পাম তেল আন্তর্জাতিক বাজারে কমে যাওয়ায় বাজারে তা সরকার-নির্ধারিত দামের চেয়ে কিছুটা কমে বিক্রি হচ্ছে।
ঢাকার দোহারের কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান গত শনিবার ফ্রেশ ব্র্যান্ডের তেল এক লিটার সয়াবিন ২০০ টাকায় কেনেন। অথচ বোতলের গায়ে দাম লেখা রয়েছে ১৬০ টাকা। তিনি বলেন, বোতলের গায়ে ১৬০ টাকা লেখা থাকলেও দোকানি ২০০ টাকার কমে বিক্রি করবেন না। একান্ত বাধ্য হয়েই তিনি ২০০ টাকায় তা কিনেছেন।
এদিকে ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের সংকট কাটতে আরও তিন থেকে চার দিন সময় লাগবে বলে জানিয়েছে পরিশোধন ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। তবে পাইকারি ও কিছু খুচরা বিক্রেতার কাছে তেল সরবরাহ হয়েছে। কিন্তু রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল পর্যন্ত তেল সরবরাহ হয়নি। এমন পরিস্থিতিতে আজ সোমবার ভোজ্যতেলের বাজার ব্যবস্থাপনা বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রাজধানীর কারওয়ান বাজারের মেসার্স মাহমুদ জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মাসুদুর রহমান বলেন, তাদের বাজারে সিটি গ্রুপের পক্ষ থেকে কিছু বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করা হয়েছে। অন্যান্য কোম্পানি অর্ডার নেওয়া শুরু করেছে। তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে আরও তিন-চার দিন সময় লাগবে বলে জানান তিনি। রাজধানীর সেগুনবাগিচা, নিউমার্কেট, আজিমপুর, লালবাগ, রামপুরা ও বনশ্রী এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, তেল সরবরাহ স্বাভাবিক হয়নি।
ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারীরা বলছেন, তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ঈদের পর। বোতলজাত তেল প্যাকিং করতে অনেক লোকবলের প্রয়োজন হয়। এ বিষয়ে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিএওএল)-এর অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তা দিদার মো. দবিরুল ইসলাম বলেন, গত শনিবার কারখানা খোলা হয়েছে। গতকাল থেকে প্যাকেজিংয়ের কাজ শুরু হয়। আগামী দুই-চার দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।
বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী ভুট্টো বলেন, আগে সেকেন্ডারি মার্কেটে ভোজ্যতেলের বড় একটি অংশ মজুত থাকত। আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাজার ওঠানামা করত। কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালানোর পর পুরো সরবরাহ ব্যবস্থা মিলারদের নিয়ন্ত্রণে চলে যায়। এখন বাজারে দাম কম-বেশি হওয়া মূলত মিলারদের ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে