প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
⊲ কালপুরুষ (বাংলা সিরিজ)
অভিনয়: চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা আমিন
দেখা যাবে: চরকি
গল্পসংক্ষেপ: নতুন এক আসামিকে নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। তার কোনো তথ্যই খুঁজে পাওয়া যায় না। অনেকের দাবি, সে অতীত থেকে ফিরে এসেছে। এদিকে শহরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। তা সমাধান করতে পারছে না পুলিশ।
⊲ আবার রাজনীতি (বাংলা সিরিজ)
অভিনয়: কৌশিক গাঙ্গুলি, দিতিপ্রিয়া রায়, কনীনিকা ব্যানার্জি
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: গত সিজনে রথিন ব্যানার্জির (কৌশিক) মৃত্যু দেখানো হয়েছিল। এ সিজনেও ফিরছেন তিনি, তবে রথিন নয় তার যমজ দাদা প্রতিম ব্যানার্জি হয়ে। রথিনের মৃত্যুর পর রিজপুরের সাংসদ পদ খালি ছিল। উপনির্বাচন ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করে। রথিনের স্ত্রী মল্লিকা (কনীনিকা) যেকোনো মূল্যে গদি ধরে রাখতে চায়। তবে রাশিকে (দিতিপ্রিয়া) নিয়েই তার যত চিন্তা।
⊲ ক্রু (হিন্দি সিনেমা)
অভিনয়: টাবু, কারিনা কাপুর, কৃতি শ্যানন
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: একদিন এক যাত্রীর কোটের নিচে সোনার বার খুঁজে পায় তিন বিমানবালা। সেটা গায়েব করে দেওয়ার পরিকল্পনা আঁটে তারা। সেটা নিয়ে একের পর এক ঘটতে থাকে হাস্যরসাত্মক ঘটনা। আদ্যোপান্ত কমেডির মোড়কে বর্তমান সময়ের এয়ারলাইনস ইন্ডাস্ট্রির দুরবস্থার চিত্র তুলে ধরা হয়েছে এ সিনেমায়।
⊲ পঞ্চায়েত ৩ (হিন্দি সিরিজ)
অভিনয়: জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা
দেখা যাবে: আমাজন প্রাইম
গল্পসংক্ষেপ: শহুরে জীবনের মায়া ত্যাগ করে ফুলেরা গ্রামে চাকরি করতে আসে অভিষেক। গ্রামের সবকিছুকে অপছন্দ করা ছেলেটা ধীরে ধীরে গ্রামের মায়ায় পড়ে যায়। কিন্তু ঘটনাক্রমে সে রাজনীতির শিকার হয়। বদলির চিঠি পেলেও তাকে আবার ফিরতে হয় ফুলেরা গ্রামে। এরই মধ্যে গ্রামজুড়ে পঞ্চায়েত নির্বাচনের আবহ। নির্বাচনকে ঘিরে দানা বাঁধতে থাকে নানা সমস্যা। পঞ্চায়েত ৩ মুক্তি পাবে ২৮ মে।
⊲ অ্যাটলাস (ইংরেজি সিনেমা)
অভিনয়: জেনিফার লোপেজ, সিমু লিও, স্টার্লিং কে ব্রাউন
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি কোনো বিশ্বাস নেই ডেটা অ্যানালিস্ট অ্যাটলাস শেফার্ডের। হারল্যান নামের এক ভয়ংকর রোবটকে পরাজিত করতে পাঠানো হয় অ্যাটলাসকে। রোবটটি মানুষের বিরুদ্ধে একটি ভয়ানক অভিযান পরিচালনা করছে। হারল্যানকে হারানোর জন্য শেষ পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভরসা করতে বাধ্য হয় অ্যাটলাস।