আয়নাল হোসেন, ঢাকা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা এলে দেশে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এ সময় কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে চাল, আটা, ময়দা, ডিম, মুরগি, সাবান, গুঁড়া সাবানসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। অস্বাভাবিক দামে পণ্য বিক্রির অভিযোগে ৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। প্রতিষ্ঠানগুলোকে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুনানির জন্য হাজির হতে বলা হয়েছে।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সূত্রে জানা গেছে, ডিমে আটটি প্রতিষ্ঠান, ব্রয়লার মুরগিতে আটটি, আটা-ময়দায় আটটি, সাবান-ডিটারজেন্টে পাঁচটিসহ মোট ৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিক দামে চাল, আটা, ময়দা, ডিম, ব্রয়লার মুরগি ইত্যাদি বিক্রি করায় কমিশনের ১৫ ধারা অনুযায়ী আমরা মামলা করেছি।’
এদিকে প্রতিযোগিতা কমিশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান আজকের পত্রিকাকে বলেন, পরস্পর যোগসাজশে অস্বাভাবিক দামে পণ্য বিক্রি করা হলে মামলা ও জরিমানা গুনতে হবে, বিষয়টি প্রতিষ্ঠানকে মনে রাখতে হবে। বিষয়টি ইতিবাচক। তবে কমিশনের উচিত হবে দ্রুত মামলা নিষ্পত্তি করে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা।
কমিশন সূত্রে জানা গেছে, ৪৯ প্রতিষ্ঠানের পাশাপাশি বাকিদের বিরুদ্ধেও শিগগিরই মামলা হবে। অনিয়মের বিষয় সামনে এলে মামলা করে পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট, ফেসবুক পেজসহ অন্যান্য মাধ্যমে জানানো হবে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন বাংলাদেশ অটোমেজর ও হাসকিন মিল মালিক সমিতির সভাপতি এবং কুষ্টিয়ার রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টের মালিক আবদুর রশিদ, নওগাঁর বেলকন গ্রুপ প্রাইভেট লিমিটেডের মালিক বেলাল হোসেন, চাল ও আটা-ময়দা প্রস্তুতকারক সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ডিম ও মুরগিতে কারসাজির জন্য প্যারাগন পোলট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ডিম ও মুরগি অস্বাভাবিক দামে বিক্রির দায়ে কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং সাবান, সুগন্ধি সাবান, গুঁড়া সাবান অস্বাভাবিক দামে বিক্রির দায়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
কমিশন সূত্রে আরও জানা গেছে, চাল ব্যবসায় কারসাজির জন্য দিনাজপুরের জহুরা অটোরাইস মিল, চাঁপাইনবাবগঞ্জের এরফান গ্রুপের মালিক এরফান আলী, বগুড়ার কিবরিয়া অ্যাগ্রো লিমিটেডের মালিক গোলাম কিবরিয়া বাহার, নওগাঁর মফিজউদ্দিন অটোরাইস মিলের মালিক তৌফিকুল ইসলাম বাবু, বগুড়া শেরপুরের আলাল অ্যাগ্রো ফুড প্রোডাক্ট লিমিটেডের মালিক আলাল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার নূরজাহান অ্যাগ্রো ফুড লিমিটেডের জহিরুল ইসলাম, বগুড়ার খান অটোরাইস মিলের পটু মিয়া, কুষ্টিয়ার দাদা অটোরাইস মিলের মালিক আরশাদ আলী, নওগাঁর মজুমদার অটোরাইস মিলের ব্রজেন মজুমদার, স্কয়ার কোম্পানির চাষি, এসিআই কোম্পানির চেয়ারম্যান, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের (রূপচাঁদা) ব্যবস্থাপনা পরিচালক, আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালক, প্রাণ ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, উৎসব ব্যান্ডের ম্যাবকো ফুড লিমিটেডের চেয়ারম্যান, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধেও মামলা হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা এলে দেশে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এ সময় কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে চাল, আটা, ময়দা, ডিম, মুরগি, সাবান, গুঁড়া সাবানসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। অস্বাভাবিক দামে পণ্য বিক্রির অভিযোগে ৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। প্রতিষ্ঠানগুলোকে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুনানির জন্য হাজির হতে বলা হয়েছে।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সূত্রে জানা গেছে, ডিমে আটটি প্রতিষ্ঠান, ব্রয়লার মুরগিতে আটটি, আটা-ময়দায় আটটি, সাবান-ডিটারজেন্টে পাঁচটিসহ মোট ৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিক দামে চাল, আটা, ময়দা, ডিম, ব্রয়লার মুরগি ইত্যাদি বিক্রি করায় কমিশনের ১৫ ধারা অনুযায়ী আমরা মামলা করেছি।’
এদিকে প্রতিযোগিতা কমিশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান আজকের পত্রিকাকে বলেন, পরস্পর যোগসাজশে অস্বাভাবিক দামে পণ্য বিক্রি করা হলে মামলা ও জরিমানা গুনতে হবে, বিষয়টি প্রতিষ্ঠানকে মনে রাখতে হবে। বিষয়টি ইতিবাচক। তবে কমিশনের উচিত হবে দ্রুত মামলা নিষ্পত্তি করে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা।
কমিশন সূত্রে জানা গেছে, ৪৯ প্রতিষ্ঠানের পাশাপাশি বাকিদের বিরুদ্ধেও শিগগিরই মামলা হবে। অনিয়মের বিষয় সামনে এলে মামলা করে পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট, ফেসবুক পেজসহ অন্যান্য মাধ্যমে জানানো হবে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন বাংলাদেশ অটোমেজর ও হাসকিন মিল মালিক সমিতির সভাপতি এবং কুষ্টিয়ার রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টের মালিক আবদুর রশিদ, নওগাঁর বেলকন গ্রুপ প্রাইভেট লিমিটেডের মালিক বেলাল হোসেন, চাল ও আটা-ময়দা প্রস্তুতকারক সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ডিম ও মুরগিতে কারসাজির জন্য প্যারাগন পোলট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ডিম ও মুরগি অস্বাভাবিক দামে বিক্রির দায়ে কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং সাবান, সুগন্ধি সাবান, গুঁড়া সাবান অস্বাভাবিক দামে বিক্রির দায়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
কমিশন সূত্রে আরও জানা গেছে, চাল ব্যবসায় কারসাজির জন্য দিনাজপুরের জহুরা অটোরাইস মিল, চাঁপাইনবাবগঞ্জের এরফান গ্রুপের মালিক এরফান আলী, বগুড়ার কিবরিয়া অ্যাগ্রো লিমিটেডের মালিক গোলাম কিবরিয়া বাহার, নওগাঁর মফিজউদ্দিন অটোরাইস মিলের মালিক তৌফিকুল ইসলাম বাবু, বগুড়া শেরপুরের আলাল অ্যাগ্রো ফুড প্রোডাক্ট লিমিটেডের মালিক আলাল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার নূরজাহান অ্যাগ্রো ফুড লিমিটেডের জহিরুল ইসলাম, বগুড়ার খান অটোরাইস মিলের পটু মিয়া, কুষ্টিয়ার দাদা অটোরাইস মিলের মালিক আরশাদ আলী, নওগাঁর মজুমদার অটোরাইস মিলের ব্রজেন মজুমদার, স্কয়ার কোম্পানির চাষি, এসিআই কোম্পানির চেয়ারম্যান, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের (রূপচাঁদা) ব্যবস্থাপনা পরিচালক, আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালক, প্রাণ ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, উৎসব ব্যান্ডের ম্যাবকো ফুড লিমিটেডের চেয়ারম্যান, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধেও মামলা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে