রাজন চন্দ, তাহিরপুর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরের নান্টুখালী ও লালুর গোয়ালা বাঁধ দুটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চলতি বছর এই হাওরে ৬ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এমন অবস্থায় বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
এদিকে গত মঙ্গলবার রাত ২টার দিকে নান্টুখালী বাঁধের কিছু অংশ ধসে যায়। তাৎক্ষণিক কৃষকদের প্রচেষ্টায় বাঁধটির ভাঙন কোনোরকমে ঠেকানো সম্ভর হয়।
জানা যায়, রাত ২টার দিকে স্থানীয় কৃষকদের তথ্য পেয়ে উপজেলা সদরের মসজিদগুলোতে মাইকে প্রচার চালানো হয়। পরে সাহ্রি শেষে গভীর রাতেই স্থানীয় কৃষকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বাঁধে উপস্থিত হন। এ সময় প্রায় অর্ধশত কৃষক নান্টুখালী ও লালুর গোয়ালা বাঁধে মাটির বস্তা ফেলে চারদিকে বাঁশ দিয়ে বেড়িবাঁধ দেন। শনির হাওরপাড়ের কৃষক রফিকুল ইসলাম বলেন, গভীর রাতে নান্টুখালী বাঁধ ধসে যাওয়ার খবর পেয়ে বাঁধ রক্ষায় আজ বুধবার সকাল পর্যন্ত কাজ করা হয়েছে। তবে বাঁধ দুটির অবস্থা বেশি ভালো নয়, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে হাওরপাড়ের হাজারো কৃষক অনিদ্রায় রাত কাটাচ্ছেন।
নোয়ানগর গ্রামের কৃষক সুভাষ দাস ও পুলক তালুকদার জানান, শনির হাওরের নান্টুখালী ও লালুর গোয়ালা বাঁধ দুটি সামান্য ধসে গেছে এমন খবরে বাঁধ দুটি রক্ষায় তাৎক্ষণিক স্থানীয়রা মেরামতকাজ শুরু করেন।
তাঁরা আরও জানান, বাঁধগুলোর অবস্থা ভালো নয়, যেকোনো সময় ভেঙে হাওর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা বলেন, চলতি বছর তাহিরপুরের শনির হাওরে ৬ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহ পরেই ধান কাটার কাজ শুরু করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, ‘দুটি বাঁধ ঝুঁকিপূর্ণ হওয়ার খবর পেয়ে রাতেই সেখানে গিয়েছিলাম। হাওরপাড়ের কৃষকদের সহযোগিতায় রাত থেকে সকাল পর্যন্ত বাঁধ রক্ষায় কাজ করা হয়। হাওরবাসীর ফসল রক্ষায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রয়েছে।’
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরের নান্টুখালী ও লালুর গোয়ালা বাঁধ দুটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চলতি বছর এই হাওরে ৬ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এমন অবস্থায় বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
এদিকে গত মঙ্গলবার রাত ২টার দিকে নান্টুখালী বাঁধের কিছু অংশ ধসে যায়। তাৎক্ষণিক কৃষকদের প্রচেষ্টায় বাঁধটির ভাঙন কোনোরকমে ঠেকানো সম্ভর হয়।
জানা যায়, রাত ২টার দিকে স্থানীয় কৃষকদের তথ্য পেয়ে উপজেলা সদরের মসজিদগুলোতে মাইকে প্রচার চালানো হয়। পরে সাহ্রি শেষে গভীর রাতেই স্থানীয় কৃষকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বাঁধে উপস্থিত হন। এ সময় প্রায় অর্ধশত কৃষক নান্টুখালী ও লালুর গোয়ালা বাঁধে মাটির বস্তা ফেলে চারদিকে বাঁশ দিয়ে বেড়িবাঁধ দেন। শনির হাওরপাড়ের কৃষক রফিকুল ইসলাম বলেন, গভীর রাতে নান্টুখালী বাঁধ ধসে যাওয়ার খবর পেয়ে বাঁধ রক্ষায় আজ বুধবার সকাল পর্যন্ত কাজ করা হয়েছে। তবে বাঁধ দুটির অবস্থা বেশি ভালো নয়, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে হাওরপাড়ের হাজারো কৃষক অনিদ্রায় রাত কাটাচ্ছেন।
নোয়ানগর গ্রামের কৃষক সুভাষ দাস ও পুলক তালুকদার জানান, শনির হাওরের নান্টুখালী ও লালুর গোয়ালা বাঁধ দুটি সামান্য ধসে গেছে এমন খবরে বাঁধ দুটি রক্ষায় তাৎক্ষণিক স্থানীয়রা মেরামতকাজ শুরু করেন।
তাঁরা আরও জানান, বাঁধগুলোর অবস্থা ভালো নয়, যেকোনো সময় ভেঙে হাওর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা বলেন, চলতি বছর তাহিরপুরের শনির হাওরে ৬ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহ পরেই ধান কাটার কাজ শুরু করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, ‘দুটি বাঁধ ঝুঁকিপূর্ণ হওয়ার খবর পেয়ে রাতেই সেখানে গিয়েছিলাম। হাওরপাড়ের কৃষকদের সহযোগিতায় রাত থেকে সকাল পর্যন্ত বাঁধ রক্ষায় কাজ করা হয়। হাওরবাসীর ফসল রক্ষায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে