বিনোদন ডেস্ক
‘পুষ্পা’র প্রথম পর্ব তুমুল হিট। দ্বিতীয় পর্বের অপেক্ষায় দর্শকেরা। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’। এর মাঝেই দর্শকদের খুশির খবর দিলেন আল্লু অর্জুন। জানালেন, তৈরি হবে ‘পুষ্পা ৩’। সম্প্রতি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে পুষ্পার বিশেষ স্ক্রিনিংয়ে অংশ নিয়ে ভ্যারাইটিকে অভিনেতা জানিয়েছেন, পুষ্পা নিয়ে বিশেষ ফ্র্যাঞ্চাইজির কথা ভাবছেন তাঁরা। এ চরিত্রকে কেন্দ্র করে আরও একাধিক সিনেমা তৈরি হবে।
আল্লু অর্জুন বলেন, ‘পুষ্পার প্রথম পর্বে আমরা প্রধানত আঞ্চলিক পর্যায়ে ছিলাম। এবার মঞ্চটা জাতীয় ও আন্তর্জাতিক। পুষ্পার নতুন রূপ দেখবেন দর্শকেরা। চরিত্রগুলো হবে হাই নোটের। সঙ্গে আরও বড় ক্যানভাসজুড়ে হবে সিনেমাটি।’ তৃতীয় পর্বের কথা জানিয়ে অভিনেতা বলেন, ‘তৃতীয় পর্বের প্রত্যাশা আপনারা করতেই পারেন। পুষ্পাকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে গড়ে তুলতে চাইছি আমরা। অনেক আইডিয়াও রয়েছে সে জন্য।’
২০২১ সালে মুক্তির পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল পুষ্পা। জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন আল্লু। সিনেমা হলের গণ্ডি ছাড়িয়ে ওটিটি রিলিজের পর আরও বড় স্কেলে পুষ্পাকে সামনে আনার পরিকল্পনা করেন নির্মাতারা। পুষ্পার সাফল্য নিয়ে আল্লু বলেন, ‘সিনেমা হলে হয়তো এক-দুবার সিনেমাটি দেখেছেন অনেকে। কিন্তু ওটিটি রিলিজের পর দর্শক একাধিকবার সিনেমাটি দেখেছেন, মতামত দিয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে বিভিন্ন ভাষার দর্শক পুষ্পা দেখতে পেরেছেন। আন্তর্জাতিক অঙ্গনের দর্শকের কাছে কাজটি পৌঁছে গেছে। সারা বিশ্বের মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছেন, তাতে আমরা মুগ্ধ।’
তেলুগু ভাষায় সিনেমাটি তৈরি হলেও পরবর্তী সময়ে বিভিন্ন ভাষায় ডাবিং হয়েছিল। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল পুষ্পা। সাফল্যের রেশ যে এখনো চলছে, তার প্রমাণ বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের মতো জনপ্রিয় চলচ্চিত্র উৎসবে সিনেমার স্পেশাল স্ক্রিনিং। প্রথমবারের মতো আল্লু অর্জুন এই উৎসবে অংশ নিতে পেরেছেন সিনেমাটির কল্যাণেই। ‘ভারতীয় সিনেমা বিদেশের দর্শক কীভাবে গ্রহণ করেন, সেটা নিজের চোখে দেখতেই এসেছি’ বলে জানিয়েছেন আল্লু অর্জুন। পুষ্পা ২ আসছে আগামী ১৫ আগস্ট। আল্লু তাঁর আগের পারফরম্যান্সকে এবার কতটা ছাপিয়ে যেতে পারবেন, সেদিকেই নজর সবার।
‘পুষ্পা’র প্রথম পর্ব তুমুল হিট। দ্বিতীয় পর্বের অপেক্ষায় দর্শকেরা। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’। এর মাঝেই দর্শকদের খুশির খবর দিলেন আল্লু অর্জুন। জানালেন, তৈরি হবে ‘পুষ্পা ৩’। সম্প্রতি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে পুষ্পার বিশেষ স্ক্রিনিংয়ে অংশ নিয়ে ভ্যারাইটিকে অভিনেতা জানিয়েছেন, পুষ্পা নিয়ে বিশেষ ফ্র্যাঞ্চাইজির কথা ভাবছেন তাঁরা। এ চরিত্রকে কেন্দ্র করে আরও একাধিক সিনেমা তৈরি হবে।
আল্লু অর্জুন বলেন, ‘পুষ্পার প্রথম পর্বে আমরা প্রধানত আঞ্চলিক পর্যায়ে ছিলাম। এবার মঞ্চটা জাতীয় ও আন্তর্জাতিক। পুষ্পার নতুন রূপ দেখবেন দর্শকেরা। চরিত্রগুলো হবে হাই নোটের। সঙ্গে আরও বড় ক্যানভাসজুড়ে হবে সিনেমাটি।’ তৃতীয় পর্বের কথা জানিয়ে অভিনেতা বলেন, ‘তৃতীয় পর্বের প্রত্যাশা আপনারা করতেই পারেন। পুষ্পাকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে গড়ে তুলতে চাইছি আমরা। অনেক আইডিয়াও রয়েছে সে জন্য।’
২০২১ সালে মুক্তির পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল পুষ্পা। জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন আল্লু। সিনেমা হলের গণ্ডি ছাড়িয়ে ওটিটি রিলিজের পর আরও বড় স্কেলে পুষ্পাকে সামনে আনার পরিকল্পনা করেন নির্মাতারা। পুষ্পার সাফল্য নিয়ে আল্লু বলেন, ‘সিনেমা হলে হয়তো এক-দুবার সিনেমাটি দেখেছেন অনেকে। কিন্তু ওটিটি রিলিজের পর দর্শক একাধিকবার সিনেমাটি দেখেছেন, মতামত দিয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে বিভিন্ন ভাষার দর্শক পুষ্পা দেখতে পেরেছেন। আন্তর্জাতিক অঙ্গনের দর্শকের কাছে কাজটি পৌঁছে গেছে। সারা বিশ্বের মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছেন, তাতে আমরা মুগ্ধ।’
তেলুগু ভাষায় সিনেমাটি তৈরি হলেও পরবর্তী সময়ে বিভিন্ন ভাষায় ডাবিং হয়েছিল। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল পুষ্পা। সাফল্যের রেশ যে এখনো চলছে, তার প্রমাণ বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের মতো জনপ্রিয় চলচ্চিত্র উৎসবে সিনেমার স্পেশাল স্ক্রিনিং। প্রথমবারের মতো আল্লু অর্জুন এই উৎসবে অংশ নিতে পেরেছেন সিনেমাটির কল্যাণেই। ‘ভারতীয় সিনেমা বিদেশের দর্শক কীভাবে গ্রহণ করেন, সেটা নিজের চোখে দেখতেই এসেছি’ বলে জানিয়েছেন আল্লু অর্জুন। পুষ্পা ২ আসছে আগামী ১৫ আগস্ট। আল্লু তাঁর আগের পারফরম্যান্সকে এবার কতটা ছাপিয়ে যেতে পারবেন, সেদিকেই নজর সবার।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে