পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটের অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো দোকানে খোলা সয়াবিন তেল পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বেশি দামে। তাই আসন্ন ঈদুল ফিতরে সয়াবিন তেলের চাহিদা পূরণ নিয়ে দুশ্চিন্তায় ভোক্তারা। এ অবস্থায় বাজারে প্রশাসনের কোনো মনিটরিং চোখে পড়ছে না বলে অভিযোগ ক্রেতাদের।
তবে উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, বাজার ব্যবস্থা প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। এরপরও কেউ যদি সয়াবিন তেল নির্ধারিত মূলের চেয়ে বেশি দামে বিক্রি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম। তা ছাড়া রোজা ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চাহিদাও বেশি। ফলে দোকানে প্যাকেটজাত কোনো সয়াবিন তেল নেই। সামান্য কিছু খোলা সয়াবিন তেলের সরবরাহ আছে। তবে তা চাহিদার তুলনায় কম। কেনা মূল্য বেশি হওয়ায় বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। তা ছাড়া সয়াবিন তেল না থাকায় পাম তেলের দামও বেশি। প্রতি কেজি পাম তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকা দরে।
ক্রেতা সুমন মিয়া বলেন, রোজা ও আসন্ন ঈদে সকল খাবারে অন্য সময়ের চেয়ে তেল বেশি লাগে। বাজার ঘুরেও সয়াবিন তেল পাইনি। তাই বাধ্য হয়ে ১৯০ টাকা কেজি দরে সয়াবিন তেল কিনেছি। ঈদে সয়াবিন তেল ছাড়া কীভাবে চলবে বুঝতে পারছি না।
অপর এক ক্রেতা বলেন, কয়েকটি দোকান ঘুরে এক দোকানে খোলা সয়াবিন তেল পেলেও কিনতে হয়েছে ২০০ টাকা লিটার দরে। কিন্তু এ অবস্থা যেন দেখার কেউ নেই। বাজারে প্রশাসনের কোনো নজরদারি চোখে পড়েনি।
পূর্বধলা বাজারের বড় মুদি দোকান কর ট্রেডার্স এর স্বত্বাধিকারী রঞ্জিত চন্দ্র কর বলেন, ‘তিনি এসিআই সয়াবিন তেলের পরিবেশক। কিন্তু কোম্পানি বোতলজাত তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এ ছাড়া অন্য কোনো কোম্পানির প্যাকেটজাত তেলেরও সরবরাহ নেই। ফলে বাধ্য হয়ে পাম তেল বিক্রি করছি। এটারও দাম অন্য সময়ের চেয়ে বেশি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, ‘বাজার ব্যবস্থা প্রতিনিয়ত মনিটরিং করা
হচ্ছে। এরপরও কেউ যদি সয়াবিন তেল নির্ধারিত মূলের চেয়ে বেশি দামে বিক্রি করে তবে ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটের অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো দোকানে খোলা সয়াবিন তেল পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বেশি দামে। তাই আসন্ন ঈদুল ফিতরে সয়াবিন তেলের চাহিদা পূরণ নিয়ে দুশ্চিন্তায় ভোক্তারা। এ অবস্থায় বাজারে প্রশাসনের কোনো মনিটরিং চোখে পড়ছে না বলে অভিযোগ ক্রেতাদের।
তবে উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, বাজার ব্যবস্থা প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। এরপরও কেউ যদি সয়াবিন তেল নির্ধারিত মূলের চেয়ে বেশি দামে বিক্রি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম। তা ছাড়া রোজা ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চাহিদাও বেশি। ফলে দোকানে প্যাকেটজাত কোনো সয়াবিন তেল নেই। সামান্য কিছু খোলা সয়াবিন তেলের সরবরাহ আছে। তবে তা চাহিদার তুলনায় কম। কেনা মূল্য বেশি হওয়ায় বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। তা ছাড়া সয়াবিন তেল না থাকায় পাম তেলের দামও বেশি। প্রতি কেজি পাম তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকা দরে।
ক্রেতা সুমন মিয়া বলেন, রোজা ও আসন্ন ঈদে সকল খাবারে অন্য সময়ের চেয়ে তেল বেশি লাগে। বাজার ঘুরেও সয়াবিন তেল পাইনি। তাই বাধ্য হয়ে ১৯০ টাকা কেজি দরে সয়াবিন তেল কিনেছি। ঈদে সয়াবিন তেল ছাড়া কীভাবে চলবে বুঝতে পারছি না।
অপর এক ক্রেতা বলেন, কয়েকটি দোকান ঘুরে এক দোকানে খোলা সয়াবিন তেল পেলেও কিনতে হয়েছে ২০০ টাকা লিটার দরে। কিন্তু এ অবস্থা যেন দেখার কেউ নেই। বাজারে প্রশাসনের কোনো নজরদারি চোখে পড়েনি।
পূর্বধলা বাজারের বড় মুদি দোকান কর ট্রেডার্স এর স্বত্বাধিকারী রঞ্জিত চন্দ্র কর বলেন, ‘তিনি এসিআই সয়াবিন তেলের পরিবেশক। কিন্তু কোম্পানি বোতলজাত তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এ ছাড়া অন্য কোনো কোম্পানির প্যাকেটজাত তেলেরও সরবরাহ নেই। ফলে বাধ্য হয়ে পাম তেল বিক্রি করছি। এটারও দাম অন্য সময়ের চেয়ে বেশি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, ‘বাজার ব্যবস্থা প্রতিনিয়ত মনিটরিং করা
হচ্ছে। এরপরও কেউ যদি সয়াবিন তেল নির্ধারিত মূলের চেয়ে বেশি দামে বিক্রি করে তবে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে