বিচারপতি বি এ সিদ্দিকী
একাত্তরের মার্চ মাসের সেই দিনগুলোয় পূর্ব পাকিস্তান প্রদেশটি মূলত চলছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে। এই প্রদেশের গভর্নর ছিলেন তখন সাহেবজাদা ইয়াকুব খান। তাঁর কার্যক্রমে সন্তুষ্ট ছিল না ইয়াহিয়ার সামরিক সরকার। মার্চের শুরুতেই গভর্নর ইয়াকুব খানকে অপসারিত করে জেনারেল টিক্কা খানকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়। টিক্কা খান হন পূর্ব পাকিস্তানের গভর্নর।
টিক্কা খান তত দিনে পরিচিতি পেয়েছেন বেলুচিস্তানের বিদ্রোহ দমনের জন্য। বেলুচিস্তানে তিনি এতটাই নৃশংসতা চালিয়েছিলেন যে তাঁর নাম হয়ে গিয়েছিল ‘বেলুচিস্তানের কসাই’।
সেই টিক্কা খানকে গভর্নর করার পরপরই আদেশ এল এখন থেকে গভর্নর তো বটেই, সেই সঙ্গে টিক্কা খান ইস্টার্ন কমান্ডের কমান্ডার এবং সামরিক আইন প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন; অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশের মূল কর্তা বনে গেলেন টিক্কা খান।
এবার তো তাঁকে শপথ নিতে হবে। শপথবাক্য পড়ানোর কথা পূর্ব পাকিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি বি এ সিদ্দিকীর (বদরুদ্দীন আহমদ সিদ্দিকী)। মার্চের ৯ তারিখে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু প্রধান বিচারপতি বি এ সিদ্দিকী বেঁকে বসলেন। তিনি বললেন, শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশ চলছে। এই হরতালে সব বন্ধ। অতএব তিনি নতুন গভর্নরের শপথবাক্য পাঠ অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন না।
ওই দিনই পাকিস্তানি সৈন্যরা ঘেরাও করল প্রধান বিচারপতির বাড়ি। প্রেসিডেন্টের আদেশ মেনে চলার জন্য বি এ সিদ্দিকীকে জোর করতে লাগল। তারা কথা দিল, টিক্কা খানকে শপথবাক্য পাঠ করানোর পর বি এ সিদ্দিকীকে পরিবার-পরিজনসহ নিরাপদে পৌঁছে দেওয়া হবে পশ্চিম পাকিস্তানে। এখানে কেউই তাঁর কেশাগ্র স্পর্শ করতে পারবে না।
প্রধান বিচারপতি বি এ সিদ্দিকী কোনো ধরনের দোদুল্যমানতায় না ভুগে বললেন, ‘আমি এই শপথবাক্য পাঠ করাতে অপারগতা প্রকাশ করছি।’
সূত্র: পঁচিশে মার্চের আগে ও পরে: মঞ্চে নেপথ্যে, পৃষ্ঠা ২৯-৩২
একাত্তরের মার্চ মাসের সেই দিনগুলোয় পূর্ব পাকিস্তান প্রদেশটি মূলত চলছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে। এই প্রদেশের গভর্নর ছিলেন তখন সাহেবজাদা ইয়াকুব খান। তাঁর কার্যক্রমে সন্তুষ্ট ছিল না ইয়াহিয়ার সামরিক সরকার। মার্চের শুরুতেই গভর্নর ইয়াকুব খানকে অপসারিত করে জেনারেল টিক্কা খানকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়। টিক্কা খান হন পূর্ব পাকিস্তানের গভর্নর।
টিক্কা খান তত দিনে পরিচিতি পেয়েছেন বেলুচিস্তানের বিদ্রোহ দমনের জন্য। বেলুচিস্তানে তিনি এতটাই নৃশংসতা চালিয়েছিলেন যে তাঁর নাম হয়ে গিয়েছিল ‘বেলুচিস্তানের কসাই’।
সেই টিক্কা খানকে গভর্নর করার পরপরই আদেশ এল এখন থেকে গভর্নর তো বটেই, সেই সঙ্গে টিক্কা খান ইস্টার্ন কমান্ডের কমান্ডার এবং সামরিক আইন প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন; অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশের মূল কর্তা বনে গেলেন টিক্কা খান।
এবার তো তাঁকে শপথ নিতে হবে। শপথবাক্য পড়ানোর কথা পূর্ব পাকিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি বি এ সিদ্দিকীর (বদরুদ্দীন আহমদ সিদ্দিকী)। মার্চের ৯ তারিখে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু প্রধান বিচারপতি বি এ সিদ্দিকী বেঁকে বসলেন। তিনি বললেন, শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশ চলছে। এই হরতালে সব বন্ধ। অতএব তিনি নতুন গভর্নরের শপথবাক্য পাঠ অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন না।
ওই দিনই পাকিস্তানি সৈন্যরা ঘেরাও করল প্রধান বিচারপতির বাড়ি। প্রেসিডেন্টের আদেশ মেনে চলার জন্য বি এ সিদ্দিকীকে জোর করতে লাগল। তারা কথা দিল, টিক্কা খানকে শপথবাক্য পাঠ করানোর পর বি এ সিদ্দিকীকে পরিবার-পরিজনসহ নিরাপদে পৌঁছে দেওয়া হবে পশ্চিম পাকিস্তানে। এখানে কেউই তাঁর কেশাগ্র স্পর্শ করতে পারবে না।
প্রধান বিচারপতি বি এ সিদ্দিকী কোনো ধরনের দোদুল্যমানতায় না ভুগে বললেন, ‘আমি এই শপথবাক্য পাঠ করাতে অপারগতা প্রকাশ করছি।’
সূত্র: পঁচিশে মার্চের আগে ও পরে: মঞ্চে নেপথ্যে, পৃষ্ঠা ২৯-৩২
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ ঘণ্টা আগে