শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
১ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে মাদারীপুরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। দম ফেলার ফুরসত নেই প্রতিমাশিল্পীদের। শেষ মুহূর্তের রংতুলিতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাঁদের।
এদিকে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা চাওয়া হয়েছে পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে। সেই অনুযায়ী প্রস্তুত প্রশাসনও। এর আগে গত দুই বছর করোনার কারণে পূজা উদ্যাপন সীমিত করা হলেও এ বছর রয়েছে ব্যাপক প্রস্তুতি।
জানা গেছে, মাদারীপুরে শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা বেড়েছে। মাটির কাজ শেষে মণ্ডপগুলোতে চলছে রংতুলির কাজ। নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করার আশা শিল্পী ও কারিগরদের।
প্রতিমা কারিগর মহাদেব পাল বলেন, তিনি দশটি মণ্ডপের কাজ হাতে নিয়েছেন। দিনরাত কাজ করে যাচ্ছেন। পূজার আগেই সব প্রতিমার রং করা শেষ করতে হবে। তাই পরিশ্রম একটু বেশিই হচ্ছে।
মাদারীপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি বাড়ৈ বলেন, উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে চাওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) চাইলাউ মারমা বলেন, উৎসব ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতি নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে প্রশাসন।
উল্লেখ্য, এ বছর মাদারীপুরে ৪৫৬টি মণ্ডপে হবে বড় এই উৎসব। এর মধ্যে সর্বজনীন ৩১১টি ও ব্যক্তিগত মণ্ডপের সংখ্যা ১৪৫টি। ১ অক্টোবর শুরু হওয়া এই আয়োজন ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে।
১ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে মাদারীপুরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। দম ফেলার ফুরসত নেই প্রতিমাশিল্পীদের। শেষ মুহূর্তের রংতুলিতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাঁদের।
এদিকে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা চাওয়া হয়েছে পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে। সেই অনুযায়ী প্রস্তুত প্রশাসনও। এর আগে গত দুই বছর করোনার কারণে পূজা উদ্যাপন সীমিত করা হলেও এ বছর রয়েছে ব্যাপক প্রস্তুতি।
জানা গেছে, মাদারীপুরে শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা বেড়েছে। মাটির কাজ শেষে মণ্ডপগুলোতে চলছে রংতুলির কাজ। নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করার আশা শিল্পী ও কারিগরদের।
প্রতিমা কারিগর মহাদেব পাল বলেন, তিনি দশটি মণ্ডপের কাজ হাতে নিয়েছেন। দিনরাত কাজ করে যাচ্ছেন। পূজার আগেই সব প্রতিমার রং করা শেষ করতে হবে। তাই পরিশ্রম একটু বেশিই হচ্ছে।
মাদারীপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি বাড়ৈ বলেন, উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে চাওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) চাইলাউ মারমা বলেন, উৎসব ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতি নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে প্রশাসন।
উল্লেখ্য, এ বছর মাদারীপুরে ৪৫৬টি মণ্ডপে হবে বড় এই উৎসব। এর মধ্যে সর্বজনীন ৩১১টি ও ব্যক্তিগত মণ্ডপের সংখ্যা ১৪৫টি। ১ অক্টোবর শুরু হওয়া এই আয়োজন ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে