অর্চি হক, ঢাকা
বসন্ত এসে গেছে!
শাহবাগ মোড় থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণ, সবখানে হলুদ আর বাসন্তী রঙের ছড়াছড়ি। আজ বসন্তের প্রথম দিন। কিন্তু গতকাল সোমবার থেকেই বইমেলায় আসা পাঠক-দর্শনার্থীদের মধ্যে ছিল বসন্তের ছোঁয়া। তরুণীদের কারও মাথায় ফুলের টায়রা, কারও হাতে বা খোঁপায় গাঁদা ফুলের মালা। তরুণদের পরনে জিনসের সঙ্গে হলুদ বা বাসন্তী রঙের পোশাক। বিশেষত পাঞ্জাবি। হাতে ফুল। এ যেন বইয়ের মেলা নয়, বসন্তবরণের মেলা!
মেলায় হাতে ঝুলিয়ে ফুলের টায়রা বিক্রি করছিল বছর সাতেকের রিয়াদ। প্রতিটি টায়রার দাম ১০০ টাকা। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস উপলক্ষে তার বিক্রিও বেশ ভালো। কিন্তু তারপরও রিয়াদের মন খারাপ। কারণ, বিকেলে তার পকেট থেকে হারিয়ে গেছে ফুল বিক্রি করে পাওয়া ৫০০ টাকা! ছলছল চোখে রিয়াদ বলল, ‘টাকা হারাইছে দেইকখা মায় মারব। অনেক লস হইয়া গেছে। কিন্তু কালকে এই ফুলগুলাই ২০০ টাকা পিস বেচমু। লস উইড্ডা আইব।’
ক্রাচে ভর করে মেলায় এসেছেন লালবাগের তানজিনা শারমিন। কিনেছেন মৌরি মরিয়মের লেখা উপন্যাস ‘প্রেমাতাল’। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসের কথা বিবেচনায় রেখে নাম দেখে বই কিনেছেন তিনি। কিছুটা লজ্জামেশানো কণ্ঠে জানালেন শারমিন। তাঁকে কি কিছুটা হুমায়ূন আহমেদের নায়িকাদের মতো দেখাচ্ছে, তিনি লজ্জা পেলেন এমন প্রশ্ন শুনে। হাসতে হাসতে মিশে গেলেন বইমেলার ভিড়ে।
প্রকাশক ও বিক্রয়কর্মীরা জানান, গতকাল মেলায় আসা পাঠক ও দর্শনার্থীদের সংখ্যা ছিল অন্যান্য কর্মদিনের তুলনায় কিছুটা বেশি। কিন্তু সে তুলনায় বই বিক্রি হয়নি।
মানুষ আসছে অনেক, কিন্তু কিনছে কম! তাম্রলিপি প্রকাশনীর স্টলের দায়িত্বে থাকা নুজহাত রথির তাই মনঃকষ্ট। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে দর্শনার্থীরা প্রেমের উপন্যাসগুলো একটু বেশি দেখছেন বলে মনে হচ্ছে তাঁর।
বেশ কয়েকজন প্রকাশকের সঙ্গে কথা বলে জানা গেল, এ পর্যন্ত মেলায় উপন্যাস, ভ্রমণকাহিনি ও থ্রিলার জনরার বইগুলো বেশি বিক্রি হচ্ছে। কবিতার বই বিক্রি তুলনামূলক কম।
অন্যপ্রকাশের স্টল ইনচার্জ তৌহিদুর ইসলাম জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও হুমায়ূন আহমেদের বইগুলো বেশি বিক্রি হচ্ছে। সব বয়সী পাঠকই কিনছেন তাঁর বই। আর কবিতার বই মূলত কিনছেন মধ্যবয়স্ক বা বয়সী পাঠকেরা।
বিকেলে বাসন্তী রঙের শাড়ি পরে দলবেঁধে মেলায় ঘুরছিলেন লালমাটিয়া কলেজের সাত বান্ধবী। প্রত্যেকেরই হাতে বেশ কয়েকটি করে বইয়ের ব্যাগ। ফুলের টায়রার দামদর করতে করতে তাঁরা জানান, এবার বইয়ের দাম বেশি হওয়ায় মনভরে বই কিনতে পারেননি। ফুল কিনতে গিয়ে দেখছেন, ফুলের দামও বেশি। তাই কিছুটা আক্ষেপ নিয়েই তাঁদের ফিরতে হচ্ছে।
গতকাল মেলায় নতুন বই এসেছে ১০৫টি। এদিন মেলার স্টলগুলোতে অভিযান পরিচালনা করে বইমেলা টাস্কফোর্স। এ সময় পাইরেটেড বই রাখায় খনন, ফড়িংসহ পাঁচটি প্রকাশনীকে সতর্ক করা হয়। বিকেলে বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: আবদুল গাফ্ফার চৌধুরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন শাহনাজ মুন্নী, তসিকুল ইসলাম, দন্ত্যস রওশন ও মামুন রশীদ।
আজ মঙ্গলবার বিকেলে বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলা সাহিত্যের অনুবাদ এবং বিদেশি সাহিত্যের বাংলা অনুবাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন জি এইচ হাবীব ও শামসুদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করবেন ফকরুল আলম।
বসন্ত এসে গেছে!
শাহবাগ মোড় থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণ, সবখানে হলুদ আর বাসন্তী রঙের ছড়াছড়ি। আজ বসন্তের প্রথম দিন। কিন্তু গতকাল সোমবার থেকেই বইমেলায় আসা পাঠক-দর্শনার্থীদের মধ্যে ছিল বসন্তের ছোঁয়া। তরুণীদের কারও মাথায় ফুলের টায়রা, কারও হাতে বা খোঁপায় গাঁদা ফুলের মালা। তরুণদের পরনে জিনসের সঙ্গে হলুদ বা বাসন্তী রঙের পোশাক। বিশেষত পাঞ্জাবি। হাতে ফুল। এ যেন বইয়ের মেলা নয়, বসন্তবরণের মেলা!
মেলায় হাতে ঝুলিয়ে ফুলের টায়রা বিক্রি করছিল বছর সাতেকের রিয়াদ। প্রতিটি টায়রার দাম ১০০ টাকা। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস উপলক্ষে তার বিক্রিও বেশ ভালো। কিন্তু তারপরও রিয়াদের মন খারাপ। কারণ, বিকেলে তার পকেট থেকে হারিয়ে গেছে ফুল বিক্রি করে পাওয়া ৫০০ টাকা! ছলছল চোখে রিয়াদ বলল, ‘টাকা হারাইছে দেইকখা মায় মারব। অনেক লস হইয়া গেছে। কিন্তু কালকে এই ফুলগুলাই ২০০ টাকা পিস বেচমু। লস উইড্ডা আইব।’
ক্রাচে ভর করে মেলায় এসেছেন লালবাগের তানজিনা শারমিন। কিনেছেন মৌরি মরিয়মের লেখা উপন্যাস ‘প্রেমাতাল’। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসের কথা বিবেচনায় রেখে নাম দেখে বই কিনেছেন তিনি। কিছুটা লজ্জামেশানো কণ্ঠে জানালেন শারমিন। তাঁকে কি কিছুটা হুমায়ূন আহমেদের নায়িকাদের মতো দেখাচ্ছে, তিনি লজ্জা পেলেন এমন প্রশ্ন শুনে। হাসতে হাসতে মিশে গেলেন বইমেলার ভিড়ে।
প্রকাশক ও বিক্রয়কর্মীরা জানান, গতকাল মেলায় আসা পাঠক ও দর্শনার্থীদের সংখ্যা ছিল অন্যান্য কর্মদিনের তুলনায় কিছুটা বেশি। কিন্তু সে তুলনায় বই বিক্রি হয়নি।
মানুষ আসছে অনেক, কিন্তু কিনছে কম! তাম্রলিপি প্রকাশনীর স্টলের দায়িত্বে থাকা নুজহাত রথির তাই মনঃকষ্ট। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে দর্শনার্থীরা প্রেমের উপন্যাসগুলো একটু বেশি দেখছেন বলে মনে হচ্ছে তাঁর।
বেশ কয়েকজন প্রকাশকের সঙ্গে কথা বলে জানা গেল, এ পর্যন্ত মেলায় উপন্যাস, ভ্রমণকাহিনি ও থ্রিলার জনরার বইগুলো বেশি বিক্রি হচ্ছে। কবিতার বই বিক্রি তুলনামূলক কম।
অন্যপ্রকাশের স্টল ইনচার্জ তৌহিদুর ইসলাম জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও হুমায়ূন আহমেদের বইগুলো বেশি বিক্রি হচ্ছে। সব বয়সী পাঠকই কিনছেন তাঁর বই। আর কবিতার বই মূলত কিনছেন মধ্যবয়স্ক বা বয়সী পাঠকেরা।
বিকেলে বাসন্তী রঙের শাড়ি পরে দলবেঁধে মেলায় ঘুরছিলেন লালমাটিয়া কলেজের সাত বান্ধবী। প্রত্যেকেরই হাতে বেশ কয়েকটি করে বইয়ের ব্যাগ। ফুলের টায়রার দামদর করতে করতে তাঁরা জানান, এবার বইয়ের দাম বেশি হওয়ায় মনভরে বই কিনতে পারেননি। ফুল কিনতে গিয়ে দেখছেন, ফুলের দামও বেশি। তাই কিছুটা আক্ষেপ নিয়েই তাঁদের ফিরতে হচ্ছে।
গতকাল মেলায় নতুন বই এসেছে ১০৫টি। এদিন মেলার স্টলগুলোতে অভিযান পরিচালনা করে বইমেলা টাস্কফোর্স। এ সময় পাইরেটেড বই রাখায় খনন, ফড়িংসহ পাঁচটি প্রকাশনীকে সতর্ক করা হয়। বিকেলে বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: আবদুল গাফ্ফার চৌধুরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন শাহনাজ মুন্নী, তসিকুল ইসলাম, দন্ত্যস রওশন ও মামুন রশীদ।
আজ মঙ্গলবার বিকেলে বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলা সাহিত্যের অনুবাদ এবং বিদেশি সাহিত্যের বাংলা অনুবাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন জি এইচ হাবীব ও শামসুদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করবেন ফকরুল আলম।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে