মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সাপ্তাহিক ও বড়দিনের ছুটিসহ টানা তিন দিনের ছুটিতে সুন্দরবনের করমজলে ভিড় করেছেন পর্যটকেরা। গত শুক্রবার থেকে এই ভিড় দেখা যায়। পর্যটকেরা ট্রলার ও লঞ্চযোগে বনের নানা জায়গায় ঘুরে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।
এদিকে গতকাল পর্যটকদের ভিড় সামলাতে বনরক্ষীদের রীতিমতো হিমশিম খেতে হয়। এর ওপর আবার ভিআইপিদের সামলাতে হচ্ছে তাদের। আজ রোববার বড়দিনে এই চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন করমজল পর্যটন স্পটের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
ঢাকা থেকে করমজলে আসা স্কুলশিক্ষিকা শাহিনুর আক্তার বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মাত্র তিন ঘণ্টায় আসা যায় বলে সপরিবারে আমরা সুন্দরবন ভ্রমণে এসেছি। আমাদের মতো অনেকেই এসেছেন এখানে।’
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘সাপ্তাহিক ও বড়দিনের টানা ছুটিতে করমজলে পর্যটকদের ভিড় বেড়েছে। ছুটির প্রথম দিনে গত শুক্রবার প্রায় দুই হাজার পর্যটক বা দর্শনার্থীরা এসেছেন এখানে। এর সঙ্গে অনেক ভিআইপিও আসছেন। গতকাল প্রধানমন্ত্রীর মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল তাঁর সন্তানদের নিয়ে এসেছিলেন। আজ (গতকাল) একজন সহকারী সচিব, দুজন যুগ্ম সচিব, একজন ডিআইজি আসেন। তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হচ্ছে।’
আজ বড়দিনে পর্যটকদের চাপ আরও বাড়বে উল্লেখ করে আজাদ কবির বলেন, ছুটির এই তিন দিনে উল্লেখযোগ্য রাজস্বও আয় হবে।করমজল ছাড়া সুন্দরবন বিভাগের অন্যান্য পর্যটন স্পটেও পর্যটকদের ভিড় হচ্ছে বলেও জানান তিনি।
ট্যুর অপারেটরের মালিক সোহাগ মোল্লা, জাহিদ মোল্লা ও আলী আকবর বলেন, টানা তিন দিনের ছুটির প্রথম দিন শুক্রবার সকাল থেকে অন্তত ১০০ ট্রলার ও লঞ্চ সুন্দরবনের ভেতরে প্রবেশ করেছে। এসব নৌযানে প্রায় দুই হাজার পর্যটক ভ্রমণ করেছেন। মূলত সাপ্তাহিক ও বড়দিনের ছুটি উপলক্ষে বেশি সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটেছে বলে জানান তাঁরা।
সুন্দরবন অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে বলেন, সুন্দরবনে করমজল ছাড়াও হিরণ পয়েন্ট, হারবাড়িয়া, কটকা, কচিখালী, কলাগাছি ও দোবেকি পর্যটন স্পটগুলোয় পর্যটকদের আনাগোনা বেড়েছে।
সাপ্তাহিক ও বড়দিনের ছুটিসহ টানা তিন দিনের ছুটিতে সুন্দরবনের করমজলে ভিড় করেছেন পর্যটকেরা। গত শুক্রবার থেকে এই ভিড় দেখা যায়। পর্যটকেরা ট্রলার ও লঞ্চযোগে বনের নানা জায়গায় ঘুরে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।
এদিকে গতকাল পর্যটকদের ভিড় সামলাতে বনরক্ষীদের রীতিমতো হিমশিম খেতে হয়। এর ওপর আবার ভিআইপিদের সামলাতে হচ্ছে তাদের। আজ রোববার বড়দিনে এই চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন করমজল পর্যটন স্পটের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
ঢাকা থেকে করমজলে আসা স্কুলশিক্ষিকা শাহিনুর আক্তার বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মাত্র তিন ঘণ্টায় আসা যায় বলে সপরিবারে আমরা সুন্দরবন ভ্রমণে এসেছি। আমাদের মতো অনেকেই এসেছেন এখানে।’
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘সাপ্তাহিক ও বড়দিনের টানা ছুটিতে করমজলে পর্যটকদের ভিড় বেড়েছে। ছুটির প্রথম দিনে গত শুক্রবার প্রায় দুই হাজার পর্যটক বা দর্শনার্থীরা এসেছেন এখানে। এর সঙ্গে অনেক ভিআইপিও আসছেন। গতকাল প্রধানমন্ত্রীর মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল তাঁর সন্তানদের নিয়ে এসেছিলেন। আজ (গতকাল) একজন সহকারী সচিব, দুজন যুগ্ম সচিব, একজন ডিআইজি আসেন। তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হচ্ছে।’
আজ বড়দিনে পর্যটকদের চাপ আরও বাড়বে উল্লেখ করে আজাদ কবির বলেন, ছুটির এই তিন দিনে উল্লেখযোগ্য রাজস্বও আয় হবে।করমজল ছাড়া সুন্দরবন বিভাগের অন্যান্য পর্যটন স্পটেও পর্যটকদের ভিড় হচ্ছে বলেও জানান তিনি।
ট্যুর অপারেটরের মালিক সোহাগ মোল্লা, জাহিদ মোল্লা ও আলী আকবর বলেন, টানা তিন দিনের ছুটির প্রথম দিন শুক্রবার সকাল থেকে অন্তত ১০০ ট্রলার ও লঞ্চ সুন্দরবনের ভেতরে প্রবেশ করেছে। এসব নৌযানে প্রায় দুই হাজার পর্যটক ভ্রমণ করেছেন। মূলত সাপ্তাহিক ও বড়দিনের ছুটি উপলক্ষে বেশি সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটেছে বলে জানান তাঁরা।
সুন্দরবন অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে বলেন, সুন্দরবনে করমজল ছাড়াও হিরণ পয়েন্ট, হারবাড়িয়া, কটকা, কচিখালী, কলাগাছি ও দোবেকি পর্যটন স্পটগুলোয় পর্যটকদের আনাগোনা বেড়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে