আরাফাত আহমেদ রিফাত
ছোট ছোট ব্যক্তিগত অর্জন বদলে দিতে পারে একটি জনপদ বা সমাজের সামগ্রিক রূপ। কিন্তু কাউকে না কাউকে তার হাল ধরতে হয়। তড়িৎ প্রকৌশলী রুবেল মিয়া নাহিদ তেমনি একজন স্বপ্নবাজ তরুণ, যিনি স্বপ্ন দেখেন জেলেপল্লির শিশুরা একদিন লেখাপড়া করে বড় হবে। জেলের সন্তানেরা জেলে হয়ে ঐতিহ্যের পৌনঃপুনিক বৃত্তে ঘুরপাক খাবে না। স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি রুবেল মিয়া। স্বপ্নপূরণে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান। তার সুফল ভোগ করছে পিরোজপুরের নদীর তীরবর্তী জেলেপল্লির শিশুরা।
‘২০১৭ সালের দিকে একদিন ঘুরতে যাই বলেশ্বর নদের তীরে। সেখানে গিয়ে দেখি, জেলে পরিবারের শিশুরা খুব অল্প বয়সেই নানা রকম শিশুশ্রমের সঙ্গে জড়িয়ে পড়ছে। যে বয়সে শিশুদের পিঠে থাকার কথা স্কুলব্যাগ, সেই বয়সে জেলেপল্লির শিশুদের পিঠে মাছ রাখার ঝুড়ি! যে হাতে থাকার কথা কলম, সেই হাতে নৌকার হাল। এসব দেখে ভাবি, এদের জন্য কিছু করা যায় কি না। তারপর এলাকার ছোট ভাই সজীব মিত্রকে সঙ্গে নিয়ে জেলে পরিবারগুলোর সঙ্গে কথা বলি এবং ২০১৮ সালের ১৭ মার্চ গড়ে তুলি স্বেচ্ছাসেবী সংগঠন হাতেখড়ি ফাউন্ডেশন।’ আলাপচারিতায় এমনটাই বলছিলেন তড়িৎ প্রকৌশলী রুবেল মিয়া নাহিদ। তিনি জেলেপল্লির শিশুদের ‘বন্ধু’ হিসেবে পরিচিত।
পিরোজপুরের নদীর তীরবর্তী জেলে পরিবারের শিশুদের শিক্ষা, জীবনমান উন্নয়ন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, নিজস্ব সংস্কৃতির বিকাশ এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রুবেল মিয়া ও তাঁর সংগঠন হাতেখড়ি ফাউন্ডেশন। পাশাপাশি বাল্যবিবাহ রোধ, ইভ টিজিং প্রতিরোধে সচেতনতামূলক প্রচার, বিনা মূল্যে রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সংগঠনটি।
রুবেল মিয়া জানান, বলেশ্বর নদের তীরবর্তী কাছাকাছি কোনো স্কুল নেই। তা ছাড়া সেখানকার ৭০ ভাগ রাস্তাই কাঁচা। প্রতিদিন দুই থেকে তিন কিলোমিটার কাঁচা রাস্তা পায়ে হেঁটে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে হয়। এ জন্য সে অঞ্চলের ৮০ ভাগ শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত। স্কুলে যেতে না পেরে সবাই যায় মাছ ধরতে।
রুবেল মিয়া বলেন, ‘অনেক অভিভাবক তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে চান না। তাঁরা মনে করেন, পড়াশোনার চেয়ে সন্তান অর্থ উপার্জন করলেই সংসারের ভালো। আমরা সেসব অভিভাবককে নিয়ে কর্মশালা করি এবং তাঁদের পড়ালেখার গুরুত্ব বোঝাই।’
জেলেপল্লির শিশুদের লেখাপড়া নিশ্চিত করার জন্য পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চর ভোলমারা ও খেজুরবাড়িয়া গ্রামে রুবেল মিয়া গড়ে তোলেন ফ্রি ফ্রাইডে স্কুল এবং উপকূল পাঠাগার। এর পাশাপাশি তাদের জন্য বেশ কিছু প্রজেক্ট হাতে নেন তিনি। এর মধ্যে এক টাকার মিনি মার্কেট, এক ব্যাগ ঈদ আনন্দ, প্রজেক্ট প্রদর্শনী উল্লেখযোগ্য। এসব প্রজেক্টের মাধ্যমে জেলে পরিবারের শিশুরা শুভেচ্ছামূল্য এক টাকার বিনিময়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনতে পারে, পবিত্র ঈদ বা বিভিন্ন উৎসবে প্রয়োজনীয় সামগ্রী পায় এবং মুক্তিযুদ্ধবিষয়ক শিশুতোষ চলচ্চিত্র দেখতে পারে।
রুবেল মিয়ার শৈশব কেটেছে পিরোজপুরের মঠবাড়িয়ায়। তিনি ২০১৭ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। চাকরিজীবনের শুরুতে কাজ করেছেন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন ই-গ্যালারি এবং আমকো নামক দুটি প্রতিষ্ঠান। পিছিয়ে পড়া জেলে জনগোষ্ঠীর পাশাপাশি সমাজ উন্নয়নে কাজ করার স্বীকৃতি হিসেবে তাঁর হাতেখড়ি ফাউন্ডেশন পেয়েছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০।
ছোট ছোট ব্যক্তিগত অর্জন বদলে দিতে পারে একটি জনপদ বা সমাজের সামগ্রিক রূপ। কিন্তু কাউকে না কাউকে তার হাল ধরতে হয়। তড়িৎ প্রকৌশলী রুবেল মিয়া নাহিদ তেমনি একজন স্বপ্নবাজ তরুণ, যিনি স্বপ্ন দেখেন জেলেপল্লির শিশুরা একদিন লেখাপড়া করে বড় হবে। জেলের সন্তানেরা জেলে হয়ে ঐতিহ্যের পৌনঃপুনিক বৃত্তে ঘুরপাক খাবে না। স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি রুবেল মিয়া। স্বপ্নপূরণে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান। তার সুফল ভোগ করছে পিরোজপুরের নদীর তীরবর্তী জেলেপল্লির শিশুরা।
‘২০১৭ সালের দিকে একদিন ঘুরতে যাই বলেশ্বর নদের তীরে। সেখানে গিয়ে দেখি, জেলে পরিবারের শিশুরা খুব অল্প বয়সেই নানা রকম শিশুশ্রমের সঙ্গে জড়িয়ে পড়ছে। যে বয়সে শিশুদের পিঠে থাকার কথা স্কুলব্যাগ, সেই বয়সে জেলেপল্লির শিশুদের পিঠে মাছ রাখার ঝুড়ি! যে হাতে থাকার কথা কলম, সেই হাতে নৌকার হাল। এসব দেখে ভাবি, এদের জন্য কিছু করা যায় কি না। তারপর এলাকার ছোট ভাই সজীব মিত্রকে সঙ্গে নিয়ে জেলে পরিবারগুলোর সঙ্গে কথা বলি এবং ২০১৮ সালের ১৭ মার্চ গড়ে তুলি স্বেচ্ছাসেবী সংগঠন হাতেখড়ি ফাউন্ডেশন।’ আলাপচারিতায় এমনটাই বলছিলেন তড়িৎ প্রকৌশলী রুবেল মিয়া নাহিদ। তিনি জেলেপল্লির শিশুদের ‘বন্ধু’ হিসেবে পরিচিত।
পিরোজপুরের নদীর তীরবর্তী জেলে পরিবারের শিশুদের শিক্ষা, জীবনমান উন্নয়ন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, নিজস্ব সংস্কৃতির বিকাশ এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রুবেল মিয়া ও তাঁর সংগঠন হাতেখড়ি ফাউন্ডেশন। পাশাপাশি বাল্যবিবাহ রোধ, ইভ টিজিং প্রতিরোধে সচেতনতামূলক প্রচার, বিনা মূল্যে রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সংগঠনটি।
রুবেল মিয়া জানান, বলেশ্বর নদের তীরবর্তী কাছাকাছি কোনো স্কুল নেই। তা ছাড়া সেখানকার ৭০ ভাগ রাস্তাই কাঁচা। প্রতিদিন দুই থেকে তিন কিলোমিটার কাঁচা রাস্তা পায়ে হেঁটে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে হয়। এ জন্য সে অঞ্চলের ৮০ ভাগ শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত। স্কুলে যেতে না পেরে সবাই যায় মাছ ধরতে।
রুবেল মিয়া বলেন, ‘অনেক অভিভাবক তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে চান না। তাঁরা মনে করেন, পড়াশোনার চেয়ে সন্তান অর্থ উপার্জন করলেই সংসারের ভালো। আমরা সেসব অভিভাবককে নিয়ে কর্মশালা করি এবং তাঁদের পড়ালেখার গুরুত্ব বোঝাই।’
জেলেপল্লির শিশুদের লেখাপড়া নিশ্চিত করার জন্য পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চর ভোলমারা ও খেজুরবাড়িয়া গ্রামে রুবেল মিয়া গড়ে তোলেন ফ্রি ফ্রাইডে স্কুল এবং উপকূল পাঠাগার। এর পাশাপাশি তাদের জন্য বেশ কিছু প্রজেক্ট হাতে নেন তিনি। এর মধ্যে এক টাকার মিনি মার্কেট, এক ব্যাগ ঈদ আনন্দ, প্রজেক্ট প্রদর্শনী উল্লেখযোগ্য। এসব প্রজেক্টের মাধ্যমে জেলে পরিবারের শিশুরা শুভেচ্ছামূল্য এক টাকার বিনিময়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনতে পারে, পবিত্র ঈদ বা বিভিন্ন উৎসবে প্রয়োজনীয় সামগ্রী পায় এবং মুক্তিযুদ্ধবিষয়ক শিশুতোষ চলচ্চিত্র দেখতে পারে।
রুবেল মিয়ার শৈশব কেটেছে পিরোজপুরের মঠবাড়িয়ায়। তিনি ২০১৭ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। চাকরিজীবনের শুরুতে কাজ করেছেন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন ই-গ্যালারি এবং আমকো নামক দুটি প্রতিষ্ঠান। পিছিয়ে পড়া জেলে জনগোষ্ঠীর পাশাপাশি সমাজ উন্নয়নে কাজ করার স্বীকৃতি হিসেবে তাঁর হাতেখড়ি ফাউন্ডেশন পেয়েছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে