নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
হত্যা ও লাশ গুমের ভয় দেখিয়ে জোরপূর্বক সম্পত্তি লিখে নেওয়াসহ অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এম সাইফুদ্দিন সৈয়দ। সাইফুদ্দিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী।
মামলায় সাবেক মেয়র ছাড়াও অন্য যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন রেজাউল করিমের মেয়ে সাবিহা তাসনিম তানিম, ভাই নুরুল করিম চৌধুরী, নিকটাত্মীয় ও প্রতিবেশী মাহমুদুর রহমান চৌধুরী, টিপু রহমান ও নজরুল ইসলাম অপু।
বাদীর আইনজীবী সিরাজুল ইসলাম চৌধুরী জানান, আসামিদের বিরুদ্ধে গত বছর (২০২৩) বাদীকে মেরে ফেলা, লাশ গুম করার ভয় দেখিয়ে তাঁর (বাদী) একটি সম্পত্তি লিখে নিতে জোরপূর্বক সই আদায়ের অভিযোগ আনা হয়। জমি লিখে নিয়ে তা বিক্রি করা ও প্রতিশ্রুতি অনুযায়ী ৩ কোটি ১৩ লাখ টাকা নির্ধারিত সময়ে পরিশোধ না করে আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
মামলায় বাদী অভিযোগ করেন, বহদ্দারহাটে তিনি তাঁর কেনা জায়গায় তোলা কিছু দোকান ভাড়া দিয়ে আসছিলেন। এ সময় মামলার দুই আসামি মাহমুদুর রহমান চৌধুরী ও টিপু রহমান দোকান ভাড়া নিয়ে সময়মতো ভাড়ার টাকা পরিশোধ না করে দোকান চালিয়ে আসছেন।
২০২০ সালে রেজাউল করিম চৌধুরী মেয়র হওয়ার পর তাঁর কাছে বাদীর তফসিলভুক্ত জায়গা বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেয়। এতে বাদী রাজি না হওয়ায় মেয়র বাদীর ওপর ক্ষিপ্ত হন। বাদী জায়গাটিতে মার্কেট নির্মাণের পরিকল্পনার কথা জানান। এ সময় রেজাউল করিম চৌধুরী বাদীকে তাঁর জায়গা ছেড়ে না দিলে তাঁকে মেরে লাশ গুম করার হুমকি দেন।
২০২৩ সালের ১৪ আগস্ট বাদী তাঁর বর্তমান বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হলে আসামিরা তাঁকে গাড়িতে তুলে চান্দগাঁও সাবরেজিস্ট্রি অফিসে নিয়ে যান। পরে সেখানে তাঁকে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্বক তাঁর তফসিলভুক্ত সম্পত্তির সাব-কবলা বিক্রির দলিলে সই আদায় করেন।
ওই সময় ৮৭ লাখ টাকার তিনটি পে-অর্ডারের মূল কপি বাদীকে দিয়ে বাকি ৩ কোটি ১৩ লাখ টাকার পে-অর্ডার এক মাস পর দেওয়া হবে বলে জানানো হয়। পরে নির্ধারিত সময়ে টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অফিসে গিয়ে রেজাউল করিম চৌধুরীর কাছে বাকি টাকা চাইতে গেলে তিনি টাকা লেনদেনের কথা অস্বীকার করার পাশাপাশি বাদীকে অফিস থেকে বের করে দেন।
বাদী বলেন, আগে ভয়ের কারণে তিনি মামলা করতে পারেননি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি মামলা করলেন।
এদিকে সরকার পতনের পর থেকে অন্য অনেক আওয়ামী লীগ নেতার মতো সাবেক মেয়র রেজাউল করিমও আত্মগোপনে রয়েছেন।
হত্যা ও লাশ গুমের ভয় দেখিয়ে জোরপূর্বক সম্পত্তি লিখে নেওয়াসহ অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এম সাইফুদ্দিন সৈয়দ। সাইফুদ্দিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী।
মামলায় সাবেক মেয়র ছাড়াও অন্য যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন রেজাউল করিমের মেয়ে সাবিহা তাসনিম তানিম, ভাই নুরুল করিম চৌধুরী, নিকটাত্মীয় ও প্রতিবেশী মাহমুদুর রহমান চৌধুরী, টিপু রহমান ও নজরুল ইসলাম অপু।
বাদীর আইনজীবী সিরাজুল ইসলাম চৌধুরী জানান, আসামিদের বিরুদ্ধে গত বছর (২০২৩) বাদীকে মেরে ফেলা, লাশ গুম করার ভয় দেখিয়ে তাঁর (বাদী) একটি সম্পত্তি লিখে নিতে জোরপূর্বক সই আদায়ের অভিযোগ আনা হয়। জমি লিখে নিয়ে তা বিক্রি করা ও প্রতিশ্রুতি অনুযায়ী ৩ কোটি ১৩ লাখ টাকা নির্ধারিত সময়ে পরিশোধ না করে আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
মামলায় বাদী অভিযোগ করেন, বহদ্দারহাটে তিনি তাঁর কেনা জায়গায় তোলা কিছু দোকান ভাড়া দিয়ে আসছিলেন। এ সময় মামলার দুই আসামি মাহমুদুর রহমান চৌধুরী ও টিপু রহমান দোকান ভাড়া নিয়ে সময়মতো ভাড়ার টাকা পরিশোধ না করে দোকান চালিয়ে আসছেন।
২০২০ সালে রেজাউল করিম চৌধুরী মেয়র হওয়ার পর তাঁর কাছে বাদীর তফসিলভুক্ত জায়গা বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেয়। এতে বাদী রাজি না হওয়ায় মেয়র বাদীর ওপর ক্ষিপ্ত হন। বাদী জায়গাটিতে মার্কেট নির্মাণের পরিকল্পনার কথা জানান। এ সময় রেজাউল করিম চৌধুরী বাদীকে তাঁর জায়গা ছেড়ে না দিলে তাঁকে মেরে লাশ গুম করার হুমকি দেন।
২০২৩ সালের ১৪ আগস্ট বাদী তাঁর বর্তমান বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হলে আসামিরা তাঁকে গাড়িতে তুলে চান্দগাঁও সাবরেজিস্ট্রি অফিসে নিয়ে যান। পরে সেখানে তাঁকে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্বক তাঁর তফসিলভুক্ত সম্পত্তির সাব-কবলা বিক্রির দলিলে সই আদায় করেন।
ওই সময় ৮৭ লাখ টাকার তিনটি পে-অর্ডারের মূল কপি বাদীকে দিয়ে বাকি ৩ কোটি ১৩ লাখ টাকার পে-অর্ডার এক মাস পর দেওয়া হবে বলে জানানো হয়। পরে নির্ধারিত সময়ে টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অফিসে গিয়ে রেজাউল করিম চৌধুরীর কাছে বাকি টাকা চাইতে গেলে তিনি টাকা লেনদেনের কথা অস্বীকার করার পাশাপাশি বাদীকে অফিস থেকে বের করে দেন।
বাদী বলেন, আগে ভয়ের কারণে তিনি মামলা করতে পারেননি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি মামলা করলেন।
এদিকে সরকার পতনের পর থেকে অন্য অনেক আওয়ামী লীগ নেতার মতো সাবেক মেয়র রেজাউল করিমও আত্মগোপনে রয়েছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে