ক্রীড়া ডেস্ক
দলবদল মানেই উত্তেজনাপূর্ণ ও নাটকীয় সব ঘটনা। পছন্দের খেলোয়াড়কে দলে টানতে উন্মুখ হয়ে থাকে সব দলই। কখনো টাকা ছড়িয়ে, আবার কখনো ঐতিহ্যের ছড়ি ঘুরিয়ে শীর্ষ খেলোয়াড়দের মন পেতে চায় ক্লাবগুলো। তবে সব সময় এই বেছে নেওয়াটা সহজ পথে হয় না। কখনো কখনো প্রতিদ্বন্দ্বী ক্লাবের মুখ থেকে ছিনিয়ে আনা হয় খেলোয়াড়দের। ফুটবলে এমন কিছু ‘ছিনতাই’ নিয়ে এই আয়োজন।
ওবি মিকেল
(ম্যানইউ থেকে চেলসির ছিনতাই)
সম্ভবত দলবদলের ইতিহাসে সবচেয়ে আলোচিত ফুটবলার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ওবি মিকেলকে ঘিরে। এই ছিনতাইয়ের ঘটনা এক বছরের বেশি সময় ধরে চলে। মিকেলের বয়স ১৮ হওয়ার পর ম্যানইউ ২০০৫ সালের এপ্রিলে ঘোষণা দেয়, ২০০৬ সালের জানুয়ারিতে লিন থেকে ম্যানইউতে আসার ব্যাপারে সম্মত হয়েছেন তিনি। এরপর মিকেল এবং তাঁর এজেন্টের সঙ্গে চুক্তির কথা জানায় চেলসিও। এর মাঝে ম্যানইউ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে, যেখানে মিকেলকে ‘রেড ডেভিল’দের শার্ট ধরে থাকতে দেখা যায়। ২০০৫ সালে হঠাৎ গায়েব হয়ে যান মিকেল। সে সময় ম্যানইউর সহকারী কোচ কার্লোস কুইরোজ চেলসির বিরুদ্ধে মিকেলকে ছিনতাইয়ের অভিযোগ আনেন। পরে ২০০৬ সালের গ্রীষ্মে এই সমস্যার সমাধান হয়। চেলসি ম্যানইউকে ১২ মিলিয়ন পাউন্ড দেয় এবং লিনকে দেয় ৪ মিলিয়ন পাউন্ড। আর এভাবেই ম্যানইউর মুখ থেকে মিকেলকে কেড়ে নেয় চেলসি।
ইমানুয়েল পেতিত
(টটেনহাম থেকে আর্সেনালের ছিনতাই)
১৯৯৭ সালে ফরাসি তারকা ইমানুয়েল পেতিত লন্ডনে গিয়েছিলেন টটেনহামের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে। সেখানে তখনকার স্পার্স সভাপতি অ্যালান সুগারের সঙ্গে আলাপও করেন তিনি। এই দলবদলের কথা শুনে দৃশ্যপটে আসেন তখনকার আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। শেষ মুহূর্তে তিনি পেতিতকে (মোনাকোতে ওয়েঙ্গারের শিষ্য ছিলেন তিনি) কোনো চুক্তি স্বাক্ষর না করতে অনুরোধ করেন। পেতিত তখন আরও সময় চেয়ে নেন। এরপর টটেনহামের দেওয়া ট্যাক্সিতে করে ওয়েঙ্গারের বাসায় যান এবং আর্সেনালের সঙ্গে চুক্তির ব্যাপারে সম্মত হন। দলবদলে এটি এখনো টটেনহামের জন্য বড় ধাক্কা হয়ে আছে।
ক্রিস্টিয়ানো রোনালদো
(ম্যানসিটি থেকে ম্যানইউর ছিনতাই)
জুভেন্টাস থেকে গত মৌসুমে ম্যানসিটিতে আসার ব্যাপারে সবকিছু ঠিকঠাক করে ফেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আনুষ্ঠানিক ঘোষণা ছিল সময়ের ব্যাপার। তবে নিজেদের ঘরের ছেলেকে এভাবে প্রতিদ্বন্দ্বী ক্লাবে যেতে দিতে চায়নি ম্যানইউ। সমঝোতা করতে মাঠে নামেন খোদ স্যার অ্যালেক্স ফার্গুসন। তাঁর সমঝোতার মধ্য দিয়ে সিটির কাছ থেকে রোনালদোকে নিয়ে আসে ম্যানইউ।
রোনালদিনহো
(ম্যানইউ থেকে বার্সেলোনার ছিনতাই)
২০০৩ সালে রোনালদিনহোকে কেনার ব্যাপারে সবকিছু চূড়ান্ত করে ফেলেছিল ম্যানইউ। মূলত ডেভিড বেকহামের বিকল্প হিসেবে ব্রাজিলিয়ান মহাতারকাকে কিনতে চেয়েছিল ম্যানইউ। তবে বার্সেলোনার সঙ্গে দৌড়ে পেরে ওঠেনি শেষ পর্যন্ত। শেষ মুহূর্তে বার্সাতেই চলে যান রোনালদিনহো।
লুইস দিয়াজ
(টটেনহাম থেকে লিভারপুলের ছিনতাই)
পোর্তো থেকে লুইস দিয়াজকে কেনার ব্যাপারে অনেক দূর এগিয়ে গিয়েছিল টটেনহাম। সব হিসাবনিকাশ চূড়ান্ত করে ফেলেছিল তারা। তবে পরিস্থিতি বদলে যায় লিভারপুল দৃশ্যপটে আসার পর। একরকম টটেনহামের মুখের গ্রাস কেড়ে নেয় ‘অল রেড’রা।
দলবদল মানেই উত্তেজনাপূর্ণ ও নাটকীয় সব ঘটনা। পছন্দের খেলোয়াড়কে দলে টানতে উন্মুখ হয়ে থাকে সব দলই। কখনো টাকা ছড়িয়ে, আবার কখনো ঐতিহ্যের ছড়ি ঘুরিয়ে শীর্ষ খেলোয়াড়দের মন পেতে চায় ক্লাবগুলো। তবে সব সময় এই বেছে নেওয়াটা সহজ পথে হয় না। কখনো কখনো প্রতিদ্বন্দ্বী ক্লাবের মুখ থেকে ছিনিয়ে আনা হয় খেলোয়াড়দের। ফুটবলে এমন কিছু ‘ছিনতাই’ নিয়ে এই আয়োজন।
ওবি মিকেল
(ম্যানইউ থেকে চেলসির ছিনতাই)
সম্ভবত দলবদলের ইতিহাসে সবচেয়ে আলোচিত ফুটবলার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ওবি মিকেলকে ঘিরে। এই ছিনতাইয়ের ঘটনা এক বছরের বেশি সময় ধরে চলে। মিকেলের বয়স ১৮ হওয়ার পর ম্যানইউ ২০০৫ সালের এপ্রিলে ঘোষণা দেয়, ২০০৬ সালের জানুয়ারিতে লিন থেকে ম্যানইউতে আসার ব্যাপারে সম্মত হয়েছেন তিনি। এরপর মিকেল এবং তাঁর এজেন্টের সঙ্গে চুক্তির কথা জানায় চেলসিও। এর মাঝে ম্যানইউ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে, যেখানে মিকেলকে ‘রেড ডেভিল’দের শার্ট ধরে থাকতে দেখা যায়। ২০০৫ সালে হঠাৎ গায়েব হয়ে যান মিকেল। সে সময় ম্যানইউর সহকারী কোচ কার্লোস কুইরোজ চেলসির বিরুদ্ধে মিকেলকে ছিনতাইয়ের অভিযোগ আনেন। পরে ২০০৬ সালের গ্রীষ্মে এই সমস্যার সমাধান হয়। চেলসি ম্যানইউকে ১২ মিলিয়ন পাউন্ড দেয় এবং লিনকে দেয় ৪ মিলিয়ন পাউন্ড। আর এভাবেই ম্যানইউর মুখ থেকে মিকেলকে কেড়ে নেয় চেলসি।
ইমানুয়েল পেতিত
(টটেনহাম থেকে আর্সেনালের ছিনতাই)
১৯৯৭ সালে ফরাসি তারকা ইমানুয়েল পেতিত লন্ডনে গিয়েছিলেন টটেনহামের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে। সেখানে তখনকার স্পার্স সভাপতি অ্যালান সুগারের সঙ্গে আলাপও করেন তিনি। এই দলবদলের কথা শুনে দৃশ্যপটে আসেন তখনকার আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। শেষ মুহূর্তে তিনি পেতিতকে (মোনাকোতে ওয়েঙ্গারের শিষ্য ছিলেন তিনি) কোনো চুক্তি স্বাক্ষর না করতে অনুরোধ করেন। পেতিত তখন আরও সময় চেয়ে নেন। এরপর টটেনহামের দেওয়া ট্যাক্সিতে করে ওয়েঙ্গারের বাসায় যান এবং আর্সেনালের সঙ্গে চুক্তির ব্যাপারে সম্মত হন। দলবদলে এটি এখনো টটেনহামের জন্য বড় ধাক্কা হয়ে আছে।
ক্রিস্টিয়ানো রোনালদো
(ম্যানসিটি থেকে ম্যানইউর ছিনতাই)
জুভেন্টাস থেকে গত মৌসুমে ম্যানসিটিতে আসার ব্যাপারে সবকিছু ঠিকঠাক করে ফেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আনুষ্ঠানিক ঘোষণা ছিল সময়ের ব্যাপার। তবে নিজেদের ঘরের ছেলেকে এভাবে প্রতিদ্বন্দ্বী ক্লাবে যেতে দিতে চায়নি ম্যানইউ। সমঝোতা করতে মাঠে নামেন খোদ স্যার অ্যালেক্স ফার্গুসন। তাঁর সমঝোতার মধ্য দিয়ে সিটির কাছ থেকে রোনালদোকে নিয়ে আসে ম্যানইউ।
রোনালদিনহো
(ম্যানইউ থেকে বার্সেলোনার ছিনতাই)
২০০৩ সালে রোনালদিনহোকে কেনার ব্যাপারে সবকিছু চূড়ান্ত করে ফেলেছিল ম্যানইউ। মূলত ডেভিড বেকহামের বিকল্প হিসেবে ব্রাজিলিয়ান মহাতারকাকে কিনতে চেয়েছিল ম্যানইউ। তবে বার্সেলোনার সঙ্গে দৌড়ে পেরে ওঠেনি শেষ পর্যন্ত। শেষ মুহূর্তে বার্সাতেই চলে যান রোনালদিনহো।
লুইস দিয়াজ
(টটেনহাম থেকে লিভারপুলের ছিনতাই)
পোর্তো থেকে লুইস দিয়াজকে কেনার ব্যাপারে অনেক দূর এগিয়ে গিয়েছিল টটেনহাম। সব হিসাবনিকাশ চূড়ান্ত করে ফেলেছিল তারা। তবে পরিস্থিতি বদলে যায় লিভারপুল দৃশ্যপটে আসার পর। একরকম টটেনহামের মুখের গ্রাস কেড়ে নেয় ‘অল রেড’রা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে