আনোয়ার হোসেন, মনিরামপুর (যশোর)
যশোরের মনিরামপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ৩৭টি ঘরের প্রায় অর্ধেক ফাঁকা পড়ে আছে। বরাদ্দ পাওয়ার পর থেকে এ পল্লির ১৬টি ঘরে বসবাস করেন না কেউ। ঘরে তালা মেরে রেখে তাঁরা পুরোনো ঠিকানায় অবস্থান করছেন। লোকশূন্য পড়ে থাকা ঘরের বারান্দায় স্থান পেয়েছে গোখাদ্য ও রান্নার খড়ি।
এলাকাবাসীর অভিযোগ, ঘর বরাদ্দ দেওয়ার সময় প্রকৃত ভূমিহীন যাচাই করা হয়নি। ভিটেমাটি আছে, এমন অনেকে ঘর পেয়েছেন। তাঁরা এখানে না থেকে ঘর তালাবদ্ধ রেখে পুরোনো বাড়িতে থাকছেন। আবার কেউ কেউ গোপনে টাকা নিয়ে ঘরে অন্য লোক তুলে দিয়েছেন।
সরেজমিন উপজেলার শিরিলী গ্রামের আশ্রয়ণপল্লি ঘুরে দেখা গেছে, রাজু মিয়া, আলমগীর হোসেন, প্রকাশ দাস, উজ্জ্বল দাস, সাধন দাস, তিলক দাস, শামীম হোসেন, নিবারণ চন্দ্র দাস, সকিনা খাতুন, শাহীন হোসেন, মুনসুর আলী, আলমগীর হোসেন, জবেদা বেগম, রশিদা বেগম ও আমিনুরের ঘর তালাবদ্ধ পড়ে আছে।
গত বছর মুজিব শতবর্ষ উপলক্ষে কাশিমনগর ইউনিয়নের শিরিলী গ্রামে খাসজমিতে ভূমিহীনদের জন্য সংযুক্ত টয়লেট, রান্নাঘরসহ দুই কক্ষের রঙিন টিনের আধা পাকা ৩৭টি ঘর নির্মিত হয়েছে। প্রতিটি ঘরে ব্যয় ধরা হয় ১ লাখ ৭১ হাজার টাকা।
ওই বছরের মাঝামাঝি সময়ে ওই ইউনিয়নের ইত্যা, কাশিমনগর, নাদড়া, সুন্দ্রাসহ অন্য গ্রামের ভূমিহীনদের ঘরগুলো বরাদ্দ দেয় উপজেলা প্রশাসন। শুরুতে সব ঘরেই লোকজন বসবাস শুরু করেন। কিছুদিন পর অনেকে আশ্রয়ণের ঘর ছেড়ে পুরোনো ঠিকানায় ফিরে যান। আবার কেউ কেউ প্রথম থেকে উপহারের ঘরে না উঠে তালাবদ্ধ রেখেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আশ্রয়ণের বাসিন্দা আব্দুল কাদের বলেন, ‘সরকারিভাবে কিছু পাইনে। আশপাশের লোকজন কাজে নেয় না। এ জন্যি লোকজন থাকতি চায় না।’
কাশিমনগর ইউপির চেয়ারম্যান তৌহিদুর রহমান বলেন, ‘আশ্রয়ণের ফাঁকা ঘরগুলোর ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার জানিয়েছি। যাঁরা থাকেন না, তাঁদের বরাদ্দ বাতিল করে প্রকৃত ভূমিহীনের মাঝে ঘরগুলো বরাদ্দ দিতে বলেছি।’
সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, ‘খবর পেয়ে গত সপ্তাহে শিরিলী আশ্রয়ণ প্রকল্পে সরেজমিন কয়েকটি ঘর ফাঁকা পেয়েছি। কেউ না থাকায় ইতিমধ্যে ছয়টি ঘরের বরাদ্দ বাতিল করা হয়েছে। বাকিগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
যশোরের মনিরামপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ৩৭টি ঘরের প্রায় অর্ধেক ফাঁকা পড়ে আছে। বরাদ্দ পাওয়ার পর থেকে এ পল্লির ১৬টি ঘরে বসবাস করেন না কেউ। ঘরে তালা মেরে রেখে তাঁরা পুরোনো ঠিকানায় অবস্থান করছেন। লোকশূন্য পড়ে থাকা ঘরের বারান্দায় স্থান পেয়েছে গোখাদ্য ও রান্নার খড়ি।
এলাকাবাসীর অভিযোগ, ঘর বরাদ্দ দেওয়ার সময় প্রকৃত ভূমিহীন যাচাই করা হয়নি। ভিটেমাটি আছে, এমন অনেকে ঘর পেয়েছেন। তাঁরা এখানে না থেকে ঘর তালাবদ্ধ রেখে পুরোনো বাড়িতে থাকছেন। আবার কেউ কেউ গোপনে টাকা নিয়ে ঘরে অন্য লোক তুলে দিয়েছেন।
সরেজমিন উপজেলার শিরিলী গ্রামের আশ্রয়ণপল্লি ঘুরে দেখা গেছে, রাজু মিয়া, আলমগীর হোসেন, প্রকাশ দাস, উজ্জ্বল দাস, সাধন দাস, তিলক দাস, শামীম হোসেন, নিবারণ চন্দ্র দাস, সকিনা খাতুন, শাহীন হোসেন, মুনসুর আলী, আলমগীর হোসেন, জবেদা বেগম, রশিদা বেগম ও আমিনুরের ঘর তালাবদ্ধ পড়ে আছে।
গত বছর মুজিব শতবর্ষ উপলক্ষে কাশিমনগর ইউনিয়নের শিরিলী গ্রামে খাসজমিতে ভূমিহীনদের জন্য সংযুক্ত টয়লেট, রান্নাঘরসহ দুই কক্ষের রঙিন টিনের আধা পাকা ৩৭টি ঘর নির্মিত হয়েছে। প্রতিটি ঘরে ব্যয় ধরা হয় ১ লাখ ৭১ হাজার টাকা।
ওই বছরের মাঝামাঝি সময়ে ওই ইউনিয়নের ইত্যা, কাশিমনগর, নাদড়া, সুন্দ্রাসহ অন্য গ্রামের ভূমিহীনদের ঘরগুলো বরাদ্দ দেয় উপজেলা প্রশাসন। শুরুতে সব ঘরেই লোকজন বসবাস শুরু করেন। কিছুদিন পর অনেকে আশ্রয়ণের ঘর ছেড়ে পুরোনো ঠিকানায় ফিরে যান। আবার কেউ কেউ প্রথম থেকে উপহারের ঘরে না উঠে তালাবদ্ধ রেখেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আশ্রয়ণের বাসিন্দা আব্দুল কাদের বলেন, ‘সরকারিভাবে কিছু পাইনে। আশপাশের লোকজন কাজে নেয় না। এ জন্যি লোকজন থাকতি চায় না।’
কাশিমনগর ইউপির চেয়ারম্যান তৌহিদুর রহমান বলেন, ‘আশ্রয়ণের ফাঁকা ঘরগুলোর ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার জানিয়েছি। যাঁরা থাকেন না, তাঁদের বরাদ্দ বাতিল করে প্রকৃত ভূমিহীনের মাঝে ঘরগুলো বরাদ্দ দিতে বলেছি।’
সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, ‘খবর পেয়ে গত সপ্তাহে শিরিলী আশ্রয়ণ প্রকল্পে সরেজমিন কয়েকটি ঘর ফাঁকা পেয়েছি। কেউ না থাকায় ইতিমধ্যে ছয়টি ঘরের বরাদ্দ বাতিল করা হয়েছে। বাকিগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে