চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ প্রতিনিধি
যে যানবাহনগুলোর সড়কে চলাচল নিষিদ্ধ করার দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার, সেগুলোতে চেপেই গন্তব্যে রওনা হতে দেখা গেছে যাত্রীদের। বিএনপির আগামীকালের বিভাগীয় সমাবেশের ঠিক আগ দিয়ে গতকাল সকাল ছয়টায় রাজশাহীর আট জেলায় শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ফলে সড়কে বেরিয়ে ভোগান্তিতে পড়তে দেখা যায় যাত্রীদের।
এ সময় ব্যাটারিচালিত অটোরিকশাই একমাত্র ভরসা হলেও যাত্রীদের গুনতে হয়েছে বাড়তি ভাড়া, কখনো বা দ্বিগুণের বেশি। এতে ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ।
বিএনপির বিগত ছয়টি গণসমাবেশের আগে ও সমাবেশের দিন মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট হতে দেখা গেছে।
গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্ব রোড মোড়ে গিয়ে দেখা যায়, বাস বন্ধ থাকায় অটোরিকশায় চেপে জেলা শহর থেকে রাজশাহীতে যাচ্ছেন যাত্রীরা।
শাহীন আলী নামের এক যাত্রী বলেন, কাল (আজ) রাজশাহীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা আছে; কিন্তু সব ধরনের বাস বন্ধ। বাধ্য হয়ে বেশি টাকাতেই রওনা করছেন তিনি।
এদিকে গতকাল সকাল থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। বাসস্ট্যান্ডে গিয়ে বাস না পেয়ে অনেক যাত্রী ব্যাটারিচালিত অটোরিকশায় চেপে নিজ নিজ গন্তব্যে যাত্রা করেন। এ ছাড়া সকাল থেকে দূরপাল্লার বাস, অর্থাৎ কোচগুলোও নওগাঁ থেকে যেতে পারেনি বলে জানা গেছে।
বাসস্ট্যান্ডে আসা রাজশাহীর যাত্রী আইনুল ইসলাম বলেন, ‘মেয়ের সঙ্গে দেখা করতে যাব রাজশাহী; কিন্তু পরিবহন ধর্মঘট জানতাম না। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে এখন অটোরিকশায় যাচ্ছি।’
নওগাঁ জেলা সড়ক পরিবহনমালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও জ্বালানি তেলসহ যন্ত্রাংশের মূল্যহ্রাস করাসহ বেশ কিছু দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।
তবে নওগাঁ জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, ‘গণসমাবেশে বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতি ঠেকাতেই এই ধর্মঘট দেওয়া হয়েছে। এর আগের সমাবেশগুলোতেও তাই করা হয়েছে। সমাবেশ সফল করতে যেকোনোভাবে আমরা রাজশাহী পৌঁছাব।’
যে যানবাহনগুলোর সড়কে চলাচল নিষিদ্ধ করার দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার, সেগুলোতে চেপেই গন্তব্যে রওনা হতে দেখা গেছে যাত্রীদের। বিএনপির আগামীকালের বিভাগীয় সমাবেশের ঠিক আগ দিয়ে গতকাল সকাল ছয়টায় রাজশাহীর আট জেলায় শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ফলে সড়কে বেরিয়ে ভোগান্তিতে পড়তে দেখা যায় যাত্রীদের।
এ সময় ব্যাটারিচালিত অটোরিকশাই একমাত্র ভরসা হলেও যাত্রীদের গুনতে হয়েছে বাড়তি ভাড়া, কখনো বা দ্বিগুণের বেশি। এতে ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ।
বিএনপির বিগত ছয়টি গণসমাবেশের আগে ও সমাবেশের দিন মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট হতে দেখা গেছে।
গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্ব রোড মোড়ে গিয়ে দেখা যায়, বাস বন্ধ থাকায় অটোরিকশায় চেপে জেলা শহর থেকে রাজশাহীতে যাচ্ছেন যাত্রীরা।
শাহীন আলী নামের এক যাত্রী বলেন, কাল (আজ) রাজশাহীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা আছে; কিন্তু সব ধরনের বাস বন্ধ। বাধ্য হয়ে বেশি টাকাতেই রওনা করছেন তিনি।
এদিকে গতকাল সকাল থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। বাসস্ট্যান্ডে গিয়ে বাস না পেয়ে অনেক যাত্রী ব্যাটারিচালিত অটোরিকশায় চেপে নিজ নিজ গন্তব্যে যাত্রা করেন। এ ছাড়া সকাল থেকে দূরপাল্লার বাস, অর্থাৎ কোচগুলোও নওগাঁ থেকে যেতে পারেনি বলে জানা গেছে।
বাসস্ট্যান্ডে আসা রাজশাহীর যাত্রী আইনুল ইসলাম বলেন, ‘মেয়ের সঙ্গে দেখা করতে যাব রাজশাহী; কিন্তু পরিবহন ধর্মঘট জানতাম না। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে এখন অটোরিকশায় যাচ্ছি।’
নওগাঁ জেলা সড়ক পরিবহনমালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও জ্বালানি তেলসহ যন্ত্রাংশের মূল্যহ্রাস করাসহ বেশ কিছু দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।
তবে নওগাঁ জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, ‘গণসমাবেশে বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতি ঠেকাতেই এই ধর্মঘট দেওয়া হয়েছে। এর আগের সমাবেশগুলোতেও তাই করা হয়েছে। সমাবেশ সফল করতে যেকোনোভাবে আমরা রাজশাহী পৌঁছাব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে