রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরাঞ্চলের মানুষ। ফসল নষ্ট হয়ে যাওয়া জমিতে এবং বাড়ির আঙিনায় শাক-সবজি লাগিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। এর পাশাপাশি হাঁস-মুরগি ও ভেড়া পালন করে ভাগ্য বদলানোরও স্বপ্ন দেখছেন অনেকে।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদের শাখা নদী হলহলিয়া, সোনাভরি ও জিনিজিরাম নদীর তীরবর্তী মানুষ প্রতিবছর বন্যা মোকাবিলা করে আসছেন। এবারের বন্যায় তাঁদের ধানের বীজতলা, ধানের ফসল, বাড়ির আশপাশের শাক-সবজি ও হাঁস-মুরগির ব্যাপক ক্ষতি হয়। বন্যায় নষ্ট হয়ে যায় ঘরবাড়ি ও গবাদিপশুর খাদ্য খড়ের গাদা। এই ক্ষতি কমাতে সরকারের উন্নয়ন সংস্থার পাশাপাশি উপজেলার ৯টি গ্রামের ২৭০টি পরিবার ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ ও সহযোগিতা পেয়ে ঘুরে দাঁড়ায়। বন্যা পরবর্তী সময়ে তাঁরা শুরু করে বসত ভিটায় সবজি চাষ, হাঁস-মুরগি ও ভেড়া পালন। এতেই পাল্টে যেতে থাকে তাঁদের জীবনমান। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পেয়ে তাঁরা তা কাজে লাগাচ্ছেন।
উপজেলার পাড়ের চর এফডিএমসির সদস্য মোছা রাশেদা খাতুন, বিউটি খাতুন, স্বপনা বেগম, খায়রুন নেছা ও আব্দুর রশিদ বলেন, ‘বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আমরা চরাঞ্চলের মানুষ নিজেদের বসতবাড়িতে আধুনিক পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে ভালোমানের সবজি চাষ করে খাদ্যের চাহিদা ও পুষ্টি পূরণ করতে সক্ষম হয়েছি। তা ছাড়া অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছি।’
যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামের এনামুল হক মন্টু বলেন, ‘উন্নত জাতের ভেড়া পালনে সবাই উৎসাহিত হচ্ছে। আমি ১টি ভেড়া পালন করে ৬ মাস পরে তিনটি ভেড়ার মালিক হয়েছি। এই ভেড়া পালন করে আমি স্বাবলম্বী হব।’ একই কথা বলেন, ওই গ্রামের লাইলী বেগম, আব্দুল মান্নান, আমেনা বেগম।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, উপজেলার দুটি ইউনিয়নের ৪টি গ্রামের মানুষ উন্নত জাতের শাক-সবজি ও ভেড়া পালন করে স্বাবলম্বী হচ্ছেন। বন্যা পরবর্তী সময়ে তাঁরা অনেকটা ঘুরে দাঁড়িয়েছেন।’
বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরাঞ্চলের মানুষ। ফসল নষ্ট হয়ে যাওয়া জমিতে এবং বাড়ির আঙিনায় শাক-সবজি লাগিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। এর পাশাপাশি হাঁস-মুরগি ও ভেড়া পালন করে ভাগ্য বদলানোরও স্বপ্ন দেখছেন অনেকে।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদের শাখা নদী হলহলিয়া, সোনাভরি ও জিনিজিরাম নদীর তীরবর্তী মানুষ প্রতিবছর বন্যা মোকাবিলা করে আসছেন। এবারের বন্যায় তাঁদের ধানের বীজতলা, ধানের ফসল, বাড়ির আশপাশের শাক-সবজি ও হাঁস-মুরগির ব্যাপক ক্ষতি হয়। বন্যায় নষ্ট হয়ে যায় ঘরবাড়ি ও গবাদিপশুর খাদ্য খড়ের গাদা। এই ক্ষতি কমাতে সরকারের উন্নয়ন সংস্থার পাশাপাশি উপজেলার ৯টি গ্রামের ২৭০টি পরিবার ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ ও সহযোগিতা পেয়ে ঘুরে দাঁড়ায়। বন্যা পরবর্তী সময়ে তাঁরা শুরু করে বসত ভিটায় সবজি চাষ, হাঁস-মুরগি ও ভেড়া পালন। এতেই পাল্টে যেতে থাকে তাঁদের জীবনমান। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পেয়ে তাঁরা তা কাজে লাগাচ্ছেন।
উপজেলার পাড়ের চর এফডিএমসির সদস্য মোছা রাশেদা খাতুন, বিউটি খাতুন, স্বপনা বেগম, খায়রুন নেছা ও আব্দুর রশিদ বলেন, ‘বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আমরা চরাঞ্চলের মানুষ নিজেদের বসতবাড়িতে আধুনিক পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে ভালোমানের সবজি চাষ করে খাদ্যের চাহিদা ও পুষ্টি পূরণ করতে সক্ষম হয়েছি। তা ছাড়া অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছি।’
যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামের এনামুল হক মন্টু বলেন, ‘উন্নত জাতের ভেড়া পালনে সবাই উৎসাহিত হচ্ছে। আমি ১টি ভেড়া পালন করে ৬ মাস পরে তিনটি ভেড়ার মালিক হয়েছি। এই ভেড়া পালন করে আমি স্বাবলম্বী হব।’ একই কথা বলেন, ওই গ্রামের লাইলী বেগম, আব্দুল মান্নান, আমেনা বেগম।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, উপজেলার দুটি ইউনিয়নের ৪টি গ্রামের মানুষ উন্নত জাতের শাক-সবজি ও ভেড়া পালন করে স্বাবলম্বী হচ্ছেন। বন্যা পরবর্তী সময়ে তাঁরা অনেকটা ঘুরে দাঁড়িয়েছেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে