মো. ফাহাদ বিন সাঈদ, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিভিন্ন ভবনে স্থাপন করা নতুন লিফটে আটকে পড়া আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। বৈদ্যুতিক কোনো সমস্যা ছাড়াই লিফট হঠাৎ বিকল হয়ে শিক্ষার্থীরা আটকে যান। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, লিফটে মাঝেমধ্যে সমস্যা দেখা দেয়। তবে বেশি সমস্যা হয় ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে। বিষয়টি ভয়ানক।
জানা গেছে, লিফটে আটকে পড়া ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ভয়ঙ্কর অভিজ্ঞতাটা হল আজকে (১৯ অক্টোবর)। লিফটে আটকে গিয়েছিলাম।’ গত ১২ অক্টোবর দুপুর একটা দিকে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের লিফটে আটকা পড়েন ৬ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ভবন নির্মাণের কাজ শেষে সুইজারল্যান্ড থেকে ৫৫০ ব্র্যান্ডের ১৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ক্রয় করা হয় ১৫টি লিফট। এর মধ্যে দুই হলে নয়টি এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান ভবনে তিনটি করে মোট ছয়টি লিফট স্থাপন করা হয়। ওই ছয়টির মধ্যে চারটি লিফট শুরু থেকেই অধিকাংশ সময় অচল থাকছে।
দুটি লিফট দিয়ে ১০ তলা ভবনে ওঠানামা করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী। চলন্ত লিফট হঠাৎ বিকল হয়ে ভেতরে আটকা পড়ার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় টিএসসি গ্রুপের সাব্বির হাসান শাওন বলেন, ‘লিফট সমস্যা এতটা গুরুতর হওয়ার পরও প্রশাসন থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তবে কি প্রশাসন কোনো ছাত্রের মৃত্যুর জন্য অপেক্ষা করছে?’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের প্রভোস্ট নুসরাত তানিয়া জানান, এই হলের পাঁচটি লিফটই সচল। এক বছরের মধ্যে শুধু একবার যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ লিফট বন্ধ ছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার বলেন, হলের লিফটে মাঝেমধ্যে সমস্যা দেখা দেয়। তবে বেশি সমস্যা হয় ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে। বিষয়টি বিব্রতকর।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘চালক ছাড়া গাড়ির যে অবস্থা, লিফটেরও ওই একই অবস্থা। অনেকেই এর আগে কোনো দিন লিফট ব্যবহার করেনি। তারা একই বাটনে বারবার চাপে। উন্নতমানের হলেই কী? লিফটগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না বলেই সমস্যা দেখা দিতে পারে। আমরা লোকবল চেয়ে আবেদন করেছি। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিভিন্ন ভবনে স্থাপন করা নতুন লিফটে আটকে পড়া আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। বৈদ্যুতিক কোনো সমস্যা ছাড়াই লিফট হঠাৎ বিকল হয়ে শিক্ষার্থীরা আটকে যান। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, লিফটে মাঝেমধ্যে সমস্যা দেখা দেয়। তবে বেশি সমস্যা হয় ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে। বিষয়টি ভয়ানক।
জানা গেছে, লিফটে আটকে পড়া ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ভয়ঙ্কর অভিজ্ঞতাটা হল আজকে (১৯ অক্টোবর)। লিফটে আটকে গিয়েছিলাম।’ গত ১২ অক্টোবর দুপুর একটা দিকে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের লিফটে আটকা পড়েন ৬ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ভবন নির্মাণের কাজ শেষে সুইজারল্যান্ড থেকে ৫৫০ ব্র্যান্ডের ১৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ক্রয় করা হয় ১৫টি লিফট। এর মধ্যে দুই হলে নয়টি এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান ভবনে তিনটি করে মোট ছয়টি লিফট স্থাপন করা হয়। ওই ছয়টির মধ্যে চারটি লিফট শুরু থেকেই অধিকাংশ সময় অচল থাকছে।
দুটি লিফট দিয়ে ১০ তলা ভবনে ওঠানামা করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী। চলন্ত লিফট হঠাৎ বিকল হয়ে ভেতরে আটকা পড়ার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় টিএসসি গ্রুপের সাব্বির হাসান শাওন বলেন, ‘লিফট সমস্যা এতটা গুরুতর হওয়ার পরও প্রশাসন থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তবে কি প্রশাসন কোনো ছাত্রের মৃত্যুর জন্য অপেক্ষা করছে?’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের প্রভোস্ট নুসরাত তানিয়া জানান, এই হলের পাঁচটি লিফটই সচল। এক বছরের মধ্যে শুধু একবার যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ লিফট বন্ধ ছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার বলেন, হলের লিফটে মাঝেমধ্যে সমস্যা দেখা দেয়। তবে বেশি সমস্যা হয় ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে। বিষয়টি বিব্রতকর।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘চালক ছাড়া গাড়ির যে অবস্থা, লিফটেরও ওই একই অবস্থা। অনেকেই এর আগে কোনো দিন লিফট ব্যবহার করেনি। তারা একই বাটনে বারবার চাপে। উন্নতমানের হলেই কী? লিফটগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না বলেই সমস্যা দেখা দিতে পারে। আমরা লোকবল চেয়ে আবেদন করেছি। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে