বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনের পপ কালচার ফেস্টিভ্যাল ‘ঢাকা সামার কন ২০২৩’। ১৩, ১৪ ও ১৫ জুলাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে এই ফেস্টিভ্যাল। কমিক, কসপ্লে, কনসার্ট, গেমিং, আর্টসহ সব ধরনের বিনোদন নিয়ে ফেস্টিভ্যালটি আয়োজন করতে যাচ্ছে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।
তিন দিনের এ উৎসবের অন্যতম আয়োজন কনসার্ট। এতে পারফর্ম করবে দেশের ৩২টি ব্যান্ড। প্রথম দিনের লাইনআপে আছে ব্যান্ড ইন্দালো, বাংলা ফাইভ, লেভেল ফাইভ, ওউনড, অড সিগনেচার, হাতিরপুল সিজনস, ড্যাডস ইন দ্য পার্ক, রায়হান ইসলাম শুভ্র, কে পপ পারফরম্যান্স, ফিরোজ জং ও ওল্ড ঢাকা ডায়েরিস।
দ্বিতীয় দিন ১৪ জুলাই মঞ্চ মাতাবে আরও ১১ ব্যান্ড। তালিকায় আছে আর্টসেল, ক্রিপটিক ফেট, শাফায়েত অ্যান্ড ব্ল্যাক জ্যাং, অ্যাশেজ, পাওয়ারসার্জ, সোনার বাংলা সার্কাস, আফটারম্যাথ, সাবকনসাস, ইনকোর, নেইভ ও মেসিয়ানিক এরা। উৎসবের শেষ দিন পারফর্ম করবে ১০টি ব্যান্ড। তালিকায় আছে অ্যাভয়েড রাফা, ওয়ারফেজ, ব্ল্যাক, আর্বোভাইরাস, কার্নিভাল, মেকানিক্স, ব্ল্যাক জ্যাং, আপেক্ষিক, এ কে রাহুল ও শাফায়েত।
সম্প্রতি মুক্তি পেয়েছে সামার কনের অফিশিয়াল থিম সং এস্কেপ। থিম সংয়ে হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের সঙ্গে যুক্ত হয়েছেন শিশির আহমেদ, রায়েফ আল হাসান রাফা ও ব্ল্যাক জ্যাং। আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকোয়েস্ট বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, ‘ফেস্টিভ্যালে শিশুদের জন্য বিশেষ কিডস জোনের ব্যবস্থা থাকবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিভাবকেরা তাঁদের সন্তানকে রেখে ফেস্টিভ্যালের অন্যান্য প্রোগ্রাম উপভোগ করতে পারবেন। তা ছাড়া আমরা বেশ কিছু সারপ্রাইজ রেখেছি, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেবে। আশা করি ঢাকা সামার কন বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।’
ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনের পপ কালচার ফেস্টিভ্যাল ‘ঢাকা সামার কন ২০২৩’। ১৩, ১৪ ও ১৫ জুলাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে এই ফেস্টিভ্যাল। কমিক, কসপ্লে, কনসার্ট, গেমিং, আর্টসহ সব ধরনের বিনোদন নিয়ে ফেস্টিভ্যালটি আয়োজন করতে যাচ্ছে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।
তিন দিনের এ উৎসবের অন্যতম আয়োজন কনসার্ট। এতে পারফর্ম করবে দেশের ৩২টি ব্যান্ড। প্রথম দিনের লাইনআপে আছে ব্যান্ড ইন্দালো, বাংলা ফাইভ, লেভেল ফাইভ, ওউনড, অড সিগনেচার, হাতিরপুল সিজনস, ড্যাডস ইন দ্য পার্ক, রায়হান ইসলাম শুভ্র, কে পপ পারফরম্যান্স, ফিরোজ জং ও ওল্ড ঢাকা ডায়েরিস।
দ্বিতীয় দিন ১৪ জুলাই মঞ্চ মাতাবে আরও ১১ ব্যান্ড। তালিকায় আছে আর্টসেল, ক্রিপটিক ফেট, শাফায়েত অ্যান্ড ব্ল্যাক জ্যাং, অ্যাশেজ, পাওয়ারসার্জ, সোনার বাংলা সার্কাস, আফটারম্যাথ, সাবকনসাস, ইনকোর, নেইভ ও মেসিয়ানিক এরা। উৎসবের শেষ দিন পারফর্ম করবে ১০টি ব্যান্ড। তালিকায় আছে অ্যাভয়েড রাফা, ওয়ারফেজ, ব্ল্যাক, আর্বোভাইরাস, কার্নিভাল, মেকানিক্স, ব্ল্যাক জ্যাং, আপেক্ষিক, এ কে রাহুল ও শাফায়েত।
সম্প্রতি মুক্তি পেয়েছে সামার কনের অফিশিয়াল থিম সং এস্কেপ। থিম সংয়ে হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের সঙ্গে যুক্ত হয়েছেন শিশির আহমেদ, রায়েফ আল হাসান রাফা ও ব্ল্যাক জ্যাং। আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকোয়েস্ট বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, ‘ফেস্টিভ্যালে শিশুদের জন্য বিশেষ কিডস জোনের ব্যবস্থা থাকবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিভাবকেরা তাঁদের সন্তানকে রেখে ফেস্টিভ্যালের অন্যান্য প্রোগ্রাম উপভোগ করতে পারবেন। তা ছাড়া আমরা বেশ কিছু সারপ্রাইজ রেখেছি, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেবে। আশা করি ঢাকা সামার কন বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে