নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইন্টারনেট বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। এটিএম বুথ থেকে টাকা তোলা যাচ্ছে না, বিদ্যুৎ-গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ করা যাচ্ছে না, মোবাইল ফোন রিচার্জ করতে সমস্যা হচ্ছে।
এত মন্দ কিছুর মধ্যেও স্বস্তিতে আছে কেউ কেউ। ইন্টারনেট বন্ধ থাকায় ছেলেরা রাস্তায় ক্রিকেট-ফুটবল খেলছে। বাসায় গল্প-আড্ডায় মাতার সুযোগ পাচ্ছে পরিবারের সদস্যরা। অনেকে বই পড়ে সময় কাটাচ্ছে। ফেসবুক, ইউটিউব থাকলে সচরাচর এমনভাবে সময় কাটানো হয় না। এ ছাড়া দেশ-বিদেশের খবর পেতে মানুষ পত্রিকা পড়ছে, টেলিভিশনে চোখ রাখছে।
কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমার সঙ্গে সঙ্গে কথা হয় এ বিষয়ে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড
ম্যাস কমিউনিকেশনস বিভাগের সহকারী অধ্যাপক। আফরোজা আজকের পত্রিকাকে বলেন, ‘এই রকম একটি সংকটময় সময়ে ইন্টারনেট না থাকার নানা নেতিবাচক বিষয়ে তো আমরা সকলেই অবগত আছি। কিন্তু অনেক সময় অনেক ঘটনায় না চাইতেও কিছু ইতিবাচক দিক দেখতে পাওয়া যায়। এখন যেমন ইন্টারনেটের অনুপস্থিতে আমরা
দু-একটি ইতিবাচক দিক মনে হয় দেখতে পারি। ফেসবুক-ইউটিউবে দিনের বেশির ভাগ সময় চলে যাচ্ছে না। বাসায় অনেকে পত্রিকা রাখছে। এতে দেশ-বিদেশের খবর পাচ্ছে। বাসায় মানুষ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছে।’
চাকরিজীবী দম্পতি মিনু দিলারা ও মফিউর রেজা (ছদ্মনাম)। মিনু সরকারি কর্মকর্তা এবং তাঁর স্বামী মফিউর রেজা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁদের একমাত্র ছেলে পড়ে রাজধানীর একটি কলেজে।
এই দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘ইন্টারনেট না থাকায় আমাদের দৈনন্দিন কাজে বেশ বিরূপ প্রভাব পড়ছে। তবে এর সুফলও মনে হয় আমরা পাচ্ছি। কারণ, ইন্টারনেট থাকলে হয়তো আমরা ফেসবুক বা ইউটিউব দেখে সময় কাটাতাম। এখন মনে হয়, আমরা আরও বেশ কয়েক বছর আগের সময়ে চলে গিয়েছি, যখন ফেসবুক বা ইউটিউব ছিল না। এখন আমাদের সময় কাটছে পরিবারের লোকদের সঙ্গে আড্ডা, টেলিভিশন দেখে, পত্রিকা পড়ে। ফেসবুক ও ইউটিউব না থাকায় পরিবারের লোকদের সঙ্গে মেলবন্ধনটা দৃঢ় হচ্ছে। ছেলেটা মোবাইল ছেড়ে বই পড়ছে। এতে একটু স্বস্তি লাগছে।’
ইন্টারনেট বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। এটিএম বুথ থেকে টাকা তোলা যাচ্ছে না, বিদ্যুৎ-গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ করা যাচ্ছে না, মোবাইল ফোন রিচার্জ করতে সমস্যা হচ্ছে।
এত মন্দ কিছুর মধ্যেও স্বস্তিতে আছে কেউ কেউ। ইন্টারনেট বন্ধ থাকায় ছেলেরা রাস্তায় ক্রিকেট-ফুটবল খেলছে। বাসায় গল্প-আড্ডায় মাতার সুযোগ পাচ্ছে পরিবারের সদস্যরা। অনেকে বই পড়ে সময় কাটাচ্ছে। ফেসবুক, ইউটিউব থাকলে সচরাচর এমনভাবে সময় কাটানো হয় না। এ ছাড়া দেশ-বিদেশের খবর পেতে মানুষ পত্রিকা পড়ছে, টেলিভিশনে চোখ রাখছে।
কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমার সঙ্গে সঙ্গে কথা হয় এ বিষয়ে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড
ম্যাস কমিউনিকেশনস বিভাগের সহকারী অধ্যাপক। আফরোজা আজকের পত্রিকাকে বলেন, ‘এই রকম একটি সংকটময় সময়ে ইন্টারনেট না থাকার নানা নেতিবাচক বিষয়ে তো আমরা সকলেই অবগত আছি। কিন্তু অনেক সময় অনেক ঘটনায় না চাইতেও কিছু ইতিবাচক দিক দেখতে পাওয়া যায়। এখন যেমন ইন্টারনেটের অনুপস্থিতে আমরা
দু-একটি ইতিবাচক দিক মনে হয় দেখতে পারি। ফেসবুক-ইউটিউবে দিনের বেশির ভাগ সময় চলে যাচ্ছে না। বাসায় অনেকে পত্রিকা রাখছে। এতে দেশ-বিদেশের খবর পাচ্ছে। বাসায় মানুষ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছে।’
চাকরিজীবী দম্পতি মিনু দিলারা ও মফিউর রেজা (ছদ্মনাম)। মিনু সরকারি কর্মকর্তা এবং তাঁর স্বামী মফিউর রেজা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁদের একমাত্র ছেলে পড়ে রাজধানীর একটি কলেজে।
এই দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘ইন্টারনেট না থাকায় আমাদের দৈনন্দিন কাজে বেশ বিরূপ প্রভাব পড়ছে। তবে এর সুফলও মনে হয় আমরা পাচ্ছি। কারণ, ইন্টারনেট থাকলে হয়তো আমরা ফেসবুক বা ইউটিউব দেখে সময় কাটাতাম। এখন মনে হয়, আমরা আরও বেশ কয়েক বছর আগের সময়ে চলে গিয়েছি, যখন ফেসবুক বা ইউটিউব ছিল না। এখন আমাদের সময় কাটছে পরিবারের লোকদের সঙ্গে আড্ডা, টেলিভিশন দেখে, পত্রিকা পড়ে। ফেসবুক ও ইউটিউব না থাকায় পরিবারের লোকদের সঙ্গে মেলবন্ধনটা দৃঢ় হচ্ছে। ছেলেটা মোবাইল ছেড়ে বই পড়ছে। এতে একটু স্বস্তি লাগছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে