পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
চিকিৎসাসেবার মান উন্নয়ন ও সার্বিক বিষয় জরিপে জয়পুরহাটের পাঁচবিবির মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন দেশসেরার তালিকায় জায়গা পেয়েছে। স্বাস্থ্য বিভাগের এ মাসের জরিপে দেশে ৪৮২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সমান (৭৬.৬৪) নম্বর পেয়ে মহিপুরসহ সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে প্রথম স্থান অর্জন করে। মহিপুর সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যৌথভাবে প্রথম হলেও, রাজশাহী বিভাগে এককভাবে প্রথম। এর আগে এ কমপ্লেক্সটি ২৮৩তম এবং সর্বশেষ ১৩৩তম অবস্থানে ছিল।
সফলতার তথ্য অনুসন্ধানে ৫০ শয্যার এ হাসপাতালের রেজিস্টারে দেখা যায়, আগে গড়ে প্রতিদিন ৮ থেকে ১০ জন রোগী ভর্তি থাকতেন। জরুরি ও বহির্বিভাগে প্রতিদিন সর্বোচ্চ ২০০ রোগী প্রাথমিক সেবা নিতেন। পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে অনেক রোগী অন্যত্র চলে যেতেন।
এখন হাসপাতালের জরুরি, বহির্বিভাগ ও ভর্তি হওয়া রোগীদের চিকিৎসার জন্য বাইরে থেকে কোনো ওষুধ কিনতে হয় না। রোগীদের চিকিৎসার জন্য এখন হাসপাতাল থেকেই সব প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। এসব কারণে এখন গড়ে প্রতিদিন ১২০ থেকে ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি থাকেন। জরুরি ও বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ রোগী প্রাথমিক চিকিৎসা নিতে আসেন।
সেবা নিতে আসা উপজেলার গলাকাটার মকলেছ বলেন, ‘ভ্যান থেকে পড়ে আমার পা মচকে যায়। অনেক ওষুধ খেয়েছি, ভালো হয় না। ডাক্তার দেখে বলে প্লাস্টার করতে হবে। এতে সব মিলে ৭ হাজার টাকা প্রয়োজন। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাব। পরে এ হাসপাতালে ডাক্তার দেখিয়ে ওষুধের দোকান থেকে ২১০ টাকায় তিনটা প্লাস্টার কিনে ডাক্তারকে দেই।’
হাসপাতালের চিকিৎসক, নার্স ও অফিস কর্মচারীদের সার্বিক সহযোগিতায় এমন সফলতার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাধারণত গ্রামের অভাবী ও গরিব মানুষেরাই বেশি আসেন। তাঁরা তেমন জটিল রোগ নিয়ে নয়, সাধারণত মাথাব্যথা, সর্দি-জ্বর, কাশি, আমাশয় ইত্যাদি কারণেই আসেন। প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দিলে এসব রোগ সারানো যায়। এ পেশায় থেকে প্রতিনিয়ত তাঁদের সেবা দিতে চান তিনি।
চিকিৎসাসেবার মান উন্নয়ন ও সার্বিক বিষয় জরিপে জয়পুরহাটের পাঁচবিবির মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন দেশসেরার তালিকায় জায়গা পেয়েছে। স্বাস্থ্য বিভাগের এ মাসের জরিপে দেশে ৪৮২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সমান (৭৬.৬৪) নম্বর পেয়ে মহিপুরসহ সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে প্রথম স্থান অর্জন করে। মহিপুর সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যৌথভাবে প্রথম হলেও, রাজশাহী বিভাগে এককভাবে প্রথম। এর আগে এ কমপ্লেক্সটি ২৮৩তম এবং সর্বশেষ ১৩৩তম অবস্থানে ছিল।
সফলতার তথ্য অনুসন্ধানে ৫০ শয্যার এ হাসপাতালের রেজিস্টারে দেখা যায়, আগে গড়ে প্রতিদিন ৮ থেকে ১০ জন রোগী ভর্তি থাকতেন। জরুরি ও বহির্বিভাগে প্রতিদিন সর্বোচ্চ ২০০ রোগী প্রাথমিক সেবা নিতেন। পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে অনেক রোগী অন্যত্র চলে যেতেন।
এখন হাসপাতালের জরুরি, বহির্বিভাগ ও ভর্তি হওয়া রোগীদের চিকিৎসার জন্য বাইরে থেকে কোনো ওষুধ কিনতে হয় না। রোগীদের চিকিৎসার জন্য এখন হাসপাতাল থেকেই সব প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। এসব কারণে এখন গড়ে প্রতিদিন ১২০ থেকে ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি থাকেন। জরুরি ও বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ রোগী প্রাথমিক চিকিৎসা নিতে আসেন।
সেবা নিতে আসা উপজেলার গলাকাটার মকলেছ বলেন, ‘ভ্যান থেকে পড়ে আমার পা মচকে যায়। অনেক ওষুধ খেয়েছি, ভালো হয় না। ডাক্তার দেখে বলে প্লাস্টার করতে হবে। এতে সব মিলে ৭ হাজার টাকা প্রয়োজন। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাব। পরে এ হাসপাতালে ডাক্তার দেখিয়ে ওষুধের দোকান থেকে ২১০ টাকায় তিনটা প্লাস্টার কিনে ডাক্তারকে দেই।’
হাসপাতালের চিকিৎসক, নার্স ও অফিস কর্মচারীদের সার্বিক সহযোগিতায় এমন সফলতার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাধারণত গ্রামের অভাবী ও গরিব মানুষেরাই বেশি আসেন। তাঁরা তেমন জটিল রোগ নিয়ে নয়, সাধারণত মাথাব্যথা, সর্দি-জ্বর, কাশি, আমাশয় ইত্যাদি কারণেই আসেন। প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দিলে এসব রোগ সারানো যায়। এ পেশায় থেকে প্রতিনিয়ত তাঁদের সেবা দিতে চান তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে