কবুতর প্রতিযোগিতায় সেরা, আয়ও ভালো

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২২, ০৭: ৪৮

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া গ্রামের মুজিবুর রহমান প্রায় ছয় বছর ধরে কবুতর লালন-পালন করছেন। বর্তমানে ৪০ জোড়ার ওপরে কবুতর রয়েছে। তাঁর সবগুলো কবুতরই রেসার প্রজাতির। এ কবুতর তিনি বিক্রির পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিয়েও জেতেন আর্থিক পুরস্কার। শখের বশে কবুতর পালন করে এখন স্বাবলম্বী হয়ে উঠেছেন মুজিবুর।

মুজিবুর রহমান বলেন, ‘মোট ৪০ জোড়ার ওপরে কবুতর রয়েছে আমার কাছে। যার বর্তমান বাজারমূল্য ২ লাখ টাকার বেশি। ছয় বছর ধরে কবুতর লালন-পালন করছি। কবুতর পালন করতে প্রতি মাসে ৫ হাজার টাকার মতো খরচ হয়। খরচ বাদ দিয়ে কবুতর পালন করে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় হয়।’

মুজিবুর আরও বলেন, ‘কবুতরের প্রতিযোগিতা অংশগ্রহণ থেকেও বাড়তি কিছু আয় করি। আমি যে কবুতরগুলো পালন করি, তার নাম হচ্ছে রেসার কবুতর। আমার পালা কবুতর থেকে বিভিন্ন এলাকায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। প্রায় সব প্রতিযোগিতায় আমার কবুতর অংশগ্রহণ করে।’

শৌখিন এ কবুতর পালনকারী বলেন, ‘এ পর্যন্ত আমি আমার কবুতর দিয়ে ৩৫টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। প্রায় সব কটি প্রতিযোগিতায় আমার কবুতর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় যেকোনো একটি অবস্থানে থাকে।’

কাপাসিয়া উপজেলার বল খেলাবাজারে বিএমআরপিসি নামের কবুতর প্রতিযোগিতার একটি সমিতি গঠন করা হয়েছে। এর সভাপতি হোমিও চিকিৎসক মুমেন আকন্দ বলেন, ‘গত বছর আমাদের সমিতিটি করা হয়। সমিতি গঠনের পরে আমরা স্বল্প পরিসরে কিছু প্রতিযোগিতার আয়োজন করি। শেষ প্রতিযোগিতায় প্রথম হয় মতিউর রহমান দ্বিতীয় হয় মুজিবুর রহমান আর তৃতীয় হই আমি।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া বলেন, ‘কবুতর পালন করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। তবে একটি ব্যতিক্রমী হচ্ছে কবুতরের প্রতিযোগিতা করে অর্থ আয় করা। তাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা করব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত