কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকায় একটি রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানার বর্জ্য ফেলা হচ্ছে গোগালীছড়া পাহাড়ি ছড়ায়। ফলে ওই বিষাক্ত বর্জ্য ছড়ার পানির সঙ্গে মিশে হাকালুকি হাওরে গিয়ে পড়ছে। এতে ছড়ার পানিতে থাকা মাছ ও হাঁস মরে দুর্গন্ধে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।
স্থানীয়রা কারখানাটি সেখান থেকে অন্যত্র স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। মৌলভীবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এ কর্মস্থলে আমি নতুন দায়িত্ব নিয়েছি। তাই বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখব।’
স্থানীয়রা জানান, ২০২১ সালে কুলাউড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে গোগালী ছড়ার পাড় ঘেঁষে ন্যাশনাল লোটেক্স অ্যান্ড এগ্রো কেমিক্যাল নামে একটি রাবার প্রক্রিয়াজাত কারখানা স্থাপন করা হয়।
কারখানাটিতে রাবার প্রক্রিয়াজাত করার সময় বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই গন্ধ যখন মানুষের নাকে লাগে তখন বমির উপক্রম হয়। ঘরবাড়িতে থাকা যায় না দুর্গন্ধে।
এ ছাড়া কারখানার বিষাক্ত বর্জ্য ওই এলাকা দিয়ে প্রবাহিত পাহাড়ি ছড়ার পানির সঙ্গে হাকালুকি হাওরে গিয়ে মিশেছে। কারণ কারখানার কেমিক্যালযুক্ত বর্জ্য পাইপ দিয়ে ফেলা হয় গোগালীছড়ায়।
এতে দূষিত হয়ে পড়ছে ছড়ার পানি। গত দেড় মাসে ছড়ার দূষিত পানিতে এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ২০টি, কদর আলীর ২৩টি ও কামরুল ইসলামের ২৮টি হাঁস মারা যায়।
ন্যাশনাল লোটেক্স অ্যান্ড এগ্রো কেমিক্যালের প্রধান উদ্যোক্তা মো. রিয়াদ জানান, পৌরসভার ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়েই ব্যবসা শুরু করেছেন।
তিনি আরও বলেন, নদীর দুই কূলে মানুষ খোলা পায়খানা স্থাপন করে রেখেছে। এ কারণে দুর্গন্ধ আর ছড়ার পানি দূষিত হচ্ছে। একটি পক্ষ তাদের হয়রানির উদ্দেশ্যে এসব অভিযোগ করছে বলে জানান তিনি।
মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকায় একটি রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানার বর্জ্য ফেলা হচ্ছে গোগালীছড়া পাহাড়ি ছড়ায়। ফলে ওই বিষাক্ত বর্জ্য ছড়ার পানির সঙ্গে মিশে হাকালুকি হাওরে গিয়ে পড়ছে। এতে ছড়ার পানিতে থাকা মাছ ও হাঁস মরে দুর্গন্ধে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।
স্থানীয়রা কারখানাটি সেখান থেকে অন্যত্র স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। মৌলভীবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এ কর্মস্থলে আমি নতুন দায়িত্ব নিয়েছি। তাই বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখব।’
স্থানীয়রা জানান, ২০২১ সালে কুলাউড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে গোগালী ছড়ার পাড় ঘেঁষে ন্যাশনাল লোটেক্স অ্যান্ড এগ্রো কেমিক্যাল নামে একটি রাবার প্রক্রিয়াজাত কারখানা স্থাপন করা হয়।
কারখানাটিতে রাবার প্রক্রিয়াজাত করার সময় বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই গন্ধ যখন মানুষের নাকে লাগে তখন বমির উপক্রম হয়। ঘরবাড়িতে থাকা যায় না দুর্গন্ধে।
এ ছাড়া কারখানার বিষাক্ত বর্জ্য ওই এলাকা দিয়ে প্রবাহিত পাহাড়ি ছড়ার পানির সঙ্গে হাকালুকি হাওরে গিয়ে মিশেছে। কারণ কারখানার কেমিক্যালযুক্ত বর্জ্য পাইপ দিয়ে ফেলা হয় গোগালীছড়ায়।
এতে দূষিত হয়ে পড়ছে ছড়ার পানি। গত দেড় মাসে ছড়ার দূষিত পানিতে এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ২০টি, কদর আলীর ২৩টি ও কামরুল ইসলামের ২৮টি হাঁস মারা যায়।
ন্যাশনাল লোটেক্স অ্যান্ড এগ্রো কেমিক্যালের প্রধান উদ্যোক্তা মো. রিয়াদ জানান, পৌরসভার ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়েই ব্যবসা শুরু করেছেন।
তিনি আরও বলেন, নদীর দুই কূলে মানুষ খোলা পায়খানা স্থাপন করে রেখেছে। এ কারণে দুর্গন্ধ আর ছড়ার পানি দূষিত হচ্ছে। একটি পক্ষ তাদের হয়রানির উদ্দেশ্যে এসব অভিযোগ করছে বলে জানান তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে