সাখাওয়াত ফাহাদ, ঢাকা
বসন্তের আগমনে বিদায় নিচ্ছে শীত। তার ছোঁয়া লেগেছে বইমেলাতেও। বসন্তের কবিতা নিয়ে বইমেলায় হাজির হয়েছেন শতাধিক তরুণ কবি। তাঁদের কবিতার ছন্দে উত্তাল বইমেলা। মেলার প্রায় প্রতিটি স্টলে রয়েছে কবিতার বই। অনেক স্টলে বইয়ের সঙ্গে আছেন কবিরাও। গত নয় দিনে মেলায় ২১৬টি নতুন কবিতার বই প্রকাশিত হয়েছে।
এবারের মেলায় তরুণ কবিদের বই এসেছে বেশি। তাঁদের ভাবনা ও প্রকাশের আঙ্গিকে আছে নতুনত্ব। আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সামসাদ ফেরদৌসীর কবিতার বই ‘স্বপ্ন বুনন’, অন্যপ্রকাশ প্রকাশ করেছে বিথী রহমানের ‘কেঁদে যায় বিকেলের শরীর’, সময় প্রকাশনী প্রকাশ করেছে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ‘প্রেমের কবিতা’। এই তিনটি কবিতার বই বিক্রি হচ্ছে বেশি।
গ্রন্থিক প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তরুণ কবি শাহির খানের কবিতার বই ‘চিলতে রোদ’। কৈশোর প্রেমের অনুভূতি প্রসঙ্গে কবি লিখেছেন, ‘যতবার তোমার নাম শুনি, ততবার কিয়ামত আসে ভিতরে।’ শাহির খান জানিয়েছেন, কৈশোরের প্রেমের ভেতর দিয়ে আমরা সবাই গিয়েছি। খুব সম্ভবত পৃথিবীতে সুন্দর সময় সেটি। পৃথিবীর আর কোনো ‘হারাম’ মনে হয় এত পবিত্র আর মিষ্টি নয়।
চন্দ্রবিন্দু প্রকাশনীতে দেখা হলো আরেক তরুণ কবি ইয়ার খানের সঙ্গে। ‘আকণ্ঠ পিয়া মর্সিয়া’ তাঁর নতুন কবিতার বই। বই প্রসঙ্গে কবি ইয়ার খান বলেন, ‘আমি ও আমার একাধিক দ্বন্দ্বের সাধনা এই বই। জীবন ও সংঘাতের যে অনিশ্চিত মাধুর্য তা তুলে ধরতে চেয়েছি।’ কবিতার দুটি লাইন শুনিয়ে তিনি বলেন, ‘ইভেন যতবার হয়েছি ঘাস, তুমি হাই হিলে হেঁটে কোরেছো সর্বনাশ।’
ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন ভিজ্যুয়াল মিডিয়ার বড় সমস্যা হচ্ছে, মানুষের কল্পনাশক্তিকে অবদমিত করা। এই বিশ্বায়ন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়ে থেকেও যেসব তরুণ নিজেদের কল্পনাকে কাগজে মলাটবদ্ধ করে কবিতার ফ্রেমে নিয়ে আসছেন, তাঁরা মূলত একটা বিদ্রোহও করছেন কল্পনার পক্ষে। যোগাযোগ, আধুনিকতা ও বিশ্বায়নের জটিল যুগে তরুণ কবিরা এখনো কল্পনা, চিন্তা ও ভাবনার সমন্বয়ে নিজেদের অভিব্যক্তি বইয়ের মলাটে বাঁধার চেষ্টা করছেন। এমনটাই মনে করেন তরুণ কবি সৈকত আমীন।
মেলার নবম দিনে নতুন বই এসেছে ১২৩টি। এর মধ্যে ৪৮টি কবিতার বই ছাড়াও ২৫টি উপন্যাস ও ২২টি গল্পের বই রয়েছে। এগুলোর মধ্যে অনিন্দ্য প্রকাশ প্রকাশিত আরকান ফয়সালের ক্রাইম থিলার ‘ডার্ক কিলার’, চলন্তিকা প্রকাশিত পুলক আহমেদের কাব্যগ্রন্থ ‘আত্মকেন্দ্রিক’, সুচয়নী পাবলিশার্স প্রকাশিত মামুনুর রশীদের গল্প ‘ছেলেবেলার কথা’ উল্লেখযোগ্য।
বসন্তের আগমনে বিদায় নিচ্ছে শীত। তার ছোঁয়া লেগেছে বইমেলাতেও। বসন্তের কবিতা নিয়ে বইমেলায় হাজির হয়েছেন শতাধিক তরুণ কবি। তাঁদের কবিতার ছন্দে উত্তাল বইমেলা। মেলার প্রায় প্রতিটি স্টলে রয়েছে কবিতার বই। অনেক স্টলে বইয়ের সঙ্গে আছেন কবিরাও। গত নয় দিনে মেলায় ২১৬টি নতুন কবিতার বই প্রকাশিত হয়েছে।
এবারের মেলায় তরুণ কবিদের বই এসেছে বেশি। তাঁদের ভাবনা ও প্রকাশের আঙ্গিকে আছে নতুনত্ব। আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সামসাদ ফেরদৌসীর কবিতার বই ‘স্বপ্ন বুনন’, অন্যপ্রকাশ প্রকাশ করেছে বিথী রহমানের ‘কেঁদে যায় বিকেলের শরীর’, সময় প্রকাশনী প্রকাশ করেছে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ‘প্রেমের কবিতা’। এই তিনটি কবিতার বই বিক্রি হচ্ছে বেশি।
গ্রন্থিক প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তরুণ কবি শাহির খানের কবিতার বই ‘চিলতে রোদ’। কৈশোর প্রেমের অনুভূতি প্রসঙ্গে কবি লিখেছেন, ‘যতবার তোমার নাম শুনি, ততবার কিয়ামত আসে ভিতরে।’ শাহির খান জানিয়েছেন, কৈশোরের প্রেমের ভেতর দিয়ে আমরা সবাই গিয়েছি। খুব সম্ভবত পৃথিবীতে সুন্দর সময় সেটি। পৃথিবীর আর কোনো ‘হারাম’ মনে হয় এত পবিত্র আর মিষ্টি নয়।
চন্দ্রবিন্দু প্রকাশনীতে দেখা হলো আরেক তরুণ কবি ইয়ার খানের সঙ্গে। ‘আকণ্ঠ পিয়া মর্সিয়া’ তাঁর নতুন কবিতার বই। বই প্রসঙ্গে কবি ইয়ার খান বলেন, ‘আমি ও আমার একাধিক দ্বন্দ্বের সাধনা এই বই। জীবন ও সংঘাতের যে অনিশ্চিত মাধুর্য তা তুলে ধরতে চেয়েছি।’ কবিতার দুটি লাইন শুনিয়ে তিনি বলেন, ‘ইভেন যতবার হয়েছি ঘাস, তুমি হাই হিলে হেঁটে কোরেছো সর্বনাশ।’
ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন ভিজ্যুয়াল মিডিয়ার বড় সমস্যা হচ্ছে, মানুষের কল্পনাশক্তিকে অবদমিত করা। এই বিশ্বায়ন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়ে থেকেও যেসব তরুণ নিজেদের কল্পনাকে কাগজে মলাটবদ্ধ করে কবিতার ফ্রেমে নিয়ে আসছেন, তাঁরা মূলত একটা বিদ্রোহও করছেন কল্পনার পক্ষে। যোগাযোগ, আধুনিকতা ও বিশ্বায়নের জটিল যুগে তরুণ কবিরা এখনো কল্পনা, চিন্তা ও ভাবনার সমন্বয়ে নিজেদের অভিব্যক্তি বইয়ের মলাটে বাঁধার চেষ্টা করছেন। এমনটাই মনে করেন তরুণ কবি সৈকত আমীন।
মেলার নবম দিনে নতুন বই এসেছে ১২৩টি। এর মধ্যে ৪৮টি কবিতার বই ছাড়াও ২৫টি উপন্যাস ও ২২টি গল্পের বই রয়েছে। এগুলোর মধ্যে অনিন্দ্য প্রকাশ প্রকাশিত আরকান ফয়সালের ক্রাইম থিলার ‘ডার্ক কিলার’, চলন্তিকা প্রকাশিত পুলক আহমেদের কাব্যগ্রন্থ ‘আত্মকেন্দ্রিক’, সুচয়নী পাবলিশার্স প্রকাশিত মামুনুর রশীদের গল্প ‘ছেলেবেলার কথা’ উল্লেখযোগ্য।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে