সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে সেলুন গড়ে উঠেছে গ্রাম-গঞ্জের বিভিন্ন হাট-বাজারে। দেশের অনেক এলাকার মতো মানিকগঞ্জের সাটুরিয়াতেও এখন পিঁড়িতে বসে নরসুন্দরদের কাজ করা আর দেখা যায় না বললেই চলে। তবুও যাঁরা পুঁজির অভাবে সেলুন দিতে পারেননি তাঁরা টিকিয়ে রেখেছেন সে ঐতিহ্য। তবে ঐতিহ্য টিকলেও কষ্ট ঘুচছে না তাঁদের।
পিঁড়িতে বসে কাজ করা নরসুন্দরেরা প্রতিদিন খুবই অল্প টাকা আয় করতে পারেন। এ টাকা দিয়েই চালান সংসার। ঠিকঠাক করাতে পারেন না নিজেদের চিকিৎসাও। সেলুন দিতে পারলে অর্থকষ্ট কমত বলে জানান একাধিক নরসুন্দর।
গতকাল বৃহস্পতিবার সাটুরিয়া হাটে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে পরান শীল, নিমাই শীল ও গোপি শীল পাশাপাশি লাইন ধরে বসে আছেন চুল কাটার জন্য। হতদরিদ্র শ্রেণির লোকজন গ্রাম থেকে চুল কাটতে তাঁদের কাছে আসেন। চুল কাটতে ২০ টাকা ও শেভ করত ১০ টাকা নেন বলে জানান তাঁরা।
চুল কাটতে আসা কৃষক জলিল মিয়া বলেন, ‘ভালো সেলুনে চুল কাটাতে লাগে ৫০ টাকা আর এখানে লাগে ২০ টাকা। তাই এখানে চুল কাটতে আইছি।’
কথা হয় নিমাই শীলের সঙ্গে। তিনি বলেন, ৫০ বছর যাবৎ নরসুন্দরের কাজ করছেন। প্রথম জীবনে এক টাকায় চুল ও পঞ্চাশ পয়সায় শেভ করেছেন। তখন ওই টাকায় সংসার ভালোই চলত কিন্তু বর্তমানে ২০ টাকায় চুল ও ১০ টাকায় শেভ করেও সারা দিনে যে টাকা পান, তা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয় বলে জানান।
নরসুন্দর গোপি শীল বলেন, ৪৫ বছর ধরে এ কাজ করছেন। বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে সবকিছুর পরিবর্তন হওয়ায় চুল ও দাঁড়ি কাটার সরঞ্জাম ও যন্ত্রপাতিরও পরিবর্তন এসেছে। আধুনিক সেলুনগুলোতে এখন আর শান দেওয়া ক্ষুর নেই। এর বদলে এসেছে ব্লেড। এসেছে শেভিং ক্রিম, ফোম, উন্নতমানের লোশন।
গোপি শীল বলেন, ‘যখন আমরা এ কাজ শুরু করি তখন এসব ছিল কল্পনার বাইরে। প্রতিদিন যা উপার্জন করি তা দিয়ে কোনো মতে সংসার চলে। কেউ পুঁজি দিয়ে সাহায্য করলে আমাদেরও ভাগ্য বদলে যেত।’
আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে সেলুন গড়ে উঠেছে গ্রাম-গঞ্জের বিভিন্ন হাট-বাজারে। দেশের অনেক এলাকার মতো মানিকগঞ্জের সাটুরিয়াতেও এখন পিঁড়িতে বসে নরসুন্দরদের কাজ করা আর দেখা যায় না বললেই চলে। তবুও যাঁরা পুঁজির অভাবে সেলুন দিতে পারেননি তাঁরা টিকিয়ে রেখেছেন সে ঐতিহ্য। তবে ঐতিহ্য টিকলেও কষ্ট ঘুচছে না তাঁদের।
পিঁড়িতে বসে কাজ করা নরসুন্দরেরা প্রতিদিন খুবই অল্প টাকা আয় করতে পারেন। এ টাকা দিয়েই চালান সংসার। ঠিকঠাক করাতে পারেন না নিজেদের চিকিৎসাও। সেলুন দিতে পারলে অর্থকষ্ট কমত বলে জানান একাধিক নরসুন্দর।
গতকাল বৃহস্পতিবার সাটুরিয়া হাটে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে পরান শীল, নিমাই শীল ও গোপি শীল পাশাপাশি লাইন ধরে বসে আছেন চুল কাটার জন্য। হতদরিদ্র শ্রেণির লোকজন গ্রাম থেকে চুল কাটতে তাঁদের কাছে আসেন। চুল কাটতে ২০ টাকা ও শেভ করত ১০ টাকা নেন বলে জানান তাঁরা।
চুল কাটতে আসা কৃষক জলিল মিয়া বলেন, ‘ভালো সেলুনে চুল কাটাতে লাগে ৫০ টাকা আর এখানে লাগে ২০ টাকা। তাই এখানে চুল কাটতে আইছি।’
কথা হয় নিমাই শীলের সঙ্গে। তিনি বলেন, ৫০ বছর যাবৎ নরসুন্দরের কাজ করছেন। প্রথম জীবনে এক টাকায় চুল ও পঞ্চাশ পয়সায় শেভ করেছেন। তখন ওই টাকায় সংসার ভালোই চলত কিন্তু বর্তমানে ২০ টাকায় চুল ও ১০ টাকায় শেভ করেও সারা দিনে যে টাকা পান, তা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয় বলে জানান।
নরসুন্দর গোপি শীল বলেন, ৪৫ বছর ধরে এ কাজ করছেন। বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে সবকিছুর পরিবর্তন হওয়ায় চুল ও দাঁড়ি কাটার সরঞ্জাম ও যন্ত্রপাতিরও পরিবর্তন এসেছে। আধুনিক সেলুনগুলোতে এখন আর শান দেওয়া ক্ষুর নেই। এর বদলে এসেছে ব্লেড। এসেছে শেভিং ক্রিম, ফোম, উন্নতমানের লোশন।
গোপি শীল বলেন, ‘যখন আমরা এ কাজ শুরু করি তখন এসব ছিল কল্পনার বাইরে। প্রতিদিন যা উপার্জন করি তা দিয়ে কোনো মতে সংসার চলে। কেউ পুঁজি দিয়ে সাহায্য করলে আমাদেরও ভাগ্য বদলে যেত।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে