কয়রা (খুলনা) প্রতিনিধি
সুন্দরবনে অবৈধভাবে পারশে মাছের পোনা আহরণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জেলেদের। সুন্দরবনে প্রবেশের অপেক্ষায় রয়েছেন এসব জেলেরা। এ ব্যাপারে বন বিভাগের সঙ্গে যাবতীয় চুক্তি সেরে ফেলেছেন তাঁরা।
টোকেন সংগ্রহ করে সুন্দরবনে প্রবেশের অপেক্ষায় থাকা জেলেদের মাধ্যমে জানা গেছে, সুন্দরবনে প্রবেশের জন্য প্রতিটি ট্রলার মালিককে প্রবেশের অনুমতি পেতে আগাম দিতে হবে ১ লাখ টাকা। তার পরে টোকেন সংগ্রহ করতে হবে পোনা আহরণকারীদের। পুরো মৌসুম এই টোকেনের মাধ্যমে লেনদেন হবে টাকা। প্রতিবার (প্রতি টিপে) পারশে মাছের পোনা নিয়ে লোকালয়ে প্রবেশ করলে তাদের দিতে হবে আরও ২০ থেকে ২৫ হাজার টাকা। ।
জানা গেছে, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদ কয়রা, শ্যামনগর, আশাশুনি, দাকোপ ও পাইকগাছা উপজেলার অনেকে দীর্ঘদিন ধরে পারশের পোনা আহরণের পেশায় জড়িয়ে পড়েছে। বর্তমানে বিভাগীয় বন কর্মকর্তা খুলনাতে যোগদান করার পরে বিগত ২ বছর পোনা আহরণ বন্ধ থাকলেও সম্প্রতি সহ ব্যবস্থাপনা সংগঠনের সাবেক এক নেতা নলিয়ানে গিয়ে কোন কর্মকর্তাকে কোন স্টেশনে রাখতে হবে সেসব চুক্তি সেরে ফেলেছেন।
নাম প্রকাশ না করার শর্তে মহারাজপুর ইউনিয়নের এক পোনা আহরণকারী বলেন, ২০টা বোট সুন্দরবনে প্রবেশ করতে তারা ২০ লাখ টাকা দিতে সম্মত হলেও তাদের চাহিদা ৩০ লাখ টাকা। যে কারণে সুন্দরবনে প্রবেশ করতে একটু দেরি হচ্ছে। এ মুহূর্তে ট্রলারে ক্ষুদ্র ফাঁসের জাল নিয়ে সুন্দরবন অভ্যন্তরে প্রবেশের অপেক্ষায় রয়েছে পোনা আহরণকারী জেলে বহর। তাদের ২০-২৫ জনের প্রতিটি বহরে (দলে) রয়েছে দুটি দ্রুতিগামী ট্রলার, তিন-চার সেট ক্ষুদ্র ফাঁসের জাল এবং প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামাদি।
পোনাআহরনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগীয় বন কর্মকর্তার দপ্তর থেকে সাদা মাছ পরিবহনের জন্য বন অভ্যন্তরে ট্রলার প্রবেশের অনুমতি নিয়ে আসে তারা। ওই অনুমতি পত্র নিয়ে স্থানীয় ফরেস্ট স্টেশন থেকে সাদা মাছ ও কাঁকড়া ধরার পারমিট নিয়ে বনে প্রবেশ করে। টানা তিন-চার মাস এভাবেই চলবে গহীন সুন্দরবনে পারশে মাছের পোনা আহরণের নামে ধ্বংসযজ্ঞ।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় জানান, ডিসেম্বর মাসের শেষ এবং জানুয়ারি মাসের শুরুতেই সুন্দরবনের নদ-নদী ও শাখা উপ শাখায় সাগর থেকে উঠে আসা মা মাছেরা ডিম ছাড়ে। এ সময় নিষিদ্ধ ক্ষুদ্র ফাঁসের জালের সাহায্যে পোনা আহরণের ফলে এক প্রজাতির পোনা আহরণের সময় অনভিজ্ঞ জেলেরা প্রায় একশ’ প্রজাতির অন্যান্য মাছের পোনা নিধন করে। ফলে মৎস্য সম্পদ ও জলজপ্রানী মারাত্মক হুমকিতে থাকে।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মোহসীন হোসেন বলেন, সাদা মাছ ধরার বৈধ পাস পারমিট নিয়ে নিষিদ্ধ ক্ষুদ্র ফাঁসের জাল দিয়ে পোনা নিধন করার কোন সুযোগ নেই। যদি এ ধরনের কোন তৎপরতা লক্ষ করা যায় তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। এ ছাড়া অবৈধ কাজের সঙ্গে বন বিভাগের কারও সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবনে অবৈধভাবে পারশে মাছের পোনা আহরণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জেলেদের। সুন্দরবনে প্রবেশের অপেক্ষায় রয়েছেন এসব জেলেরা। এ ব্যাপারে বন বিভাগের সঙ্গে যাবতীয় চুক্তি সেরে ফেলেছেন তাঁরা।
টোকেন সংগ্রহ করে সুন্দরবনে প্রবেশের অপেক্ষায় থাকা জেলেদের মাধ্যমে জানা গেছে, সুন্দরবনে প্রবেশের জন্য প্রতিটি ট্রলার মালিককে প্রবেশের অনুমতি পেতে আগাম দিতে হবে ১ লাখ টাকা। তার পরে টোকেন সংগ্রহ করতে হবে পোনা আহরণকারীদের। পুরো মৌসুম এই টোকেনের মাধ্যমে লেনদেন হবে টাকা। প্রতিবার (প্রতি টিপে) পারশে মাছের পোনা নিয়ে লোকালয়ে প্রবেশ করলে তাদের দিতে হবে আরও ২০ থেকে ২৫ হাজার টাকা। ।
জানা গেছে, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদ কয়রা, শ্যামনগর, আশাশুনি, দাকোপ ও পাইকগাছা উপজেলার অনেকে দীর্ঘদিন ধরে পারশের পোনা আহরণের পেশায় জড়িয়ে পড়েছে। বর্তমানে বিভাগীয় বন কর্মকর্তা খুলনাতে যোগদান করার পরে বিগত ২ বছর পোনা আহরণ বন্ধ থাকলেও সম্প্রতি সহ ব্যবস্থাপনা সংগঠনের সাবেক এক নেতা নলিয়ানে গিয়ে কোন কর্মকর্তাকে কোন স্টেশনে রাখতে হবে সেসব চুক্তি সেরে ফেলেছেন।
নাম প্রকাশ না করার শর্তে মহারাজপুর ইউনিয়নের এক পোনা আহরণকারী বলেন, ২০টা বোট সুন্দরবনে প্রবেশ করতে তারা ২০ লাখ টাকা দিতে সম্মত হলেও তাদের চাহিদা ৩০ লাখ টাকা। যে কারণে সুন্দরবনে প্রবেশ করতে একটু দেরি হচ্ছে। এ মুহূর্তে ট্রলারে ক্ষুদ্র ফাঁসের জাল নিয়ে সুন্দরবন অভ্যন্তরে প্রবেশের অপেক্ষায় রয়েছে পোনা আহরণকারী জেলে বহর। তাদের ২০-২৫ জনের প্রতিটি বহরে (দলে) রয়েছে দুটি দ্রুতিগামী ট্রলার, তিন-চার সেট ক্ষুদ্র ফাঁসের জাল এবং প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামাদি।
পোনাআহরনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগীয় বন কর্মকর্তার দপ্তর থেকে সাদা মাছ পরিবহনের জন্য বন অভ্যন্তরে ট্রলার প্রবেশের অনুমতি নিয়ে আসে তারা। ওই অনুমতি পত্র নিয়ে স্থানীয় ফরেস্ট স্টেশন থেকে সাদা মাছ ও কাঁকড়া ধরার পারমিট নিয়ে বনে প্রবেশ করে। টানা তিন-চার মাস এভাবেই চলবে গহীন সুন্দরবনে পারশে মাছের পোনা আহরণের নামে ধ্বংসযজ্ঞ।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় জানান, ডিসেম্বর মাসের শেষ এবং জানুয়ারি মাসের শুরুতেই সুন্দরবনের নদ-নদী ও শাখা উপ শাখায় সাগর থেকে উঠে আসা মা মাছেরা ডিম ছাড়ে। এ সময় নিষিদ্ধ ক্ষুদ্র ফাঁসের জালের সাহায্যে পোনা আহরণের ফলে এক প্রজাতির পোনা আহরণের সময় অনভিজ্ঞ জেলেরা প্রায় একশ’ প্রজাতির অন্যান্য মাছের পোনা নিধন করে। ফলে মৎস্য সম্পদ ও জলজপ্রানী মারাত্মক হুমকিতে থাকে।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মোহসীন হোসেন বলেন, সাদা মাছ ধরার বৈধ পাস পারমিট নিয়ে নিষিদ্ধ ক্ষুদ্র ফাঁসের জাল দিয়ে পোনা নিধন করার কোন সুযোগ নেই। যদি এ ধরনের কোন তৎপরতা লক্ষ করা যায় তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। এ ছাড়া অবৈধ কাজের সঙ্গে বন বিভাগের কারও সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে