সাহিদ রহমান অরিন, ঢাকা
দীর্ঘ সময় প্রধান কোচের পদে থাকাদের তালিকার ছয়ে আছেন গ্রাহাম পটার। তবে ইংলিশদের মধ্যে তিনিই সবচেয়ে পুরোনো। ২০১৯ সালে তাঁকে নিয়োগ দেয় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি। গতকাল তাঁর দল টটেনহামকে হারিয়েছে ১-০ গোলে। বিবিসির মতে, বর্তমানে সবচেয়ে সুসংগঠিত ইংলিশ কোচ হওয়ার পথে আছেন ৪৬ বছর বয়সী পটার।
লিভারপুল দায়িত্বে: ৬ বছর ১৯১ দিন
বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় বলে ২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের কোচ হয়ে আসেন ইয়ুর্গেন ক্লপ। দলটিকে সম্ভাব্য সব শিরোপা এনে দেওয়ায় ‘জার্মান জাদুকরের’ সঙ্গে তিন দফা চুক্তি বাড়িয়েছে ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি। ২০২৪ সালের জুনে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে ক্লপের। গুঞ্জন আছে, আর চুক্তি নবায়ন করবেন না তিনি। ফিরবেন পুরোনো ঠিকানা ডর্টমুন্ডে।
ম্যানচেস্টার সিটি দায়িত্বে: ৫ বছর ২৯০ দিন
সবচেয়ে বেশি সময় দায়িত্বে থাকার নিরিখে দুইয়ে আছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ ২০১৬ সালের জুলাই থেকে আছেন ইতিহাদে। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারাবাও (লিগ) কাপ ও কমিউনিটি শিল্ড—ক্লাবকে সব ঘরোয়া শিরোপা এনে দিয়েছেন ৫১ বছর বয়সী কোচ। কদিন আগে খবর বেরিয়েছিল, সিটির পাট চুকিয়ে ব্রাজিলের দায়িত্ব নেবেন গার্দিওলা। তবে এটিকে ‘স্রেফ গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
ব্রেন্টফোর্ড দায়িত্বে: ৩ বছর ১৮৩ দিন
ক্লপ-গার্দিওলার পরেই আছেন থমাস ফ্রাঙ্ক। ব্রেন্টফোর্ডের এই ড্যানিশ কোচের নাম দামিদের তালিকায় না থাকলেও দলের কাছে হয়ে থাকবেন চিরস্মরণীয়। লন্ডনের ক্লাবটি যে ৭৪ বছর পর প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছে তাঁরই দূরদর্শী কোচিংয়ে। দুই বছর ডিন স্মিথের ডেপুটি হিসেবে কাজ করেছেন ফ্রাঙ্ক। ২০১৮ সালে স্মিথের স্থলাভিষিক্ত হন তিনি। তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হবে ২০২৫ সালে।
সাউদাম্পটন দায়িত্বে: ৩ বছর ১৩২ দিন
ছোট দলের কোচ হলেও সব সময় বড় স্বপ্ন দেখেন রাল্ফ হাসেনহাটল। ২০১৮ সালে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগে তোলার কারিগর এই অস্ট্রিয়ান। তখনই সাউদাম্পটনের নজরে আসেন তিনি। সে বছরই হাসেনহাটলকে কোচ করে আনে ইংলিশ ক্লাবটি। কম বাজেটের দল নিয়েও প্রিমিয়ার লিগে জায়গা ধরে রেখেছে তাঁর দল। ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ ফুরোবে তাঁর।
লেস্টার সিটি দায়িত্বে: ৩ বছর ৪৯ দিন
ঘন ঘন ক্লাব বদলানো কোচদের তালিকা করলে নিশ্চিতভাবেই ব্রেন্ডান রজার্সের নাম থাকার কথা। চেলসি ও লিভারপুলের সাবেক এই কোচ এখন থিতু হয়েছেন লেস্টার সিটিকে। দলটিকে গত বছর এনে দিয়েছেন এফএ কাপ ও কমিউনিটি শিল্ডের শিরোপা। এ বছর ক্লাবকে তুলেছেন উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালে। আরও সাফল্য এনে দিতে পারলে ২০২৫ সালের জুন পর্যন্ত লেস্টারে থাকছেন রজার্স।
ব্রাইটন অ্যান্ড হোভ দায়িত্বে: ২ বছর ৩৩২ দিন
দীর্ঘ সময় প্রধান কোচের পদে থাকাদের তালিকার ছয়ে আছেন গ্রাহাম পটার। তবে ইংলিশদের মধ্যে তিনিই সবচেয়ে পুরোনো। ২০১৯ সালে তাঁকে নিয়োগ দেয় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি। গতকাল তাঁর দল টটেনহামকে হারিয়েছে ১-০ গোলে। বিবিসির মতে, বর্তমানে সবচেয়ে সুসংগঠিত ইংলিশ কোচ হওয়ার পথে আছেন ৪৬ বছর বয়সী পটার।
দীর্ঘ সময় প্রধান কোচের পদে থাকাদের তালিকার ছয়ে আছেন গ্রাহাম পটার। তবে ইংলিশদের মধ্যে তিনিই সবচেয়ে পুরোনো। ২০১৯ সালে তাঁকে নিয়োগ দেয় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি। গতকাল তাঁর দল টটেনহামকে হারিয়েছে ১-০ গোলে। বিবিসির মতে, বর্তমানে সবচেয়ে সুসংগঠিত ইংলিশ কোচ হওয়ার পথে আছেন ৪৬ বছর বয়সী পটার।
লিভারপুল দায়িত্বে: ৬ বছর ১৯১ দিন
বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় বলে ২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের কোচ হয়ে আসেন ইয়ুর্গেন ক্লপ। দলটিকে সম্ভাব্য সব শিরোপা এনে দেওয়ায় ‘জার্মান জাদুকরের’ সঙ্গে তিন দফা চুক্তি বাড়িয়েছে ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি। ২০২৪ সালের জুনে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে ক্লপের। গুঞ্জন আছে, আর চুক্তি নবায়ন করবেন না তিনি। ফিরবেন পুরোনো ঠিকানা ডর্টমুন্ডে।
ম্যানচেস্টার সিটি দায়িত্বে: ৫ বছর ২৯০ দিন
সবচেয়ে বেশি সময় দায়িত্বে থাকার নিরিখে দুইয়ে আছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ ২০১৬ সালের জুলাই থেকে আছেন ইতিহাদে। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারাবাও (লিগ) কাপ ও কমিউনিটি শিল্ড—ক্লাবকে সব ঘরোয়া শিরোপা এনে দিয়েছেন ৫১ বছর বয়সী কোচ। কদিন আগে খবর বেরিয়েছিল, সিটির পাট চুকিয়ে ব্রাজিলের দায়িত্ব নেবেন গার্দিওলা। তবে এটিকে ‘স্রেফ গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
ব্রেন্টফোর্ড দায়িত্বে: ৩ বছর ১৮৩ দিন
ক্লপ-গার্দিওলার পরেই আছেন থমাস ফ্রাঙ্ক। ব্রেন্টফোর্ডের এই ড্যানিশ কোচের নাম দামিদের তালিকায় না থাকলেও দলের কাছে হয়ে থাকবেন চিরস্মরণীয়। লন্ডনের ক্লাবটি যে ৭৪ বছর পর প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছে তাঁরই দূরদর্শী কোচিংয়ে। দুই বছর ডিন স্মিথের ডেপুটি হিসেবে কাজ করেছেন ফ্রাঙ্ক। ২০১৮ সালে স্মিথের স্থলাভিষিক্ত হন তিনি। তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হবে ২০২৫ সালে।
সাউদাম্পটন দায়িত্বে: ৩ বছর ১৩২ দিন
ছোট দলের কোচ হলেও সব সময় বড় স্বপ্ন দেখেন রাল্ফ হাসেনহাটল। ২০১৮ সালে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগে তোলার কারিগর এই অস্ট্রিয়ান। তখনই সাউদাম্পটনের নজরে আসেন তিনি। সে বছরই হাসেনহাটলকে কোচ করে আনে ইংলিশ ক্লাবটি। কম বাজেটের দল নিয়েও প্রিমিয়ার লিগে জায়গা ধরে রেখেছে তাঁর দল। ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ ফুরোবে তাঁর।
লেস্টার সিটি দায়িত্বে: ৩ বছর ৪৯ দিন
ঘন ঘন ক্লাব বদলানো কোচদের তালিকা করলে নিশ্চিতভাবেই ব্রেন্ডান রজার্সের নাম থাকার কথা। চেলসি ও লিভারপুলের সাবেক এই কোচ এখন থিতু হয়েছেন লেস্টার সিটিকে। দলটিকে গত বছর এনে দিয়েছেন এফএ কাপ ও কমিউনিটি শিল্ডের শিরোপা। এ বছর ক্লাবকে তুলেছেন উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালে। আরও সাফল্য এনে দিতে পারলে ২০২৫ সালের জুন পর্যন্ত লেস্টারে থাকছেন রজার্স।
ব্রাইটন অ্যান্ড হোভ দায়িত্বে: ২ বছর ৩৩২ দিন
দীর্ঘ সময় প্রধান কোচের পদে থাকাদের তালিকার ছয়ে আছেন গ্রাহাম পটার। তবে ইংলিশদের মধ্যে তিনিই সবচেয়ে পুরোনো। ২০১৯ সালে তাঁকে নিয়োগ দেয় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি। গতকাল তাঁর দল টটেনহামকে হারিয়েছে ১-০ গোলে। বিবিসির মতে, বর্তমানে সবচেয়ে সুসংগঠিত ইংলিশ কোচ হওয়ার পথে আছেন ৪৬ বছর বয়সী পটার।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে