বছর পাঁচেক পর পশ্চিমবঙ্গের শ্রোতাদের গান শুনিয়ে এলেন নগর বাউল জেমস। ৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত তাঁর এ কনসার্ট নিয়ে ওপারে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সাধারণত সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন না জেমস, তবে এ শো উপলক্ষে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেসব আলাপচারিতায় উঠে এসেছে জেমসের শুরুর দিনগুলো, তাঁর সংগীতভাবনা, বলিউড অধ্যায় থেকে আইয়ুব বাচ্চু প্রসঙ্গ। নতুন প্রজন্মের শিল্পীদের জন্য দিয়েছেন পরামর্শ।
ইদানীং আপনাকে গামছা প্রিন্টের টুপিতে দেখা যাচ্ছে। এটা কি নতুন সংযোজন?
চুল উঠে যাচ্ছে তাই। কী আর করা।
প্রথম ব্যান্ড ফিলিংস আজও আপনার মনের গভীরে রয়েছে কি না?
ওটা শুরু ছিল। ওটা একটা শেখার সময় ছিল। তখন আমরা কাভার মিউজিক করতাম। ক্লাবে বাজাতাম।
রক গান কি শুধুই নতুন প্রজন্ম শুনছে?
নতুন প্রজন্ম বলা যাবে না, বলতে হবে ইয়াং জেনারেশন। আমার মনে হয়, রকটা তারা (বেশি শোনে)। তবে এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমার বয়সী মানুষকেও দেখি মাঝে মাঝে (কনসার্টে)। যখন আমরা শুরু করেছিলাম, তখন তারা ইয়াং ছিল। মাঝে মাঝে তারা অতীতকে মনে করার জন্য আসে।
বলিউডে আর গাইলেন না কেন? মাতৃভূমি ছেড়ে থাকতে হবে বলে?
এটা একটা কারণ। তবে আরেকটা কারণও আছে। যে সময়, যে বয়সে আমাকে ডাকা হয়েছিল (বলিউডে), তখন (হিন্দি ভাষা নিয়ে) আরও চর্চা করা বা ওই এনার্জিটা ছিল না। আমি ফ্রি ফর্ম মিউজিক করি। বলিউডে মিউজিক করতে হলে তোমাকে সেইভাবে প্রিপার করতে হবে নিজেকে।
কলকাতার কোন শিল্পীদের পছন্দ করেন?
ফসিলসের রূপম ইসলাম অনেক প্রিয়। চন্দ্রবিন্দু শোনা হয়েছে। আরও আগে কবীর সুমন ও অঞ্জন দত্তের গান শুনেছি। এ রকম অনেকে আছে।
তারপর বাংলাদেশে আজম খান, আইয়ুব বাচ্চু। মাকসুদ আছে। মাইলস আছে। ইন্সপিরেশন এসেছে এদের কাছ থেকে।
প্রেম নাকি বিরহ?
প্রেম না থাকলে তো গান হবে না। প্রেম থাকতেই হবে। প্রেম ছাড়া সংগীত বা কোনো সৃষ্টি হতেই পারে না।
প্রয়াত রকতারকা আইয়ুব বাচ্চুর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। তাঁকে নিয়ে কী বলবেন?
উনার ব্যাপারটা আমি আলোচনা করতে চাই না। কারণ উনি এখনো জীবিত আমার কাছে। আমার মনে হয়, হয়তো সন্ধ্যায় আবার উনি ফোন দিয়ে বসবেন। আমি চাই-ই না ওই ব্যাপারটা মাথায় রাখতে যে উনি নাই। এটা আমাকে ডিস্টার্ব করে।
নতুন প্রজন্মের শিল্পীদের জন্য কী পরামর্শ দেবেন?
জাস্ট গান করে যেতে হবে। লাইভ করো, মঞ্চ, মঞ্চ এবং মঞ্চ...
বছর পাঁচেক পর পশ্চিমবঙ্গের শ্রোতাদের গান শুনিয়ে এলেন নগর বাউল জেমস। ৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত তাঁর এ কনসার্ট নিয়ে ওপারে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সাধারণত সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন না জেমস, তবে এ শো উপলক্ষে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেসব আলাপচারিতায় উঠে এসেছে জেমসের শুরুর দিনগুলো, তাঁর সংগীতভাবনা, বলিউড অধ্যায় থেকে আইয়ুব বাচ্চু প্রসঙ্গ। নতুন প্রজন্মের শিল্পীদের জন্য দিয়েছেন পরামর্শ।
ইদানীং আপনাকে গামছা প্রিন্টের টুপিতে দেখা যাচ্ছে। এটা কি নতুন সংযোজন?
চুল উঠে যাচ্ছে তাই। কী আর করা।
প্রথম ব্যান্ড ফিলিংস আজও আপনার মনের গভীরে রয়েছে কি না?
ওটা শুরু ছিল। ওটা একটা শেখার সময় ছিল। তখন আমরা কাভার মিউজিক করতাম। ক্লাবে বাজাতাম।
রক গান কি শুধুই নতুন প্রজন্ম শুনছে?
নতুন প্রজন্ম বলা যাবে না, বলতে হবে ইয়াং জেনারেশন। আমার মনে হয়, রকটা তারা (বেশি শোনে)। তবে এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমার বয়সী মানুষকেও দেখি মাঝে মাঝে (কনসার্টে)। যখন আমরা শুরু করেছিলাম, তখন তারা ইয়াং ছিল। মাঝে মাঝে তারা অতীতকে মনে করার জন্য আসে।
বলিউডে আর গাইলেন না কেন? মাতৃভূমি ছেড়ে থাকতে হবে বলে?
এটা একটা কারণ। তবে আরেকটা কারণও আছে। যে সময়, যে বয়সে আমাকে ডাকা হয়েছিল (বলিউডে), তখন (হিন্দি ভাষা নিয়ে) আরও চর্চা করা বা ওই এনার্জিটা ছিল না। আমি ফ্রি ফর্ম মিউজিক করি। বলিউডে মিউজিক করতে হলে তোমাকে সেইভাবে প্রিপার করতে হবে নিজেকে।
কলকাতার কোন শিল্পীদের পছন্দ করেন?
ফসিলসের রূপম ইসলাম অনেক প্রিয়। চন্দ্রবিন্দু শোনা হয়েছে। আরও আগে কবীর সুমন ও অঞ্জন দত্তের গান শুনেছি। এ রকম অনেকে আছে।
তারপর বাংলাদেশে আজম খান, আইয়ুব বাচ্চু। মাকসুদ আছে। মাইলস আছে। ইন্সপিরেশন এসেছে এদের কাছ থেকে।
প্রেম নাকি বিরহ?
প্রেম না থাকলে তো গান হবে না। প্রেম থাকতেই হবে। প্রেম ছাড়া সংগীত বা কোনো সৃষ্টি হতেই পারে না।
প্রয়াত রকতারকা আইয়ুব বাচ্চুর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। তাঁকে নিয়ে কী বলবেন?
উনার ব্যাপারটা আমি আলোচনা করতে চাই না। কারণ উনি এখনো জীবিত আমার কাছে। আমার মনে হয়, হয়তো সন্ধ্যায় আবার উনি ফোন দিয়ে বসবেন। আমি চাই-ই না ওই ব্যাপারটা মাথায় রাখতে যে উনি নাই। এটা আমাকে ডিস্টার্ব করে।
নতুন প্রজন্মের শিল্পীদের জন্য কী পরামর্শ দেবেন?
জাস্ট গান করে যেতে হবে। লাইভ করো, মঞ্চ, মঞ্চ এবং মঞ্চ...
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে