আজকের পত্রিকা ডেস্ক
মুজিব বর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার কার্যক্রমের (৩য় পর্যায়) উদ্বোধনী করা হয়ে গতকাল মঙ্গলবার। নড়াইল এবং মাগুরার শ্রীপুর ও শালিখায় এ উদ্বোধন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
নড়াইল : নড়াইলে মুজিব বর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (৩য় পর্যায়) এর উদ্বোধনী করা হয়েছে। গতকাল মঙ্গলবার নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করেন।
নড়াইল জেলায় ৩ পর্যায়ের বরাদ্দ পাওয়া ১৯০টি ঘরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়া ৯৫টি গৃহ এর মধ্যে ৯৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নির্মিত গৃহ ও বন্দোবস্তকৃত জমির মালিকানা (২ শতক জমি) সংক্রান্ত কাগজপত্র হস্তান্তর করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের নির্বাহী মো. সুজায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা ও উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নড়াইল জেলায় চার কোটি তিরানব্বই লাখ পাঁচ হাজার টাকা ব্যয়ে মোট ১ শ ৯০টি ভূমিহীন পরিবারের জন্য জমিসহ ঘর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। ৯৫টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে ইতিমধ্যে। প্রত্যেকটি ঘরের নির্মাণ ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫ শ টাকা।
শ্রীপুরে ঘর পেলেন ৪০ জন
শ্রীপুর : মাগুরার শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ে ২ শতাংশ জমিসহ ৪০টি ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপকার ভোগীদের হাতে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় নির্মিত এ ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জানাহর সভাপতিত্বে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কণ্ডু, থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যরা।
শালিখা : মাগুরার শালিখায় ৬৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর। গতকাল মঙ্গলবার উপজেলা মিলনায়তনে কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কামরুজ্জামান প্রধান অতিথি ছিলেন। তিনি উপকারভোগীদের হাতে ঘরের দলিল, চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।
এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল সংযুক্ত থেকে ঘরের চাবি হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যডভোকেট কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুননেছা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, শালিখা প্রেসক্লাবের সভাপতি সরদার ফারুক আহমেদ প্রমুখ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন ঘরের চাবি ও দলিল পেয়ে সীমাহীন আনন্দ প্রকাশ করেছেন উপকারভোগীরা। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।
মুজিব বর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার কার্যক্রমের (৩য় পর্যায়) উদ্বোধনী করা হয়ে গতকাল মঙ্গলবার। নড়াইল এবং মাগুরার শ্রীপুর ও শালিখায় এ উদ্বোধন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
নড়াইল : নড়াইলে মুজিব বর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (৩য় পর্যায়) এর উদ্বোধনী করা হয়েছে। গতকাল মঙ্গলবার নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করেন।
নড়াইল জেলায় ৩ পর্যায়ের বরাদ্দ পাওয়া ১৯০টি ঘরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়া ৯৫টি গৃহ এর মধ্যে ৯৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নির্মিত গৃহ ও বন্দোবস্তকৃত জমির মালিকানা (২ শতক জমি) সংক্রান্ত কাগজপত্র হস্তান্তর করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের নির্বাহী মো. সুজায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা ও উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নড়াইল জেলায় চার কোটি তিরানব্বই লাখ পাঁচ হাজার টাকা ব্যয়ে মোট ১ শ ৯০টি ভূমিহীন পরিবারের জন্য জমিসহ ঘর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। ৯৫টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে ইতিমধ্যে। প্রত্যেকটি ঘরের নির্মাণ ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫ শ টাকা।
শ্রীপুরে ঘর পেলেন ৪০ জন
শ্রীপুর : মাগুরার শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ে ২ শতাংশ জমিসহ ৪০টি ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপকার ভোগীদের হাতে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় নির্মিত এ ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জানাহর সভাপতিত্বে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কণ্ডু, থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যরা।
শালিখা : মাগুরার শালিখায় ৬৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর। গতকাল মঙ্গলবার উপজেলা মিলনায়তনে কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কামরুজ্জামান প্রধান অতিথি ছিলেন। তিনি উপকারভোগীদের হাতে ঘরের দলিল, চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।
এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল সংযুক্ত থেকে ঘরের চাবি হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যডভোকেট কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুননেছা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, শালিখা প্রেসক্লাবের সভাপতি সরদার ফারুক আহমেদ প্রমুখ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন ঘরের চাবি ও দলিল পেয়ে সীমাহীন আনন্দ প্রকাশ করেছেন উপকারভোগীরা। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে