মোমেন খান, শিবপুর, নরসিংদী
সংস্কারের অভাবে নরসিংদীর শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার থেকে পুটিয়া বাজার মোড় পর্যন্ত সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কটির ২ কিলোমিটার অংশের বিটুমিন ও খোয়া উঠে অসংখ্য ছোটবড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, আয়ুবপুর ইউনিয়নের শাষপুর শহীদ মিনার থেকে পুটিয়া ইউনিয়নের পুটিয়া বাজার মোড় পর্যন্ত সড়কে অসংখ্য স্থানে কার্পেটিং উঠে ইটের খোয়া ও পাথর বেরিয়ে গেছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। এর মধ্যে ঝুঁকি নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান, ইঞ্জিনচালিত যানবাহন, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক বছর আগে শাষপুর শহীদ মিনার থেকে পুটিয়া বাজার মোড় পর্যন্ত সড়কটির সংস্কার কাজ করা হয়। এরপর দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ।
সড়কটির একপ্রান্তে জেলার বৃহত্তম পশুর হাট পুটিয়া বাজার এবং অপর প্রান্তে রয়েছে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও শাষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে বাজারের ক্রেতা বিক্রেতা ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি পোহাতে হয়। এ ছাড়া এ অঞ্চলের মানুষের নরসিংদী সদরে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। চলাচলের উপযোগী করতে দ্রুত এ সড়কটি সংস্কার করা প্রয়োজন।
অটোরিকশাচালক গোলজার হোসেন বলেন, সড়কে অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ সড়কে চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষও কষ্ট পেয়ে যান। অনেক সময় এ সড়ক দিয়ে রোগী নিয়ে গেলে তাঁদের অবস্থা আরও খারাপ হয়ে যায়।
ভ্যানচালক জাকির হোসেন সাদ্দাম বলেন, ‘ভাঙাচোরা রাস্তায় ভ্যান চালাতে গিয়ে প্রায়ই নাটবল্টু খুলে পড়ে যায়। ফলে সারা দিন ভ্যান চালিয়ে যা রোজগার করি, তার একটা অংশ মেরামতেই শেষ হয়ে যায়।’
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম খোরশেদ আলম বলেন, সড়কের এমন বেহাল দশার জন্য প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা। তিনি এই জনগুরুত্বপূর্ণ সড়টি দ্রুত সংস্কারের জোর দাবি জানান।
আয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান সরকার বলেন, সংস্কারের অভাবে বাজারে কৃষিপণ্য নিয়ে যেতে বা জরুরি প্রয়োজনে নরসিংদী সদর ও পুটিয়া বাজারে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জনস্বার্থে সড়কটি সংস্কার করা দরকার।
উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, সড়কটি সংস্কার করাসহ প্রশস্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয় হতে অনুমোদন পেয়েছি। কাজের জন্য দ্রুত দরপত্র আহ্বান করা হবে।
উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি শিগগিরই সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করা হবে।
সংস্কারের অভাবে নরসিংদীর শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার থেকে পুটিয়া বাজার মোড় পর্যন্ত সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কটির ২ কিলোমিটার অংশের বিটুমিন ও খোয়া উঠে অসংখ্য ছোটবড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, আয়ুবপুর ইউনিয়নের শাষপুর শহীদ মিনার থেকে পুটিয়া ইউনিয়নের পুটিয়া বাজার মোড় পর্যন্ত সড়কে অসংখ্য স্থানে কার্পেটিং উঠে ইটের খোয়া ও পাথর বেরিয়ে গেছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। এর মধ্যে ঝুঁকি নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান, ইঞ্জিনচালিত যানবাহন, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক বছর আগে শাষপুর শহীদ মিনার থেকে পুটিয়া বাজার মোড় পর্যন্ত সড়কটির সংস্কার কাজ করা হয়। এরপর দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ।
সড়কটির একপ্রান্তে জেলার বৃহত্তম পশুর হাট পুটিয়া বাজার এবং অপর প্রান্তে রয়েছে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও শাষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে বাজারের ক্রেতা বিক্রেতা ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি পোহাতে হয়। এ ছাড়া এ অঞ্চলের মানুষের নরসিংদী সদরে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। চলাচলের উপযোগী করতে দ্রুত এ সড়কটি সংস্কার করা প্রয়োজন।
অটোরিকশাচালক গোলজার হোসেন বলেন, সড়কে অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ সড়কে চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষও কষ্ট পেয়ে যান। অনেক সময় এ সড়ক দিয়ে রোগী নিয়ে গেলে তাঁদের অবস্থা আরও খারাপ হয়ে যায়।
ভ্যানচালক জাকির হোসেন সাদ্দাম বলেন, ‘ভাঙাচোরা রাস্তায় ভ্যান চালাতে গিয়ে প্রায়ই নাটবল্টু খুলে পড়ে যায়। ফলে সারা দিন ভ্যান চালিয়ে যা রোজগার করি, তার একটা অংশ মেরামতেই শেষ হয়ে যায়।’
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম খোরশেদ আলম বলেন, সড়কের এমন বেহাল দশার জন্য প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা। তিনি এই জনগুরুত্বপূর্ণ সড়টি দ্রুত সংস্কারের জোর দাবি জানান।
আয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান সরকার বলেন, সংস্কারের অভাবে বাজারে কৃষিপণ্য নিয়ে যেতে বা জরুরি প্রয়োজনে নরসিংদী সদর ও পুটিয়া বাজারে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জনস্বার্থে সড়কটি সংস্কার করা দরকার।
উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, সড়কটি সংস্কার করাসহ প্রশস্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয় হতে অনুমোদন পেয়েছি। কাজের জন্য দ্রুত দরপত্র আহ্বান করা হবে।
উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি শিগগিরই সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে