সাবিত আল হাসান, বন্দর (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াল। গতকাল মঙ্গলবার প্রতীক পেয়েই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী দলের প্রতীক নৌকাই পেয়েছেন। তাঁর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী যাকে ভাবা হচ্ছে সেই তৈমূর আলম খন্দকার পেয়েছেন হাতি প্রতীক। অর্থাৎ দাবার ছকের সেই কিস্তি (নৌকা) আর গজের (হাতি) লড়াই এবার হবে ভোটের মাঠে।
দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। দেশের অন্যতম বিরোধীদল বিএনপি এই নির্বাচনে নেই। ফলে সেখানে লড়াই হচ্ছে মূলত আওয়ামী লীগের প্রার্থী আর তাঁদের দলের বিদ্রোহীদের মধ্যে। এর মধ্যেও সেই ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছেন অনেক প্রার্থী।
এই অবস্থায় ভরা শীতের এই মৌসুমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে ভোটের লড়াইয়ের উত্তাপ মিলছে। কেননা, বিএনপি ভোট না করলেও মাঠে নেমেছেন দলের নেতা তৈমূর আলম খন্দকার। স্বতন্ত্র এই প্রার্থী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক। ভোটের মাঠে তাঁর সঙ্গে আছেন দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।
সাত প্রতীকে লড়বেন মেয়র প্রার্থীরা
মেয়র পদে আইভী ও তৈমূর ছাড়া প্রতীক পেয়েছেন আরও চার প্রার্থী। তাঁরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি)। খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসিম উদ্দিন পেয়েছেন দলীয় প্রতীক (বটগাছ)।
তবে এদিন মেয়র পদের আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু প্রতীক নিতে আসেননি। তবে তিনি নির্বাচন কমিশনের কাছে ঘোড়াপ্রতীক চেয়েছেন বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান। যেহেতু এই প্রতীক অন্য কোনো প্রার্থী চাননি তাই তিনিই এই প্রতীক পবেন।
প্রতীক বরাদ্দের পরেই প্রার্থীরা তাঁদের কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল ও শোডাউন করেন। নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালান। পুরো শহর পরিণত হয় মিছিলের নগরীতে। বিশেষ করে সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকার বড় ধরনের শোডাউন করেছেন শহরজুড়ে।
নির্বাচন ভোট গ্রহণ করা হবে আগামী ১৬ জানুয়ারি। এবার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। ২৭টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আবারও জয়যুক্ত হব: আইভী
দুপুরে জেলা নির্বাচন অফিসে প্রতীক বরাদ্দ পেয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি বলেন, ‘আমরা এবারও জয়যুক্ত হব আশা করছি। সবশেষ ২০১৬ সালেও আমি নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছিলাম। বিগত দিনে আমি মানুষের কল্যাণে কাজ করেছি। আশা করি, এবারও জনগণ আমার সঙ্গে থাকবে। দল সব দিক চিন্তা করেই আমাকে নৌকা প্রতীক দিয়েছে।’
আইভী আরও বলেন, ‘আমার প্রতিপক্ষ প্রার্থী হয়তো অনেক অভিযোগ করছে। কিন্তু তিনি যেসব এলাকায় যাচ্ছেন সবগুলো এলাকার রাস্তাঘাট কিন্তু সিটি করপোরেশন করেছে। আমি তাঁকে বলব, আপনি সত্য বলুন। কারণ ভোটের পর আমরা সবাই এক সঙ্গেই থাকব। আমি কখনই সরকার বা সরকারি দলের সুবিধা নিইনি। আমি নিজেও আচরণবিধি লঙ্ঘন করি নাই। আমি এত দিন ঘরেই ছিলাম। কিন্তু প্রতিপক্ষ প্রার্থী প্রতিনিয়ত প্রচারণা করেছেন।’
এ সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, আব্দুল কাদির, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত প্রমুখ।
হাতি উঠলে নৌকা ডুবে যায়
গতকাল দুপুর ১২টায় জেলা নির্বাচন অফিস থেকে হাতি প্রতীক গ্রহণ করেন তৈমূর আলম খন্দকার। এরপর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হাতি নৌকায় উঠলে কিন্তু নৌকা ডুবে যায়। আমি আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না। এবার আমি জনগণের প্রার্থী। অনেকে প্রশ্ন করেন কেন আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি জাতীয় রাজনীতি করলেও নারায়ণগঞ্জের মানুষের চাহিদা সম্পর্কে সচেতন। জনগণের প্রয়োজনেই আমাকে নির্বাচনে দাঁড়াতে হয়েছে।’
তৈমূর অভিযোগ করেন, ‘গত ২৪ তারিখ আওয়ামী লীগের নেতারা প্রতীক, প্রার্থীসহ সমাবেশ করেছেন। আমরা ১৬ ডিসেম্বর ২০ হাজার লোকের সমাবেশ ঘটিয়েছি নারায়ণগঞ্জ শহরে। কিন্তু ইসির অনুরোধে আমি সেখানে যাইনি। আমি আইন মেনে চলেছি কিন্তু সরকার দলের প্রার্থী আইন মানছেন না।’
প্রতীক নিয়েই কয়েক হাজার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ শহরে মিছিল করেন তৈমূর ও বিএনপির নেতা-কর্মীরা। পরে নগরীর বাপ্পী চত্বরে আরেক দফা পথসভা করেন তৈমূর। সেখানে তিনি বলেন, ‘এই নির্বাচন হবে জনগণের আশা আকাঙ্ক্ষার, হোল্ডিং ট্যাক্স অত্যাচার মুক্তি, নাগরিক সুবিধা ও অধিকার আদায়ের নির্বাচন।’ এ সময় তৈমূরের পাশে ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপির জেলা ও মহানগরের নেতা-কর্মীর।
আইভী ও তৈমূরকে ইসির শোকজ
এদিকে, নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে আইভী ও তৈমূরকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সকালে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের সময় এই তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। তিনি বলেন, ‘আমরা উভয় প্রার্থীর কাছ থেকেই আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ পেয়েছি। তাঁরা দুজন নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালন না করায় শোকজ করা হয়েছে। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে প্রার্থীদের কাছেও সহায়তা চেয়েছি। একই সঙ্গে আজ (মঙ্গলবার) থেকে নির্বাচন কমিশন আচরণবিধির বিষয়ে সর্বোচ্চ কঠোর হবে।’
জানা গেছে, ২৬ ডিসেম্বর আইভীর বিরুদ্ধে তৈমূর এবং পরদিন ২৭ ডিসেম্বর তৈমূরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন আইভী।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াল। গতকাল মঙ্গলবার প্রতীক পেয়েই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী দলের প্রতীক নৌকাই পেয়েছেন। তাঁর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী যাকে ভাবা হচ্ছে সেই তৈমূর আলম খন্দকার পেয়েছেন হাতি প্রতীক। অর্থাৎ দাবার ছকের সেই কিস্তি (নৌকা) আর গজের (হাতি) লড়াই এবার হবে ভোটের মাঠে।
দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। দেশের অন্যতম বিরোধীদল বিএনপি এই নির্বাচনে নেই। ফলে সেখানে লড়াই হচ্ছে মূলত আওয়ামী লীগের প্রার্থী আর তাঁদের দলের বিদ্রোহীদের মধ্যে। এর মধ্যেও সেই ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছেন অনেক প্রার্থী।
এই অবস্থায় ভরা শীতের এই মৌসুমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে ভোটের লড়াইয়ের উত্তাপ মিলছে। কেননা, বিএনপি ভোট না করলেও মাঠে নেমেছেন দলের নেতা তৈমূর আলম খন্দকার। স্বতন্ত্র এই প্রার্থী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক। ভোটের মাঠে তাঁর সঙ্গে আছেন দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।
সাত প্রতীকে লড়বেন মেয়র প্রার্থীরা
মেয়র পদে আইভী ও তৈমূর ছাড়া প্রতীক পেয়েছেন আরও চার প্রার্থী। তাঁরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি)। খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসিম উদ্দিন পেয়েছেন দলীয় প্রতীক (বটগাছ)।
তবে এদিন মেয়র পদের আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু প্রতীক নিতে আসেননি। তবে তিনি নির্বাচন কমিশনের কাছে ঘোড়াপ্রতীক চেয়েছেন বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান। যেহেতু এই প্রতীক অন্য কোনো প্রার্থী চাননি তাই তিনিই এই প্রতীক পবেন।
প্রতীক বরাদ্দের পরেই প্রার্থীরা তাঁদের কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল ও শোডাউন করেন। নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালান। পুরো শহর পরিণত হয় মিছিলের নগরীতে। বিশেষ করে সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকার বড় ধরনের শোডাউন করেছেন শহরজুড়ে।
নির্বাচন ভোট গ্রহণ করা হবে আগামী ১৬ জানুয়ারি। এবার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। ২৭টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আবারও জয়যুক্ত হব: আইভী
দুপুরে জেলা নির্বাচন অফিসে প্রতীক বরাদ্দ পেয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি বলেন, ‘আমরা এবারও জয়যুক্ত হব আশা করছি। সবশেষ ২০১৬ সালেও আমি নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছিলাম। বিগত দিনে আমি মানুষের কল্যাণে কাজ করেছি। আশা করি, এবারও জনগণ আমার সঙ্গে থাকবে। দল সব দিক চিন্তা করেই আমাকে নৌকা প্রতীক দিয়েছে।’
আইভী আরও বলেন, ‘আমার প্রতিপক্ষ প্রার্থী হয়তো অনেক অভিযোগ করছে। কিন্তু তিনি যেসব এলাকায় যাচ্ছেন সবগুলো এলাকার রাস্তাঘাট কিন্তু সিটি করপোরেশন করেছে। আমি তাঁকে বলব, আপনি সত্য বলুন। কারণ ভোটের পর আমরা সবাই এক সঙ্গেই থাকব। আমি কখনই সরকার বা সরকারি দলের সুবিধা নিইনি। আমি নিজেও আচরণবিধি লঙ্ঘন করি নাই। আমি এত দিন ঘরেই ছিলাম। কিন্তু প্রতিপক্ষ প্রার্থী প্রতিনিয়ত প্রচারণা করেছেন।’
এ সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, আব্দুল কাদির, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত প্রমুখ।
হাতি উঠলে নৌকা ডুবে যায়
গতকাল দুপুর ১২টায় জেলা নির্বাচন অফিস থেকে হাতি প্রতীক গ্রহণ করেন তৈমূর আলম খন্দকার। এরপর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হাতি নৌকায় উঠলে কিন্তু নৌকা ডুবে যায়। আমি আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না। এবার আমি জনগণের প্রার্থী। অনেকে প্রশ্ন করেন কেন আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি জাতীয় রাজনীতি করলেও নারায়ণগঞ্জের মানুষের চাহিদা সম্পর্কে সচেতন। জনগণের প্রয়োজনেই আমাকে নির্বাচনে দাঁড়াতে হয়েছে।’
তৈমূর অভিযোগ করেন, ‘গত ২৪ তারিখ আওয়ামী লীগের নেতারা প্রতীক, প্রার্থীসহ সমাবেশ করেছেন। আমরা ১৬ ডিসেম্বর ২০ হাজার লোকের সমাবেশ ঘটিয়েছি নারায়ণগঞ্জ শহরে। কিন্তু ইসির অনুরোধে আমি সেখানে যাইনি। আমি আইন মেনে চলেছি কিন্তু সরকার দলের প্রার্থী আইন মানছেন না।’
প্রতীক নিয়েই কয়েক হাজার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ শহরে মিছিল করেন তৈমূর ও বিএনপির নেতা-কর্মীরা। পরে নগরীর বাপ্পী চত্বরে আরেক দফা পথসভা করেন তৈমূর। সেখানে তিনি বলেন, ‘এই নির্বাচন হবে জনগণের আশা আকাঙ্ক্ষার, হোল্ডিং ট্যাক্স অত্যাচার মুক্তি, নাগরিক সুবিধা ও অধিকার আদায়ের নির্বাচন।’ এ সময় তৈমূরের পাশে ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপির জেলা ও মহানগরের নেতা-কর্মীর।
আইভী ও তৈমূরকে ইসির শোকজ
এদিকে, নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে আইভী ও তৈমূরকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সকালে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের সময় এই তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। তিনি বলেন, ‘আমরা উভয় প্রার্থীর কাছ থেকেই আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ পেয়েছি। তাঁরা দুজন নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালন না করায় শোকজ করা হয়েছে। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে প্রার্থীদের কাছেও সহায়তা চেয়েছি। একই সঙ্গে আজ (মঙ্গলবার) থেকে নির্বাচন কমিশন আচরণবিধির বিষয়ে সর্বোচ্চ কঠোর হবে।’
জানা গেছে, ২৬ ডিসেম্বর আইভীর বিরুদ্ধে তৈমূর এবং পরদিন ২৭ ডিসেম্বর তৈমূরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন আইভী।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে