নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দাম নির্ধারণ, আমদানি, শুল্কছাড়—এসব পদক্ষেপেও অতি মুনাফার রাশ টানা যাচ্ছে না। বরং পদক্ষেপ নেওয়ার পর উল্টো পণ্যের দাম আরেক দফা বেড়েছে বা বাড়ছে। বাড়তি দাম দিতে গিয়ে পকেট খালি হচ্ছে ক্রেতার। কমছে খাদ্যতালিকা।
আলু, পেঁয়াজ, চিনির দাম বাড়ছেই। সরকারের কোনো পদক্ষেপই দাম কমাতে পারছে না। ঊর্ধ্বমুখী দামের এই বাজারে গতকাল শুক্রবার ক্রেতাদের একমাত্র স্বস্তি—সবজির দাম সামান্য কমেছে।
ডিম, আলু, পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়ার প্রায় দেড় মাস পরও কোনো প্রভাব নেই। ভারত থেকে আলু আমদানি শুরু হলেও দাম কমছে না। চিনি আমদানিতে শুল্ক অর্ধেক করলেও দাম উল্টো বেড়েছে। এদিকে ভারত পেঁয়াজ রপ্তানিতে দাম বেঁধে দেওয়ার খবরে দাম চড়াচ্ছেন ব্যবসায়ীরা। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এ ক্ষেত্রে একই কাতারে।
গতকাল রাজধানীর রামপুরা, মেরাদিয়া, কচুক্ষেত, মোহাম্মদপুর ও খিলগাঁও বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পুরোনো আলু বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। নতুন আলু ১৪০-১৮০ টাকা। সরকার ৫০ হাজার টনের বেশি আলু আমদানির অনুমতি দিয়েছে। আমদানির আলু দেশে ঢুকছে। এরপরও দাম কমছে না কেন—এই প্রশ্নে মোহাম্মদপুরের সবজি বিক্রেতা সোবহান মিয়া বলেন, আমদানির আলু এখনো বাজারে আসেনি। আগামী সপ্তাহে দাম কমতে পারে।
দাম নিয়ন্ত্রণে গত বুধবার অপরিশোধিত ও পরিশোধিত চিনির আমদানি শুল্ক কমিয়ে অর্ধেক করেছে এনবিআর। কিন্তু এরপর বাজারে চিনির দাম আরও বেড়েছে। খুচরায় গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫ টাকা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে ৩০-৪০ টাকা বেড়েছে। গতকাল খুচরায় দেশি পেঁয়াজ ১৩০-১৫০ টাকায় বিক্রি হয়। ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দামও ১০০ টাকার বেশি।
সরকার গত ১৪ সেপ্টেম্বর প্রতিটি ডিমের দাম ১২ টাকা অর্থাৎ প্রতি ডজন ১৪৪ টাকা নির্ধারণ করে দেয়। তবে গতকাল এক ডজন ডিম বিক্রি হয় ১৫০-১৬৫ টাকায়।
ব্রয়লার মুরগি আগের সপ্তাহের মতোই, ১৯০-২০০ টাকা কেজি। সোনালিকা মুরগি ৩২০-৩৩০ ও দেশি মুরগি ৫২০-৫৩০ টাকা কেজি।
তবে সবজির দাম আর চড়া হয়নি। কোনো কোনোটির দাম কেজিতে ৫-১০ টাকা কমে এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে। গতকাল প্রতি কেজি চিচিঙ্গা ৭৫-৮৫, শালগম ১০০, বেগুন জাতভেদে ৮০-১৩০, করলা জাতভেদে ৮০-১০০, ঝিঙা ৮০-৮৫, মিষ্টিকুমড়া ৬৫-৭০, পেঁপে ৪০, শিম ১৪০-১৫০, টমেটো ১২০-১৪০, পটোল ৬০-৭০, মুলা ৮০-৯০, ঢ্যাঁড়স ৭০-৮০, শসা ৬০-৭০, কাঁচা মরিচ ২০০, বরবটি ১২০-১৩০ টাকা ছিল। প্রতিটি ফুলকপি ৫০-৬৫ টাকা, বাঁধাকপি ৬৫-৭০ টাকা।
রামপুরা বাজারে সবজি কিনতে আসা ব্যাংক কর্মকর্তা শাহানা পারভিন বলেন, সামান্য কমলেও সবজির দাম গত বছরের এ সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে স্বস্তি এটুকুই, হরতাল-অবরোধের পরও গত সপ্তাহের তুলনায় দাম একটু কমেছে।
সয়াবিন তেল আগের মতোই পাঁচ লিটারের বোতল ৭৯০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৭৮০-৮০০ ও খাসির মাংস ১ হাজার ১০০ টাকা।
দাম নির্ধারণ, আমদানি, শুল্কছাড়—এসব পদক্ষেপেও অতি মুনাফার রাশ টানা যাচ্ছে না। বরং পদক্ষেপ নেওয়ার পর উল্টো পণ্যের দাম আরেক দফা বেড়েছে বা বাড়ছে। বাড়তি দাম দিতে গিয়ে পকেট খালি হচ্ছে ক্রেতার। কমছে খাদ্যতালিকা।
আলু, পেঁয়াজ, চিনির দাম বাড়ছেই। সরকারের কোনো পদক্ষেপই দাম কমাতে পারছে না। ঊর্ধ্বমুখী দামের এই বাজারে গতকাল শুক্রবার ক্রেতাদের একমাত্র স্বস্তি—সবজির দাম সামান্য কমেছে।
ডিম, আলু, পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়ার প্রায় দেড় মাস পরও কোনো প্রভাব নেই। ভারত থেকে আলু আমদানি শুরু হলেও দাম কমছে না। চিনি আমদানিতে শুল্ক অর্ধেক করলেও দাম উল্টো বেড়েছে। এদিকে ভারত পেঁয়াজ রপ্তানিতে দাম বেঁধে দেওয়ার খবরে দাম চড়াচ্ছেন ব্যবসায়ীরা। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এ ক্ষেত্রে একই কাতারে।
গতকাল রাজধানীর রামপুরা, মেরাদিয়া, কচুক্ষেত, মোহাম্মদপুর ও খিলগাঁও বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পুরোনো আলু বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। নতুন আলু ১৪০-১৮০ টাকা। সরকার ৫০ হাজার টনের বেশি আলু আমদানির অনুমতি দিয়েছে। আমদানির আলু দেশে ঢুকছে। এরপরও দাম কমছে না কেন—এই প্রশ্নে মোহাম্মদপুরের সবজি বিক্রেতা সোবহান মিয়া বলেন, আমদানির আলু এখনো বাজারে আসেনি। আগামী সপ্তাহে দাম কমতে পারে।
দাম নিয়ন্ত্রণে গত বুধবার অপরিশোধিত ও পরিশোধিত চিনির আমদানি শুল্ক কমিয়ে অর্ধেক করেছে এনবিআর। কিন্তু এরপর বাজারে চিনির দাম আরও বেড়েছে। খুচরায় গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫ টাকা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে ৩০-৪০ টাকা বেড়েছে। গতকাল খুচরায় দেশি পেঁয়াজ ১৩০-১৫০ টাকায় বিক্রি হয়। ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দামও ১০০ টাকার বেশি।
সরকার গত ১৪ সেপ্টেম্বর প্রতিটি ডিমের দাম ১২ টাকা অর্থাৎ প্রতি ডজন ১৪৪ টাকা নির্ধারণ করে দেয়। তবে গতকাল এক ডজন ডিম বিক্রি হয় ১৫০-১৬৫ টাকায়।
ব্রয়লার মুরগি আগের সপ্তাহের মতোই, ১৯০-২০০ টাকা কেজি। সোনালিকা মুরগি ৩২০-৩৩০ ও দেশি মুরগি ৫২০-৫৩০ টাকা কেজি।
তবে সবজির দাম আর চড়া হয়নি। কোনো কোনোটির দাম কেজিতে ৫-১০ টাকা কমে এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে। গতকাল প্রতি কেজি চিচিঙ্গা ৭৫-৮৫, শালগম ১০০, বেগুন জাতভেদে ৮০-১৩০, করলা জাতভেদে ৮০-১০০, ঝিঙা ৮০-৮৫, মিষ্টিকুমড়া ৬৫-৭০, পেঁপে ৪০, শিম ১৪০-১৫০, টমেটো ১২০-১৪০, পটোল ৬০-৭০, মুলা ৮০-৯০, ঢ্যাঁড়স ৭০-৮০, শসা ৬০-৭০, কাঁচা মরিচ ২০০, বরবটি ১২০-১৩০ টাকা ছিল। প্রতিটি ফুলকপি ৫০-৬৫ টাকা, বাঁধাকপি ৬৫-৭০ টাকা।
রামপুরা বাজারে সবজি কিনতে আসা ব্যাংক কর্মকর্তা শাহানা পারভিন বলেন, সামান্য কমলেও সবজির দাম গত বছরের এ সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে স্বস্তি এটুকুই, হরতাল-অবরোধের পরও গত সপ্তাহের তুলনায় দাম একটু কমেছে।
সয়াবিন তেল আগের মতোই পাঁচ লিটারের বোতল ৭৯০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৭৮০-৮০০ ও খাসির মাংস ১ হাজার ১০০ টাকা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে