কুমিল্লা প্রতিনিধি
দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর আগে মাছ চাষ ও গরুর খামার করতেন মো. মাঈন উদ্দীন। কিন্তু ভাগ্য তাঁর সহায় হয়নি। ঋণ করা পুঁজি হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। পরে বড় বোনের কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নিয়ে নার্সারির ব্যবসা শুরু করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। মাত্র দেড় বছরেই মাঈনের ব্যবসায় বিনিয়োগ বেড়ে ১৭ লাখ টাকা ছাড়িয়েছে।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের পূর্ব শাহা দৌলতপুরে মো. মাঈন উদ্দীনের নার্সারি। নাম দিয়েছেন ভিক্টোরিয়া অ্যাগ্রো অ্যান্ড নার্সারি। পাঁচ শতক জমিতে ২৭০টি গাছ দিয়ে নার্সারির যাত্রা শুরু। এখন সেই নার্সারির আয়তন বেড়ে ৮৫ শতক হয়েছে। সেখানে ১৬০ প্রজাতির প্রায় ১৭ হাজার গাছ রয়েছে। এসব প্রজাতির মধ্যে কিছু দুর্লভ ফুল, ফল ও কাঠের গাছের চারাও রয়েছে।
মাঈন জানান, নার্সারি শুরুর পর প্রথমে অনলাইনেই কেনাবেচা করতেন। এখন অবশ্য অনলাইন-অফলাইন দুই পদ্ধতিতেই ব্যবসা চলছে। বিশেষ প্রশিক্ষণ নিয়ে হাত দিয়েছেন দেশের বিভিন্ন জেলায় চুক্তিতে বাগান করার কাজে। এরই মধ্যে খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় চুক্তিতে ১২টি কাজ করেছেন তিনি।
কিছু পেয়ারা, সুপারি, বরই, লেবু, মাল্টা ও কমলার চারা দিয়ে ২০২০ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু মাঈনের ভিক্টোরিয়া অ্যাগ্রো অ্যান্ড নার্সারির। এখানে এখন যে প্রায় ১৭ হাজার দেশি-বিদেশি গাছের চারা রয়েছে, সেগুলোর মধ্যে হরিমন ৯৯ আপেল, নাশপাতি, রামবুটান, ত্বিন ফল, মালয়েশিয়ান ব্ল্যাক বেরি, অস্ট্রেলিয়ান চেরি, ভিয়েতনামি লাল কাঁঠাল, শ্বেত চন্দন, আগর, থাই লঙ্গান, রুবি, ভিয়েতনামি পিং কাঁঠাল, ভিয়েতনামি নারিকেলের চারা অন্যতম। তবে বেশি বিক্রি হচ্ছে হাইব্রিড ছোট জাতের সুপারি, মিয়ানমারের সুপারি, থাই লাল শরিফা, থাই ড্রাগন, আম, থাই পেয়ারা।
ভিক্টোরিয়া অ্যাগ্রো অ্যান্ড নার্সারির স্বত্বাধিকারী মো. মাঈন উদ্দীন বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই মাছ চাষ ও গরুর খামার করতাম। করোনার প্রথম ঢেউয়ে লোকসানে পড়ি। পরে একজন শুভাকাঙ্ক্ষীর পরামর্শে ভিক্টোরিয়া অ্যাগ্রো অ্যান্ড নার্সারি নামে ফেসবুকে পেজ খুলে চারা বিক্রি শুরু করি। বড় বোনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে এ ব্যবসার শুরু। নিজের নার্সারির পাশাপাশি বিভিন্ন জেলা থেকে গাছ এনে বিক্রি করছি। দেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করছি। ফুল, ফল, বৃক্ষের পাশাপাশি জৈব সার, রেডিমিক্স সার নিয়েও কাজ করছি। বাসাবাড়ি ও অফিসে চুক্তির ভিত্তিতে বাগান করে দিই। এ বিষয়ে আমি বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছি।’
হর্টিকালচার সেন্টার কুমিল্লার উপপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, ‘অনেক তরুণ উদ্যোক্তা রয়েছেন, যাঁরা মাঠপর্যায়ে কাজ করেন। হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ নেই। তবে তাঁরা ভালো কাজ করেন। তাঁদের জন্য সরকারি প্রশিক্ষণের ব্যবস্থাসহ বীজ, চারা সরবরাহের মাধ্যমে সহযোগিতা করা হয়।’
দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর আগে মাছ চাষ ও গরুর খামার করতেন মো. মাঈন উদ্দীন। কিন্তু ভাগ্য তাঁর সহায় হয়নি। ঋণ করা পুঁজি হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। পরে বড় বোনের কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নিয়ে নার্সারির ব্যবসা শুরু করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। মাত্র দেড় বছরেই মাঈনের ব্যবসায় বিনিয়োগ বেড়ে ১৭ লাখ টাকা ছাড়িয়েছে।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের পূর্ব শাহা দৌলতপুরে মো. মাঈন উদ্দীনের নার্সারি। নাম দিয়েছেন ভিক্টোরিয়া অ্যাগ্রো অ্যান্ড নার্সারি। পাঁচ শতক জমিতে ২৭০টি গাছ দিয়ে নার্সারির যাত্রা শুরু। এখন সেই নার্সারির আয়তন বেড়ে ৮৫ শতক হয়েছে। সেখানে ১৬০ প্রজাতির প্রায় ১৭ হাজার গাছ রয়েছে। এসব প্রজাতির মধ্যে কিছু দুর্লভ ফুল, ফল ও কাঠের গাছের চারাও রয়েছে।
মাঈন জানান, নার্সারি শুরুর পর প্রথমে অনলাইনেই কেনাবেচা করতেন। এখন অবশ্য অনলাইন-অফলাইন দুই পদ্ধতিতেই ব্যবসা চলছে। বিশেষ প্রশিক্ষণ নিয়ে হাত দিয়েছেন দেশের বিভিন্ন জেলায় চুক্তিতে বাগান করার কাজে। এরই মধ্যে খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় চুক্তিতে ১২টি কাজ করেছেন তিনি।
কিছু পেয়ারা, সুপারি, বরই, লেবু, মাল্টা ও কমলার চারা দিয়ে ২০২০ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু মাঈনের ভিক্টোরিয়া অ্যাগ্রো অ্যান্ড নার্সারির। এখানে এখন যে প্রায় ১৭ হাজার দেশি-বিদেশি গাছের চারা রয়েছে, সেগুলোর মধ্যে হরিমন ৯৯ আপেল, নাশপাতি, রামবুটান, ত্বিন ফল, মালয়েশিয়ান ব্ল্যাক বেরি, অস্ট্রেলিয়ান চেরি, ভিয়েতনামি লাল কাঁঠাল, শ্বেত চন্দন, আগর, থাই লঙ্গান, রুবি, ভিয়েতনামি পিং কাঁঠাল, ভিয়েতনামি নারিকেলের চারা অন্যতম। তবে বেশি বিক্রি হচ্ছে হাইব্রিড ছোট জাতের সুপারি, মিয়ানমারের সুপারি, থাই লাল শরিফা, থাই ড্রাগন, আম, থাই পেয়ারা।
ভিক্টোরিয়া অ্যাগ্রো অ্যান্ড নার্সারির স্বত্বাধিকারী মো. মাঈন উদ্দীন বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই মাছ চাষ ও গরুর খামার করতাম। করোনার প্রথম ঢেউয়ে লোকসানে পড়ি। পরে একজন শুভাকাঙ্ক্ষীর পরামর্শে ভিক্টোরিয়া অ্যাগ্রো অ্যান্ড নার্সারি নামে ফেসবুকে পেজ খুলে চারা বিক্রি শুরু করি। বড় বোনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে এ ব্যবসার শুরু। নিজের নার্সারির পাশাপাশি বিভিন্ন জেলা থেকে গাছ এনে বিক্রি করছি। দেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করছি। ফুল, ফল, বৃক্ষের পাশাপাশি জৈব সার, রেডিমিক্স সার নিয়েও কাজ করছি। বাসাবাড়ি ও অফিসে চুক্তির ভিত্তিতে বাগান করে দিই। এ বিষয়ে আমি বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছি।’
হর্টিকালচার সেন্টার কুমিল্লার উপপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, ‘অনেক তরুণ উদ্যোক্তা রয়েছেন, যাঁরা মাঠপর্যায়ে কাজ করেন। হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ নেই। তবে তাঁরা ভালো কাজ করেন। তাঁদের জন্য সরকারি প্রশিক্ষণের ব্যবস্থাসহ বীজ, চারা সরবরাহের মাধ্যমে সহযোগিতা করা হয়।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে