ময়মনসিংহ প্রতিনিধি
তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ময়মনসিংহের তিনটি উপজেলায় ২৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত রোববার। এর মধ্যে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জয় পেয়েছে ১৪টি ইউপিতে। বাকি ইউপির দুটিতে বিএনপি নেতা, একটিতে জাতীয় পার্টি এবং ৯টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। একটি ইউপিতে নৌকার প্রার্থী হয়েছেন পঞ্চম।
স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রার্থী বাছাই সঠিক না হওয়ায় এবার নৌকার অবস্থান খারাপ হয়েছে। সদর উপজেলার পাঁচটি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছেন তিনজন। জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীক নিয়ে জয় পেয়েছেন একজন। এ ছাড়া বিদ্রোহী একজন জয় পেয়েছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পরাণগঞ্জ ইউপিতে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীক নিয়ে আবু হানিফ ছয় হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোলায়মান কবীর আনারস প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৬০৩ ভোট। এই ইউপিতে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী দুই হাজার ৬৫৭ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন। ইউপিতে সাতজন প্রার্থী ভোটযুদ্ধে ছিলেন।
পরাণগঞ্জ ইউপির বাসিন্দা আবুল কাশেম বলেন, ‘এই ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ে বিরাট বড় ভুল করেছে। তাই এমন ফলাফল হয়েছে।’
শাহজাহান আলী নামে আরেকজন বলেন, ‘শুধু নৌকা প্রতীক পেয়ে অনেকেই মনে করে, সে পাস করে ফেলেছে। তার মধ্যে দাম্ভিকতা চলে আসে। অনেক ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরা প্রভাব খাঁটিয়ে জয় পেয়েছে। নির্বাচন শতভাগ সুষ্ঠু হলে নৌকার ভরাডুবি হতো। আওয়ামী লীগ করি, এসব বলতেও খারাপ লাগে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি শিব্বির আহম্মেদ লিটন বলেন, ‘গণতন্ত্রকে পেছনে ফেলে আওয়ামী লীগ সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। এর ফলে তৃণমূলে বার হোঁচট খাচ্ছে। তৃণমূলে প্রতীক দেওয়াও আওয়ামী লীগের বড় ভুল। এর কারণে রক্তপাতের ঘটনাও ঘটছে। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র এবং দলের নীতি নৈতিকতা বহাল রাখতে আওয়ামী লীগকে মার্কা থেকে বেরোতে হবে।’
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম বলেন, ‘আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে সাংগঠনিকভাবে দুর্বল। ফলে প্রায় জায়গায়ই ফলাফল খারাপ হচ্ছে। আমরা চেষ্টা করছি তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে।’
এ জন্য সম্মেলনের মাধ্যমে কমিটি করার কাজ শুরু করা হচ্ছে জানিয়ে এই নেতা বলেন, নতুন কমিটি হলেই দল নতুনভাবে চাঙা হবে। তখন অবস্থার কিছুটা পরিবর্তন হবে।’
প্রবীণ আওয়ামী লীগ নেতা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ বলেন, ‘স্থানীয় নির্বাচনে প্রতীকের চেয়ে ব্যক্তির মূল্যায়ন সাধারণ মানুষ বড় করে দেখে। গোষ্ঠীগতভাবে মানুষ পছন্দের প্রার্থীর নির্বাচন করে এবং তাঁদের জেতাতে চেষ্টা করে। এর ফলে প্রতীকে প্রভাব পড়ে। মনোনয়নের ক্ষেত্রেও অনেক সময় যোগ্য ব্যক্তি বঞ্চিত হয়। এর ফলে আমাদের অবস্থা তৃণমূলে কিছুটা খারাপ। তবে এর থেকে বেরিয়ে আসতে দলের নীতি নির্ধারকেরা কাজ করছে।’
তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ময়মনসিংহের তিনটি উপজেলায় ২৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত রোববার। এর মধ্যে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জয় পেয়েছে ১৪টি ইউপিতে। বাকি ইউপির দুটিতে বিএনপি নেতা, একটিতে জাতীয় পার্টি এবং ৯টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। একটি ইউপিতে নৌকার প্রার্থী হয়েছেন পঞ্চম।
স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রার্থী বাছাই সঠিক না হওয়ায় এবার নৌকার অবস্থান খারাপ হয়েছে। সদর উপজেলার পাঁচটি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছেন তিনজন। জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীক নিয়ে জয় পেয়েছেন একজন। এ ছাড়া বিদ্রোহী একজন জয় পেয়েছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পরাণগঞ্জ ইউপিতে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীক নিয়ে আবু হানিফ ছয় হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোলায়মান কবীর আনারস প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৬০৩ ভোট। এই ইউপিতে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী দুই হাজার ৬৫৭ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন। ইউপিতে সাতজন প্রার্থী ভোটযুদ্ধে ছিলেন।
পরাণগঞ্জ ইউপির বাসিন্দা আবুল কাশেম বলেন, ‘এই ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ে বিরাট বড় ভুল করেছে। তাই এমন ফলাফল হয়েছে।’
শাহজাহান আলী নামে আরেকজন বলেন, ‘শুধু নৌকা প্রতীক পেয়ে অনেকেই মনে করে, সে পাস করে ফেলেছে। তার মধ্যে দাম্ভিকতা চলে আসে। অনেক ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরা প্রভাব খাঁটিয়ে জয় পেয়েছে। নির্বাচন শতভাগ সুষ্ঠু হলে নৌকার ভরাডুবি হতো। আওয়ামী লীগ করি, এসব বলতেও খারাপ লাগে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি শিব্বির আহম্মেদ লিটন বলেন, ‘গণতন্ত্রকে পেছনে ফেলে আওয়ামী লীগ সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। এর ফলে তৃণমূলে বার হোঁচট খাচ্ছে। তৃণমূলে প্রতীক দেওয়াও আওয়ামী লীগের বড় ভুল। এর কারণে রক্তপাতের ঘটনাও ঘটছে। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র এবং দলের নীতি নৈতিকতা বহাল রাখতে আওয়ামী লীগকে মার্কা থেকে বেরোতে হবে।’
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম বলেন, ‘আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে সাংগঠনিকভাবে দুর্বল। ফলে প্রায় জায়গায়ই ফলাফল খারাপ হচ্ছে। আমরা চেষ্টা করছি তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে।’
এ জন্য সম্মেলনের মাধ্যমে কমিটি করার কাজ শুরু করা হচ্ছে জানিয়ে এই নেতা বলেন, নতুন কমিটি হলেই দল নতুনভাবে চাঙা হবে। তখন অবস্থার কিছুটা পরিবর্তন হবে।’
প্রবীণ আওয়ামী লীগ নেতা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ বলেন, ‘স্থানীয় নির্বাচনে প্রতীকের চেয়ে ব্যক্তির মূল্যায়ন সাধারণ মানুষ বড় করে দেখে। গোষ্ঠীগতভাবে মানুষ পছন্দের প্রার্থীর নির্বাচন করে এবং তাঁদের জেতাতে চেষ্টা করে। এর ফলে প্রতীকে প্রভাব পড়ে। মনোনয়নের ক্ষেত্রেও অনেক সময় যোগ্য ব্যক্তি বঞ্চিত হয়। এর ফলে আমাদের অবস্থা তৃণমূলে কিছুটা খারাপ। তবে এর থেকে বেরিয়ে আসতে দলের নীতি নির্ধারকেরা কাজ করছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ ঘণ্টা আগে