আজকের পত্রিকা ডেস্ক
নানা আয়োজনে গতকাল শনিবার পালন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে মুক্তিযুদ্ধে শহীদ বীরদের।
রংপুর: জেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে। প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় রংপুর স্টেডিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে নগরীর মডার্ন মোড়ের ‘অর্জন’, ডিসি মোড়ের ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ ও কালেক্টরেট সুরভি উদ্যানে ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ’-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। সন্ধ্যায় স্বাধীনতা দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে যথাযথ মর্যাদায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়েছে। সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান সংগঠনের নেতারা। দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ মাগরিব জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউনিয়া: সকাল ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। পরে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শেষে কুচকাওয়াজ প্রদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক পৌর মেয়র হাকিবুর রহমান, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান প্রমুখ।
মিঠাপুকুর: কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনি, বীর শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন।
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ইউএনও ফাতেমাতুজ জোহরা ও থানার ওসি মোস্তাফিজার রহমান।
পরে পুলিশ, আনসার, বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড ও শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
পীরগাছা: সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদের পরিবারকে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন প্রমুখ।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। সকাল সাড়ে ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়।
শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারকের সামনে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, দপ্তর, আবাসিক হল, ইনস্টিটিউটসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন অংশ নেয়। এরপর স্বাধীনতা স্মারকের বেদিতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিকেলে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ছিল।
নানা আয়োজনে গতকাল শনিবার পালন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে মুক্তিযুদ্ধে শহীদ বীরদের।
রংপুর: জেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে। প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় রংপুর স্টেডিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে নগরীর মডার্ন মোড়ের ‘অর্জন’, ডিসি মোড়ের ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ ও কালেক্টরেট সুরভি উদ্যানে ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ’-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। সন্ধ্যায় স্বাধীনতা দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে যথাযথ মর্যাদায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়েছে। সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান সংগঠনের নেতারা। দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ মাগরিব জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউনিয়া: সকাল ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। পরে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শেষে কুচকাওয়াজ প্রদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক পৌর মেয়র হাকিবুর রহমান, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান প্রমুখ।
মিঠাপুকুর: কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনি, বীর শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন।
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ইউএনও ফাতেমাতুজ জোহরা ও থানার ওসি মোস্তাফিজার রহমান।
পরে পুলিশ, আনসার, বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড ও শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
পীরগাছা: সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদের পরিবারকে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন প্রমুখ।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। সকাল সাড়ে ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়।
শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারকের সামনে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, দপ্তর, আবাসিক হল, ইনস্টিটিউটসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন অংশ নেয়। এরপর স্বাধীনতা স্মারকের বেদিতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিকেলে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ছিল।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে