আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: নাকের ওপর প্রচুর ব্ল্যাকহেডস হয়। কালো কালো দেখা যায়। নিয়মিত মুখ ক্লিনজিং ও স্ক্র্যাবিঙের পরও সমস্যার সমাধান হচ্ছে না। ডিপ ক্লিনের উপায় কী?
শুভদীপ সরকার, চাঁপাইনবাবগঞ্জ
ব্ল্যাকহেডস দুই ধরনের হয়। কিছু ব্ল্যাকহেডস ত্বকের ওপরে থাকে, যেগুলো সহজেই দেখা যায়। আর কিছু কিছু ব্ল্যাকহেডস ত্বকের সঙ্গে মিশে থাকে। বাজারে ব্ল্যাকহেডস রিমুভাল নৌজ স্ট্রিপ পাওয়া যায়। বড় ব্ল্যাকহেডসগুলোর ক্ষেত্রে এই নৌজ স্ট্রিপ ব্যবহার করা যেতে পারে। কিন্তু ছোট ব্ল্যাকহেডসগুলোর ক্ষেত্রে মুখ ভালোভাবে ক্লিনজিং করে, স্ক্র্যাবিং করে স্টিম নিতে হবে। স্টিম নেওয়ার জন্য গরম পানিতে রুমাল ভিজিয়ে নিংড়ে নাকের ওপর কিছুক্ষণ চেপে ধরুন। এতে ত্বক নরম হবে ও ব্ল্যাকহেডস বের করা সহজ হবে। এরপর ব্রণ স্টিকের সাহায্যে ব্ল্যাকহেডসগুলো তুলে ফেলতে হবে। ব্ল্যাকহেডস দ্রুত রিমুভ করার জন্য খুব কার্যকরী স্ক্র্যাব হচ্ছে চিনি ও লেবুর রসের মিশ্রণ। এই মিশ্রণটি একটু ঠান্ডা করে যদি ভালোভাবে ত্বকে ম্যাসাজ করা যায় তাহলে সহজেই ব্ল্যাকহেডস বেরিয়ে আসবে।
প্রশ্ন: হেয়ার স্পা কি বাড়িতে করা সম্ভব? কীভাবে করতে পারি?
স্বপ্না মণ্ডল, বিক্রমপুর
অবশ্যই বাড়িতে হেয়ার স্পা করা সম্ভব। মাসে একবার বিউটি স্যালনে গিয়ে হেয়ার স্পা করলেও নিয়ম অনুযায়ী সপ্তাহে একবার বাড়িতে হেয়ার মাস্ক ব্যবহার করে হেয়ার স্পা করতে হবে। এখন বাজারে রেডিমেড স্পা স্ক্রিম ও অয়েল সেট হিসেবে কিনতে পাওয়া যায়। সে ক্ষেত্রে স্পা ক্রিমের সঙ্গে স্পা অয়েল মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রেখে দিতে হবে ব্যবহারের জন্য। এ সময়ের মধ্য়ে চুলে হট অয়েল ম্যাসাজ করতে হবে। নারকেল তেল হালকা গরম করে এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে চুলের গোড়ায় সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। এবার হট ওয়াটার টাওয়েল থেরাপি নিতে হবে অর্থাৎ গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নিংড়ে চুলে জড়িয়ে রাখতে হবে কিছুক্ষণ। এটি করতে হবে দুই-তিনবার করে। এরপর চুল খুব ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। এবার চুল টাওয়েল ড্রাই করে আগেই তৈরি করে রাখা ক্রিমটি লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে।
প্রশ্ন: ফেয়ার পলিশ করার পর তা কত দিন থাকে? বয়স হওয়ার সঙ্গে সঙ্গে এর কোনো ক্ষতিকর প্রভাব আছে কি না?
নাসরিন ফারুক, সাতকানিয়া
ব্রণ বা র্যাশ রয়েছে এমন ত্বক ও সংবেদনশীল ত্বক হলে ফেয়ার পলিশ করা উচিত নয়। স্কিন টেস্ট না করে ফেয়ার পলিশ করা একেবারেই উচিত নয়। ফেয়ার পলিশের কার্যকারিতা নির্ভর করে, কোথায় করাচ্ছেন, কতটা ভালোভাবে করা হচ্ছে এবং এর মধ্য়ে ব্লিচিং উপাদান আছে কিনা, তার ওপর। ফেয়ার পলিশের ক্ষেত্রে ব্লিচিং উপাদান অবশ্যই কম থাকতে হবে। না হলে ত্বকের ক্ষতি হবে। ফেয়ার পলিশ না করে স্কিন হোয়াইটেনিং করা যেতে পারে। কারণ এতে ব্লিচিং উপাদান কম থাকে।
পরামর্শ দিয়েছেন:
শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
প্রশ্ন: নাকের ওপর প্রচুর ব্ল্যাকহেডস হয়। কালো কালো দেখা যায়। নিয়মিত মুখ ক্লিনজিং ও স্ক্র্যাবিঙের পরও সমস্যার সমাধান হচ্ছে না। ডিপ ক্লিনের উপায় কী?
শুভদীপ সরকার, চাঁপাইনবাবগঞ্জ
ব্ল্যাকহেডস দুই ধরনের হয়। কিছু ব্ল্যাকহেডস ত্বকের ওপরে থাকে, যেগুলো সহজেই দেখা যায়। আর কিছু কিছু ব্ল্যাকহেডস ত্বকের সঙ্গে মিশে থাকে। বাজারে ব্ল্যাকহেডস রিমুভাল নৌজ স্ট্রিপ পাওয়া যায়। বড় ব্ল্যাকহেডসগুলোর ক্ষেত্রে এই নৌজ স্ট্রিপ ব্যবহার করা যেতে পারে। কিন্তু ছোট ব্ল্যাকহেডসগুলোর ক্ষেত্রে মুখ ভালোভাবে ক্লিনজিং করে, স্ক্র্যাবিং করে স্টিম নিতে হবে। স্টিম নেওয়ার জন্য গরম পানিতে রুমাল ভিজিয়ে নিংড়ে নাকের ওপর কিছুক্ষণ চেপে ধরুন। এতে ত্বক নরম হবে ও ব্ল্যাকহেডস বের করা সহজ হবে। এরপর ব্রণ স্টিকের সাহায্যে ব্ল্যাকহেডসগুলো তুলে ফেলতে হবে। ব্ল্যাকহেডস দ্রুত রিমুভ করার জন্য খুব কার্যকরী স্ক্র্যাব হচ্ছে চিনি ও লেবুর রসের মিশ্রণ। এই মিশ্রণটি একটু ঠান্ডা করে যদি ভালোভাবে ত্বকে ম্যাসাজ করা যায় তাহলে সহজেই ব্ল্যাকহেডস বেরিয়ে আসবে।
প্রশ্ন: হেয়ার স্পা কি বাড়িতে করা সম্ভব? কীভাবে করতে পারি?
স্বপ্না মণ্ডল, বিক্রমপুর
অবশ্যই বাড়িতে হেয়ার স্পা করা সম্ভব। মাসে একবার বিউটি স্যালনে গিয়ে হেয়ার স্পা করলেও নিয়ম অনুযায়ী সপ্তাহে একবার বাড়িতে হেয়ার মাস্ক ব্যবহার করে হেয়ার স্পা করতে হবে। এখন বাজারে রেডিমেড স্পা স্ক্রিম ও অয়েল সেট হিসেবে কিনতে পাওয়া যায়। সে ক্ষেত্রে স্পা ক্রিমের সঙ্গে স্পা অয়েল মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রেখে দিতে হবে ব্যবহারের জন্য। এ সময়ের মধ্য়ে চুলে হট অয়েল ম্যাসাজ করতে হবে। নারকেল তেল হালকা গরম করে এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে চুলের গোড়ায় সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। এবার হট ওয়াটার টাওয়েল থেরাপি নিতে হবে অর্থাৎ গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নিংড়ে চুলে জড়িয়ে রাখতে হবে কিছুক্ষণ। এটি করতে হবে দুই-তিনবার করে। এরপর চুল খুব ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। এবার চুল টাওয়েল ড্রাই করে আগেই তৈরি করে রাখা ক্রিমটি লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে।
প্রশ্ন: ফেয়ার পলিশ করার পর তা কত দিন থাকে? বয়স হওয়ার সঙ্গে সঙ্গে এর কোনো ক্ষতিকর প্রভাব আছে কি না?
নাসরিন ফারুক, সাতকানিয়া
ব্রণ বা র্যাশ রয়েছে এমন ত্বক ও সংবেদনশীল ত্বক হলে ফেয়ার পলিশ করা উচিত নয়। স্কিন টেস্ট না করে ফেয়ার পলিশ করা একেবারেই উচিত নয়। ফেয়ার পলিশের কার্যকারিতা নির্ভর করে, কোথায় করাচ্ছেন, কতটা ভালোভাবে করা হচ্ছে এবং এর মধ্য়ে ব্লিচিং উপাদান আছে কিনা, তার ওপর। ফেয়ার পলিশের ক্ষেত্রে ব্লিচিং উপাদান অবশ্যই কম থাকতে হবে। না হলে ত্বকের ক্ষতি হবে। ফেয়ার পলিশ না করে স্কিন হোয়াইটেনিং করা যেতে পারে। কারণ এতে ব্লিচিং উপাদান কম থাকে।
পরামর্শ দিয়েছেন:
শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে