বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলা পপ সংগীতের কিংবদন্তি আজম খান। তাঁর হাত ধরে বাংলাদেশে শুরু হয়েছিল পপ সংগীতের নতুন এক ধারা। সংগীত অঙ্গনে মানুষেরা গুরু বলে সম্বোধন করেন তাঁকে। সত্তর ও আশির দশকে আজম খানের গান ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর গাওয়া ‘বাংলাদেশ’, ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘ওরে সালেকা, ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অনামিকা’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’সহ অনেক গান জনপ্রিয় হয়েছে। আজম খানের গান আজও মানুষের মনে ঢেউ তোলে। ২০১০ সালে ক্যানসারে আক্রান্ত হন আজম খান। ২০১১ সালের ৫ জুন চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান পপসম্রাট।
আগামীকাল আজম খানের ১৩তম মৃত্যুবার্ষিকী। এই পপ কিংবদন্তির স্মরণে আয়োজন করা হয়েছে কনসার্টের। ৬ জুন ‘গুরু অব রক: অ্যা ট্রিবিউট টু আজম খান’ শিরোনামের কনসার্টে আজম খানের গান গেয়ে শোনাবেন তাঁর ভাতিজা গীতিকার ও সুরকার আরমান খান।
গুরু অব রক কনসার্ট নিয়ে সুরকার আলম খানের ছেলে আরমান খান বলেন, ‘আজম খানের মতো কিংবদন্তিকে ট্রিবিউট করে এখন আর কোনো শো হয় না। তাই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজম খানের দুই মেয়ে ইমা খান ও অরনী খান এবং ছেলে হৃদয় খান উপস্থিত থাকবে। পুরো অনুষ্ঠানটি উপভোগ করবে তারা। এতে আমি ও আমার ব্যান্ড কোনো পারিশ্রমিক নিচ্ছি না। বরং, অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ আমরা আজম খানের পরিবারের সদস্যদের হাতে তুলে দিতে চাই।’
অনুষ্ঠানে কী কী গান পরিবেশন করবেন— জানতে চাইলে আরমান খান বলেন, ‘আজম খানের অনেক জনপ্রিয় গান আছে। সেখান থেকে আসি আসি বলে, পাপড়ি কেন বোঝে না, সালেকা-মালেকা, আলাল ও দুলাল, বাংলাদেশ, অভিমানীসহ ১২ থেকে ১৫টি গান করার পরিকল্পনা আছে। আমার লেখা ও সুরে আজম চাচা গান করেছেন। সেখান থেকে “আমি যা বুঝি তুমি তা বোঝ না” শিরোনামের গানটি গাওয়ার ইচ্ছা আছে। এ ছাড়া কয়েক দিন আগে আজম খানকে ট্রিবিউট করে “গুরুরে” শিরোনামের একটি গান প্রকাশ করেছি। সেটিও গাইব।’
বাবা আলম খান ও চাচা আজম খানের দেখানো সংগীতের পথে হাঁটলেও দীর্ঘদিন গানে নিয়মিত নন আরমান খান। গান থেকে দূরে থাকার প্রসঙ্গে আরমান খান বলেন, ‘প্রায় ১১ বছর হলো প্রফেশনালি মিউজিক করছি না। তবে বাবা ও চাচার স্মরণে বিশেষ অনুষ্ঠানে গাইতে হয়। তাই চর্চাটা অব্যাহত রেখেছি।’
৬ জুন গুরু অব রক: অ্যা ট্রিবিউট টু আজম খান কনসার্টটি অনুষ্ঠিত হবে কারওয়ান বাজারে অবস্থিত ঢাকা ট্রেড সেন্টার ভবনে। আয়োজন করেছে দ্য অ্যাটেনশন নেটওয়ার্ক। এই আয়োজনে আরমান খানের সঙ্গে আজম খানের গান গেয়ে শোনাবেন উদীয়মান আরও বেশ কজন শিল্পী। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
বাংলা পপ সংগীতের কিংবদন্তি আজম খান। তাঁর হাত ধরে বাংলাদেশে শুরু হয়েছিল পপ সংগীতের নতুন এক ধারা। সংগীত অঙ্গনে মানুষেরা গুরু বলে সম্বোধন করেন তাঁকে। সত্তর ও আশির দশকে আজম খানের গান ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর গাওয়া ‘বাংলাদেশ’, ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘ওরে সালেকা, ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অনামিকা’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’সহ অনেক গান জনপ্রিয় হয়েছে। আজম খানের গান আজও মানুষের মনে ঢেউ তোলে। ২০১০ সালে ক্যানসারে আক্রান্ত হন আজম খান। ২০১১ সালের ৫ জুন চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান পপসম্রাট।
আগামীকাল আজম খানের ১৩তম মৃত্যুবার্ষিকী। এই পপ কিংবদন্তির স্মরণে আয়োজন করা হয়েছে কনসার্টের। ৬ জুন ‘গুরু অব রক: অ্যা ট্রিবিউট টু আজম খান’ শিরোনামের কনসার্টে আজম খানের গান গেয়ে শোনাবেন তাঁর ভাতিজা গীতিকার ও সুরকার আরমান খান।
গুরু অব রক কনসার্ট নিয়ে সুরকার আলম খানের ছেলে আরমান খান বলেন, ‘আজম খানের মতো কিংবদন্তিকে ট্রিবিউট করে এখন আর কোনো শো হয় না। তাই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজম খানের দুই মেয়ে ইমা খান ও অরনী খান এবং ছেলে হৃদয় খান উপস্থিত থাকবে। পুরো অনুষ্ঠানটি উপভোগ করবে তারা। এতে আমি ও আমার ব্যান্ড কোনো পারিশ্রমিক নিচ্ছি না। বরং, অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ আমরা আজম খানের পরিবারের সদস্যদের হাতে তুলে দিতে চাই।’
অনুষ্ঠানে কী কী গান পরিবেশন করবেন— জানতে চাইলে আরমান খান বলেন, ‘আজম খানের অনেক জনপ্রিয় গান আছে। সেখান থেকে আসি আসি বলে, পাপড়ি কেন বোঝে না, সালেকা-মালেকা, আলাল ও দুলাল, বাংলাদেশ, অভিমানীসহ ১২ থেকে ১৫টি গান করার পরিকল্পনা আছে। আমার লেখা ও সুরে আজম চাচা গান করেছেন। সেখান থেকে “আমি যা বুঝি তুমি তা বোঝ না” শিরোনামের গানটি গাওয়ার ইচ্ছা আছে। এ ছাড়া কয়েক দিন আগে আজম খানকে ট্রিবিউট করে “গুরুরে” শিরোনামের একটি গান প্রকাশ করেছি। সেটিও গাইব।’
বাবা আলম খান ও চাচা আজম খানের দেখানো সংগীতের পথে হাঁটলেও দীর্ঘদিন গানে নিয়মিত নন আরমান খান। গান থেকে দূরে থাকার প্রসঙ্গে আরমান খান বলেন, ‘প্রায় ১১ বছর হলো প্রফেশনালি মিউজিক করছি না। তবে বাবা ও চাচার স্মরণে বিশেষ অনুষ্ঠানে গাইতে হয়। তাই চর্চাটা অব্যাহত রেখেছি।’
৬ জুন গুরু অব রক: অ্যা ট্রিবিউট টু আজম খান কনসার্টটি অনুষ্ঠিত হবে কারওয়ান বাজারে অবস্থিত ঢাকা ট্রেড সেন্টার ভবনে। আয়োজন করেছে দ্য অ্যাটেনশন নেটওয়ার্ক। এই আয়োজনে আরমান খানের সঙ্গে আজম খানের গান গেয়ে শোনাবেন উদীয়মান আরও বেশ কজন শিল্পী। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে