শাহীন রহমান, পাবনা
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনার তীর সংরক্ষণ কাজের ৯০ মিটারে ধস নেমেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া-বিলচতল জিরো পয়েন্টের ১০০ মিটারের ভাটিতে এই ধস নামে। এদিকে তীর সংরক্ষণ কাজের ধস ঠেকাতে গতকাল এক হাজার জিও ব্যাগ ফেলা হয়।
গত বছরও একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল। গত তিন দিন আগেও এই স্থানের ১০০ মিটার উজানে তীর রক্ষা বাঁধের ৩০ মিটার ধসে নদীগর্ভে বিলীন হয়।
গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে শুরু হয়ে গতকাল রোববার বেলা ১১টা পর্যন্ত নতুন করে দুটি স্থানে অন্তত ৯০ মিটার ধসে গেছে। রাতেই নদীর তীর ঘেঁষে বসবাসরত প্রায় দশটি বাড়ি ও তিনটি টং দোকান সরিয়ে নিয়েছেন স্থানীয়রা।
গতকাল রোববার দুপুরে দেখা গেছে যমুনার পানি কমতে কমতে এই পয়েন্টে নদীর প্রশস্ততা নেমে এসেছে প্রায় তিন শ মিটারে। পূর্ব পাশে জেগে উঠেছে বিশাল চর। এ কারণে ডান তীর সংরক্ষণ কাজের পাশ ঘেঁষে দেখা দিয়েছে প্রচণ্ড স্রোত। পানিতে সৃষ্ট ঘূর্ণাবর্তের দরুন তীর সংরক্ষণ কাজের জিও ব্যাগ ও বোল্ডারের নিচ থেকে মাটি সরে গিয়ে ধস নেমেছে।
স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান জানান, ‘রাইতে প্রচণ্ড শব্দে ঘুম থাইকা জাইগা বাইরে যাইয়া দেহি বোল্ডার ধইসা যাইতাছে। চিল্লাচিল্লি কইরা লোকজন জড়ো করছি। পরে তিনডা ঘর ও আমার একটা টং দোকান অন্য জায়গাতে সরাইয়া নিছি। আশেপাশের আরও ৮টা বাড়িও সরাইয়া ফেলা হইছে।’
ভাঙনের শিকার চানভানু বলেন, ‘রাইতে বাড়ি বাড়ি যাইয়া লোক ডাইকা আইনা ঘর সরাইছি। ভাঙা ঘর বাঁধের ওপর রাইখা দিছি। এখন রাইতে থাকার জায়গা নাই।’
আরেক ভাঙনের শিকার আব্দুল কাদের বলেন, ‘এর আগেও তীর ভাইঙ্গা যাওয়ায় এক দফা ঘর সরাইছিলাম। আইজ রাইতে (শনিবার রাতে) আবার ভাইঙ্গা গেছে। খুব কষ্টে ঘর সরাইয়া অন্য জায়গায় নিছি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুস সালাম বলেন, ‘পানিপ্রবাহের পথ সরু হয়ে যাওয়ায় পানির স্রোত বেড়েছে। ফলে ভাঙনের সৃষ্টি হয়েছে। চর জেগে যাওয়ায় পথ সরু হয়েছে। যদি চরটুকু কেটে দেওয়া যায়, তবে তীর সংরক্ষণ কাজে আর ভাঙন ধরবে না।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী হায়দার আলী জানান, গতকাল রোববার সকাল থেকে ভাঙনের জায়গায় এক হাজার জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালানো হয়েছে।
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনার তীর সংরক্ষণ কাজের ৯০ মিটারে ধস নেমেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া-বিলচতল জিরো পয়েন্টের ১০০ মিটারের ভাটিতে এই ধস নামে। এদিকে তীর সংরক্ষণ কাজের ধস ঠেকাতে গতকাল এক হাজার জিও ব্যাগ ফেলা হয়।
গত বছরও একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল। গত তিন দিন আগেও এই স্থানের ১০০ মিটার উজানে তীর রক্ষা বাঁধের ৩০ মিটার ধসে নদীগর্ভে বিলীন হয়।
গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে শুরু হয়ে গতকাল রোববার বেলা ১১টা পর্যন্ত নতুন করে দুটি স্থানে অন্তত ৯০ মিটার ধসে গেছে। রাতেই নদীর তীর ঘেঁষে বসবাসরত প্রায় দশটি বাড়ি ও তিনটি টং দোকান সরিয়ে নিয়েছেন স্থানীয়রা।
গতকাল রোববার দুপুরে দেখা গেছে যমুনার পানি কমতে কমতে এই পয়েন্টে নদীর প্রশস্ততা নেমে এসেছে প্রায় তিন শ মিটারে। পূর্ব পাশে জেগে উঠেছে বিশাল চর। এ কারণে ডান তীর সংরক্ষণ কাজের পাশ ঘেঁষে দেখা দিয়েছে প্রচণ্ড স্রোত। পানিতে সৃষ্ট ঘূর্ণাবর্তের দরুন তীর সংরক্ষণ কাজের জিও ব্যাগ ও বোল্ডারের নিচ থেকে মাটি সরে গিয়ে ধস নেমেছে।
স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান জানান, ‘রাইতে প্রচণ্ড শব্দে ঘুম থাইকা জাইগা বাইরে যাইয়া দেহি বোল্ডার ধইসা যাইতাছে। চিল্লাচিল্লি কইরা লোকজন জড়ো করছি। পরে তিনডা ঘর ও আমার একটা টং দোকান অন্য জায়গাতে সরাইয়া নিছি। আশেপাশের আরও ৮টা বাড়িও সরাইয়া ফেলা হইছে।’
ভাঙনের শিকার চানভানু বলেন, ‘রাইতে বাড়ি বাড়ি যাইয়া লোক ডাইকা আইনা ঘর সরাইছি। ভাঙা ঘর বাঁধের ওপর রাইখা দিছি। এখন রাইতে থাকার জায়গা নাই।’
আরেক ভাঙনের শিকার আব্দুল কাদের বলেন, ‘এর আগেও তীর ভাইঙ্গা যাওয়ায় এক দফা ঘর সরাইছিলাম। আইজ রাইতে (শনিবার রাতে) আবার ভাইঙ্গা গেছে। খুব কষ্টে ঘর সরাইয়া অন্য জায়গায় নিছি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুস সালাম বলেন, ‘পানিপ্রবাহের পথ সরু হয়ে যাওয়ায় পানির স্রোত বেড়েছে। ফলে ভাঙনের সৃষ্টি হয়েছে। চর জেগে যাওয়ায় পথ সরু হয়েছে। যদি চরটুকু কেটে দেওয়া যায়, তবে তীর সংরক্ষণ কাজে আর ভাঙন ধরবে না।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী হায়দার আলী জানান, গতকাল রোববার সকাল থেকে ভাঙনের জায়গায় এক হাজার জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালানো হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে