কানাইঘাটে কথা-কাটাকাটির জেরে হামলা, ৪ জন আহত

কানাইঘাট প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২২, ০৭: ০৯

কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকেলে বাউরভাগ ৪র্থ খণ্ড (নয়াখেল) গ্রামের জামে মসজিদের মাঠে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান জামাল উদ্দিনকে নিয়ে কটূক্তি করায় একই গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে মঞ্জুর আলমদের সঙ্গে গ্রামের ছিদ্দেক আলীর ছেলে হাবিব উল্লাহ ও আবদুল্লাহর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মসজিদ থেকে বের হয়ে মঞ্জুর আলমেরা বাড়ি থেকে দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা করলে আব্দুল্লাহ, আবুল খয়ের, হাবিব উল্লাহ ও সাকিব আহমদ আহত হন। গুরুতর জখম আব্দুল্লাহকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহত আবুল খায়ের, হবিব উল্লাহ ও শাকিব আহমদকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মঞ্জুর আলম ও তাঁর ভাই নুর আলমকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানার এসআই রাম চন্দ্র দেব বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত