শিপুল ইসলাম, রংপুর
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ঢাকায় দৌড়ঝাঁপ করছেন বেশ কয়েকজন নেতা। অন্যরা কৌশলে প্রচার ও জনসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী ঠিক হয়ে যাওয়ায় মাঠে নেমে গেছেন কর্মী-সমর্থকেরা।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের দশম সিটি করপোরেশন হিসেবে রসিকে তৃতীয়বারের মতো নির্বাচন হবে ২৭ ডিসেম্বর। এ জন্য ৭ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। এবার প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ করা হবে ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ না দেওয়া পর্যন্ত আগ্রহী প্রার্থীদের প্রচার ও গণসংযোগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ১০ অক্টোবর এ নির্দেশ দিয়ে ৩৬ ঘণ্টার মধ্যে প্রচারের সব সামগ্রী অপসারণ ও গণসংযোগ বন্ধ রাখতে বলা হয়।
তবে থেমে নেই সম্ভাব্য প্রার্থীরা। তাঁরা নানা কৌশলে ভোটারদের কাছে গিয়ে নিজের জন্য ভোট চাইছেন। গতকাল শুক্রবার সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে জুমার নামাজ শেষে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চাওয়া হয়। অন্যদিকে নগরীর বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির কর্মী-সমর্থকেরাও তাঁদের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার জন্য প্রচার চালান।
জানতে চাইলে নৌকার মনোনয়নপ্রত্যাশী রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি বলেন, ‘ভোট তো আমার রংপুরে, তাই এলাকায় প্রচারণা চালাচ্ছি। ঢাকায় যাইনি।
নির্বাচনের তারিখ যে দিন ঘোষণা হয়, সে দিন থেকেই মানুষের কাছে যাচ্ছি। আশা করি নেত্রী আমাকে মনোনয়ন দেবেন। এলাকার লোকজনও নৌকা প্রতীকে ভোট দিয়ে নগরীর উন্নয়নের অংশীদার হবেন।’
আওয়ামী লীগ থেকে আরেক মনোনয়নপ্রত্যাশী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল নৌকার টিকিট পেতে ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেন, ‘ঢাকায় আছি।
আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। প্রধানমন্ত্রী রংপুরের ব্যাপক উন্নয়ন করেছেন। সেগুলো আমি রংপুরের পাড়া থেকে শহর পর্যন্ত মানুষের কাছে তুলে ধরেছি। পরিকল্পিত ও সুন্দর নগরী গড়ে তুলতে শেখ হাসিনার জুড়ি নেই। রংপুরের উন্নয়নের জন্য আওয়ামী লীগের মেয়র দরকার।’
এদিকে রসিক নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর দল থেকে মনোনয়ন পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে নেতা-কর্মীদের মধ্যে। এ বিষয়ে রাজু বলেন, ‘সিটি নির্বাচনে আমার তেমন আগ্রহ নেই। তবে নেতা-কর্মীরা আমাকে চান। তাঁরা নৌকা প্রতীকে সিটি নির্বাচনে অংশ নেওয়ার জন্য বলছেন। তবে প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেন তাহলে নির্বাচন করব।’
এদিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘গত সিটি নির্বাচনে এক লাখের বেশি ভোটে জয়ী হয়েছি। আশা করি এবারও তার চেয়ে বেশি ভোটে জয়ী হব, কম হবে না। দল এবারও আমাকে মনোনয়ন দিয়েছে। রেগুলার রুটিন হিসেবে প্রচার চলছে। পদত্যাগ না করা পর্যন্ত মেয়র হিসেবে আছি। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে ৯ ডিসেম্বর থেকে।
আমার তেমন প্রতিদ্বন্দ্বী নেই।’
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ঢাকায় দৌড়ঝাঁপ করছেন বেশ কয়েকজন নেতা। অন্যরা কৌশলে প্রচার ও জনসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী ঠিক হয়ে যাওয়ায় মাঠে নেমে গেছেন কর্মী-সমর্থকেরা।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের দশম সিটি করপোরেশন হিসেবে রসিকে তৃতীয়বারের মতো নির্বাচন হবে ২৭ ডিসেম্বর। এ জন্য ৭ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। এবার প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ করা হবে ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ না দেওয়া পর্যন্ত আগ্রহী প্রার্থীদের প্রচার ও গণসংযোগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ১০ অক্টোবর এ নির্দেশ দিয়ে ৩৬ ঘণ্টার মধ্যে প্রচারের সব সামগ্রী অপসারণ ও গণসংযোগ বন্ধ রাখতে বলা হয়।
তবে থেমে নেই সম্ভাব্য প্রার্থীরা। তাঁরা নানা কৌশলে ভোটারদের কাছে গিয়ে নিজের জন্য ভোট চাইছেন। গতকাল শুক্রবার সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে জুমার নামাজ শেষে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চাওয়া হয়। অন্যদিকে নগরীর বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির কর্মী-সমর্থকেরাও তাঁদের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার জন্য প্রচার চালান।
জানতে চাইলে নৌকার মনোনয়নপ্রত্যাশী রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি বলেন, ‘ভোট তো আমার রংপুরে, তাই এলাকায় প্রচারণা চালাচ্ছি। ঢাকায় যাইনি।
নির্বাচনের তারিখ যে দিন ঘোষণা হয়, সে দিন থেকেই মানুষের কাছে যাচ্ছি। আশা করি নেত্রী আমাকে মনোনয়ন দেবেন। এলাকার লোকজনও নৌকা প্রতীকে ভোট দিয়ে নগরীর উন্নয়নের অংশীদার হবেন।’
আওয়ামী লীগ থেকে আরেক মনোনয়নপ্রত্যাশী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল নৌকার টিকিট পেতে ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেন, ‘ঢাকায় আছি।
আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। প্রধানমন্ত্রী রংপুরের ব্যাপক উন্নয়ন করেছেন। সেগুলো আমি রংপুরের পাড়া থেকে শহর পর্যন্ত মানুষের কাছে তুলে ধরেছি। পরিকল্পিত ও সুন্দর নগরী গড়ে তুলতে শেখ হাসিনার জুড়ি নেই। রংপুরের উন্নয়নের জন্য আওয়ামী লীগের মেয়র দরকার।’
এদিকে রসিক নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর দল থেকে মনোনয়ন পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে নেতা-কর্মীদের মধ্যে। এ বিষয়ে রাজু বলেন, ‘সিটি নির্বাচনে আমার তেমন আগ্রহ নেই। তবে নেতা-কর্মীরা আমাকে চান। তাঁরা নৌকা প্রতীকে সিটি নির্বাচনে অংশ নেওয়ার জন্য বলছেন। তবে প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেন তাহলে নির্বাচন করব।’
এদিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘গত সিটি নির্বাচনে এক লাখের বেশি ভোটে জয়ী হয়েছি। আশা করি এবারও তার চেয়ে বেশি ভোটে জয়ী হব, কম হবে না। দল এবারও আমাকে মনোনয়ন দিয়েছে। রেগুলার রুটিন হিসেবে প্রচার চলছে। পদত্যাগ না করা পর্যন্ত মেয়র হিসেবে আছি। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে ৯ ডিসেম্বর থেকে।
আমার তেমন প্রতিদ্বন্দ্বী নেই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে