বিনোদন ডেস্ক
সান বাংলায় গত ২৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘আকাশ কুসুম’। এতে রক্তিম চরিত্রে অভিনয় করছেন সম্রাট মুখোপাধ্যায় আর ডালি চরিত্রে আছেন কথা চক্রবর্তী। আকাশ কুসুমের কাহিনি তৈরি হয়েছে মুখার্জিবাড়িকে কেন্দ্র করে। এ বাড়িতে পরিচারিকার কাজ করত ডালির মা ঝরনা। ঝরনাকে একদিন মিথ্যা চুরির অপবাদে পুলিশে দেওয়া হয়।
গল্পে বড়সড় বদল আসে, যখন ব্যবসায়ী রক্তিম দেববর্মণ মুখার্জিদের ব্যবসা ও বাড়ি দখল করে নেয়। মুখার্জিবাড়িতে বড় হয়েছে ঝরনার মেয়ে ডালি। এ পরিবারকে সে আপনজনের মতোই দেখে। পরিবারকে বাঁচাতে রক্তিমের দেওয়া বিয়ের প্রস্তাব মেনে নেয় ডালি। তবে একটা শর্তে, রক্তিমকে মুখার্জিদের সব সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। রক্তিম আর ডালির এই অসম বয়সের বিয়েটা কি টিকবে? মায়ের অপমানের প্রতিশোধ কি নিতে পারবে সে? এসব প্রশ্ন সামনে নিয়ে এগিয়ে যাবে আকাশ কুসুম সিরিয়ালের গল্প।
সম্রাট মুখোপাধ্যায় বলেন, ‘এটা একটু অন্য স্বাদের গল্প। গতানুগতিক ফ্যামিলি ড্রামার মতো নয়। বর্তমানে যে সিনেমাগুলো চলছে, অ্যানিমেল হোক বা পুষ্পা—সবই কিন্তু রিভেঞ্জের গল্প। আকাশ কুসুমও কিন্তু প্রতিশোধের গল্প। এতে আমার যে চরিত্রটি, রক্তিম, সে কেন এত হিংসাত্মক? তার পেছনে অনেক বড় গল্প আছে। পরে সেটা ধীরে ধীরে জানা যাবে। অনেক বছর পর আমাকে দর্শক এ ধরনের নেতিবাচক চরিত্রে দেখবে। আমি প্রায় এক বছর পর টেলিভিশনে ব্যাক করছি। সর্বশেষ হরগৌরি পাইস হোটেলে কাজ করেছিলাম। তারপর একটা বড় বিরতি দিয়ে আবার টিভি পর্দায় ফিরছি।’
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হচ্ছে আকাশ কুসুম সিরিয়াল। গল্প লিখেছেন স্নিগ্ধা বসু, চিত্রনাট্যে পায়েল চক্রবর্তী ও সংলাপে তপস্যা দত্ত। পরিচালনা করছেন সৌমেন হালদার। সান বাংলায় বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৮টায় দেখা যাচ্ছে ধারাবাহিকটি।
সান বাংলায় গত ২৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘আকাশ কুসুম’। এতে রক্তিম চরিত্রে অভিনয় করছেন সম্রাট মুখোপাধ্যায় আর ডালি চরিত্রে আছেন কথা চক্রবর্তী। আকাশ কুসুমের কাহিনি তৈরি হয়েছে মুখার্জিবাড়িকে কেন্দ্র করে। এ বাড়িতে পরিচারিকার কাজ করত ডালির মা ঝরনা। ঝরনাকে একদিন মিথ্যা চুরির অপবাদে পুলিশে দেওয়া হয়।
গল্পে বড়সড় বদল আসে, যখন ব্যবসায়ী রক্তিম দেববর্মণ মুখার্জিদের ব্যবসা ও বাড়ি দখল করে নেয়। মুখার্জিবাড়িতে বড় হয়েছে ঝরনার মেয়ে ডালি। এ পরিবারকে সে আপনজনের মতোই দেখে। পরিবারকে বাঁচাতে রক্তিমের দেওয়া বিয়ের প্রস্তাব মেনে নেয় ডালি। তবে একটা শর্তে, রক্তিমকে মুখার্জিদের সব সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। রক্তিম আর ডালির এই অসম বয়সের বিয়েটা কি টিকবে? মায়ের অপমানের প্রতিশোধ কি নিতে পারবে সে? এসব প্রশ্ন সামনে নিয়ে এগিয়ে যাবে আকাশ কুসুম সিরিয়ালের গল্প।
সম্রাট মুখোপাধ্যায় বলেন, ‘এটা একটু অন্য স্বাদের গল্প। গতানুগতিক ফ্যামিলি ড্রামার মতো নয়। বর্তমানে যে সিনেমাগুলো চলছে, অ্যানিমেল হোক বা পুষ্পা—সবই কিন্তু রিভেঞ্জের গল্প। আকাশ কুসুমও কিন্তু প্রতিশোধের গল্প। এতে আমার যে চরিত্রটি, রক্তিম, সে কেন এত হিংসাত্মক? তার পেছনে অনেক বড় গল্প আছে। পরে সেটা ধীরে ধীরে জানা যাবে। অনেক বছর পর আমাকে দর্শক এ ধরনের নেতিবাচক চরিত্রে দেখবে। আমি প্রায় এক বছর পর টেলিভিশনে ব্যাক করছি। সর্বশেষ হরগৌরি পাইস হোটেলে কাজ করেছিলাম। তারপর একটা বড় বিরতি দিয়ে আবার টিভি পর্দায় ফিরছি।’
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হচ্ছে আকাশ কুসুম সিরিয়াল। গল্প লিখেছেন স্নিগ্ধা বসু, চিত্রনাট্যে পায়েল চক্রবর্তী ও সংলাপে তপস্যা দত্ত। পরিচালনা করছেন সৌমেন হালদার। সান বাংলায় বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৮টায় দেখা যাচ্ছে ধারাবাহিকটি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে