শাপলা খন্দকার, বগুড়া
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সেবা পেতে রোগী ও তার স্বজনদের কাছ থেকে ঘাটে ঘাটে বকশিশ দিতে হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), জরুরি বিভাগ থেকে শুরু করে বহির্বিভাগ, প্যাথলজি বিভাগ—সব জায়গায়ই বকশিশ যেন অলিখিত নিয়ম। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, এই হাসপাতালে মুমূর্ষু রোগীদের যত্ন, পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের ওঠানো-নামানো, এমনকি লাশ পরিবহনেও নেওয়া হচ্ছে টাকা। চাহিদামতো টাকা না দিলে রোগী ও তার স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করা, হাসপাতালে লাশ আটকে রাখা, মুমূর্ষু রোগীর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেলা, রোগীকে ইনজেকশন পুশ করে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে। শুধু বকশিশই নয়, হাসপাতালে রয়েছে দালালের দৌরাত্ম্যও।
সম্প্রতি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা যায়, রোগীর পরীক্ষা-নিরীক্ষা এবং ওয়ার্ড কিংবা কেবিনে আনা-নেওয়ার জন্য যতবার তাঁরা হুইলচেয়ার ও স্ট্রেচার ব্যবহার করেছেন, ততবারই হাসপাতালের কর্মচারীদের ১০০ থেকে ৩০০ টাকা বকশিশ দিতে হয়েছে।
গাইবান্ধার দিনমজুর বিশু বিশ্বাস সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছেলে বিকাশ বিশ্বাসকে নিয়ে ৯ নভেম্বর হাসপাতালের জরুরি বিভাগে ছুটে যান। সেখানে রোগীকে স্ট্রেচারে নেওয়ার জন্য বিশুর কাছে ২০০ টাকা দাবি করেন হাসপাতালের অস্থায়ী কর্মচারী আসাদুল ইসলাম। বিশু ১৫০ টাকা দিলে আসাদুল ক্ষিপ্ত হয়ে রোগীর মুখের অক্সিজেন মাস্ক খুলে দেন। এরপর বিকাশ মারা যায়। এ ঘটনার পরদিন আসাদুলের বিরুদ্ধে মামলা করেন হাসপাতালের ওয়ার্ড নির্বাহী। একই সঙ্গে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও গতকাল বুধবার পর্যন্তও সে প্রতিবেদন জমা পড়েনি।
নন্দীগ্রামের আমিনুর রহমান (২৯) কয়েক মাস আগে (এপ্রিল) তাঁর গুরুতর অসুস্থ ফুপুকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনেন। তখন রাত সাড়ে ১২টার মতো বাজে। জরুরি বিভাগের চিকিৎসক রোগীকে মৃত ঘোষণা করেন। এরপর লাশ নিয়ে আমিনুর তাঁর স্বজনেরা বাড়ি ফিরতে চাইলে বাধা দেয় অ্যাম্বুলেন্স চক্র। তারা আমিনুলের পরিবারের কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন।
আমিনুর বলেন, ‘ওরা আমাদের বলে, “বাইরের অ্যাম্বুলেন্সে লাশ নেওয়া যাবে না। আমাদের অ্যাম্বুলেন্সে নিতে হবে। পাঁচ হাজার টাকা না দিলে
লাশ নিয়ে যেতে দেব না। এটা আমাদের নিয়ম।” আমি তখন বাধ্য হয়ে অনেক বলেকয়ে দুই হাজার টাকা দিয়ে আমাদের নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সে করেই লাশ নিয়ে চলে আসি।’
এদিকে শুধু বকশিশই নয়, দালালের দৌরাত্ম্যও রয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। স্ত্রীর চিকিৎসার জন্য গত ১৭ অক্টোবর নাটোর থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে এসেছিলেন নাফিউল ইসলাম (৩০)। তখন দুপুর দেড়টা। বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে। কী করবেন ভেবে পাচ্ছিলেন না নাফিউল। এমন সময় একজন এসে বলছেন, ‘টিকিট কাটতে পারেননি? পাশের রুমে স্যার (ডাক্তার) আছেন, আমার সাথে আসুন।’ সেখানে গেলে কয়েকজন জানান, চিকিৎসক নিজের চেম্বারে চলে গেছেন। সেখানে ৩০০ থেকে ৪০০ টাকা ভিজিট দিলেই দেখা করা যাবে। নাফিউল বুঝে গিয়েছিলেন, তিনি দালালের চক্করে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দালালের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় র্যাবের সহযোগিতায় গত ১৭ জুন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় ১৩ জন দালাল এবং ডায়াগনস্টিক সেন্টারের এক মালিককে জেল-জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা। তিনি বলেন, ‘দালালেরা রোগীদের নামসর্বস্ব ক্লিনিক ও ভুয়া চিকিৎসকের কাছে নিয়ে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছিল।’
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘এরা একটা সিন্ডিকেট। দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে। এদের নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। কর্তৃপক্ষের উদাসীনতা আছে এতে।’
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি। হাসপাতালকে দালালমুক্ত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ বিকাশ বিশ্বাসের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, ‘তদন্ত কমিটি আমাদের কাছে অতিরিক্ত সাত দিন সময় চেয়েছিল। সে সময় এখনো শেষ হয়নি। দু-এক দিনের মধ্যেই প্রতিবেদন পাব।’
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সেবা পেতে রোগী ও তার স্বজনদের কাছ থেকে ঘাটে ঘাটে বকশিশ দিতে হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), জরুরি বিভাগ থেকে শুরু করে বহির্বিভাগ, প্যাথলজি বিভাগ—সব জায়গায়ই বকশিশ যেন অলিখিত নিয়ম। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, এই হাসপাতালে মুমূর্ষু রোগীদের যত্ন, পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের ওঠানো-নামানো, এমনকি লাশ পরিবহনেও নেওয়া হচ্ছে টাকা। চাহিদামতো টাকা না দিলে রোগী ও তার স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করা, হাসপাতালে লাশ আটকে রাখা, মুমূর্ষু রোগীর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেলা, রোগীকে ইনজেকশন পুশ করে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে। শুধু বকশিশই নয়, হাসপাতালে রয়েছে দালালের দৌরাত্ম্যও।
সম্প্রতি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা যায়, রোগীর পরীক্ষা-নিরীক্ষা এবং ওয়ার্ড কিংবা কেবিনে আনা-নেওয়ার জন্য যতবার তাঁরা হুইলচেয়ার ও স্ট্রেচার ব্যবহার করেছেন, ততবারই হাসপাতালের কর্মচারীদের ১০০ থেকে ৩০০ টাকা বকশিশ দিতে হয়েছে।
গাইবান্ধার দিনমজুর বিশু বিশ্বাস সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছেলে বিকাশ বিশ্বাসকে নিয়ে ৯ নভেম্বর হাসপাতালের জরুরি বিভাগে ছুটে যান। সেখানে রোগীকে স্ট্রেচারে নেওয়ার জন্য বিশুর কাছে ২০০ টাকা দাবি করেন হাসপাতালের অস্থায়ী কর্মচারী আসাদুল ইসলাম। বিশু ১৫০ টাকা দিলে আসাদুল ক্ষিপ্ত হয়ে রোগীর মুখের অক্সিজেন মাস্ক খুলে দেন। এরপর বিকাশ মারা যায়। এ ঘটনার পরদিন আসাদুলের বিরুদ্ধে মামলা করেন হাসপাতালের ওয়ার্ড নির্বাহী। একই সঙ্গে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও গতকাল বুধবার পর্যন্তও সে প্রতিবেদন জমা পড়েনি।
নন্দীগ্রামের আমিনুর রহমান (২৯) কয়েক মাস আগে (এপ্রিল) তাঁর গুরুতর অসুস্থ ফুপুকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনেন। তখন রাত সাড়ে ১২টার মতো বাজে। জরুরি বিভাগের চিকিৎসক রোগীকে মৃত ঘোষণা করেন। এরপর লাশ নিয়ে আমিনুর তাঁর স্বজনেরা বাড়ি ফিরতে চাইলে বাধা দেয় অ্যাম্বুলেন্স চক্র। তারা আমিনুলের পরিবারের কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন।
আমিনুর বলেন, ‘ওরা আমাদের বলে, “বাইরের অ্যাম্বুলেন্সে লাশ নেওয়া যাবে না। আমাদের অ্যাম্বুলেন্সে নিতে হবে। পাঁচ হাজার টাকা না দিলে
লাশ নিয়ে যেতে দেব না। এটা আমাদের নিয়ম।” আমি তখন বাধ্য হয়ে অনেক বলেকয়ে দুই হাজার টাকা দিয়ে আমাদের নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সে করেই লাশ নিয়ে চলে আসি।’
এদিকে শুধু বকশিশই নয়, দালালের দৌরাত্ম্যও রয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। স্ত্রীর চিকিৎসার জন্য গত ১৭ অক্টোবর নাটোর থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে এসেছিলেন নাফিউল ইসলাম (৩০)। তখন দুপুর দেড়টা। বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে। কী করবেন ভেবে পাচ্ছিলেন না নাফিউল। এমন সময় একজন এসে বলছেন, ‘টিকিট কাটতে পারেননি? পাশের রুমে স্যার (ডাক্তার) আছেন, আমার সাথে আসুন।’ সেখানে গেলে কয়েকজন জানান, চিকিৎসক নিজের চেম্বারে চলে গেছেন। সেখানে ৩০০ থেকে ৪০০ টাকা ভিজিট দিলেই দেখা করা যাবে। নাফিউল বুঝে গিয়েছিলেন, তিনি দালালের চক্করে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দালালের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় র্যাবের সহযোগিতায় গত ১৭ জুন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় ১৩ জন দালাল এবং ডায়াগনস্টিক সেন্টারের এক মালিককে জেল-জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা। তিনি বলেন, ‘দালালেরা রোগীদের নামসর্বস্ব ক্লিনিক ও ভুয়া চিকিৎসকের কাছে নিয়ে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছিল।’
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘এরা একটা সিন্ডিকেট। দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে। এদের নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। কর্তৃপক্ষের উদাসীনতা আছে এতে।’
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি। হাসপাতালকে দালালমুক্ত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ বিকাশ বিশ্বাসের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, ‘তদন্ত কমিটি আমাদের কাছে অতিরিক্ত সাত দিন সময় চেয়েছিল। সে সময় এখনো শেষ হয়নি। দু-এক দিনের মধ্যেই প্রতিবেদন পাব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে