মোহাম্মদ সাফওয়ানুল ইসলাম
বসন্তের ফুলবাগানে ঢের আলো ছড়াচ্ছিলেন সূর্যমামা। ওদিকে মেঘরাজ দেখলেন, আরে ফুলগাছের গোড়ায় মাটি প্রায় শুকিয়ে গেছে। সূর্যকে একটু ঠেলে দিয়ে মেঘরাজ বললেন, দেখি সরো তো ভাই, আর তেজ দিয়ো না! মেঘের এই মৃদু গর্জন শুনল ফুলেরাও। মেঘরাজের অনুরোধে বৃষ্টি রানি ফোঁটা ফোঁটা ঝরনাধারায় গাছের ফুল আর সবুজ পাতাকে শীতের ধুলা-ময়লা মুছে সতেজ করে সাজিয়ে তুললেন। আর এই না দেখে সূ্র্য্যি মামা হাসতে হাসতে সেখানে চলে এলেন। বললেন, যাই এবার আমি একটু ঘুমোই গে।
আচ্ছা এমন একটা দৃশ্য় আঁকলে কেমন হয়?
যা যা লাগবে
ওহ হ্যাঁ, জেনে রাখো– পাতলা হার্ডবোর্ড ফার্নিচারের দোকানে, অ্যাক্রিলিক রং, ক্লে ও এম আর গ্লু ষ্টেশনারি দোকানে পাওয়া যায়।
চলো বানাই
প্রথমে হার্ডবোর্ডের ওপরে পেনসিল দিয়ে ফুল, লতা-পাতা, সূর্য, মেঘ ও বৃষ্টি এঁকে নাও। এরপর ক্লে-এর প্যাকেট থেকে কেটে নিয়ে অল্প পরিমাণ ক্লে বের করে নিতে হবে। বাকি ক্লেটা প্যাকেটের মধ্যে রাখতে হবে, কেননা বাইরে রাখলে বাতাসে খুব দ্রুত শুকিয়ে যায়। প্যাকেট থেকে অল্প অল্প বের করে দড়ির আকৃতিতে গড়িয়ে নিতে হবে। এরপর হার্ডবোর্ডে আঁকা ড্রইং অনুযায়ী এম আর গ্লু দিয়ে লাইন দিয়ে যেতে হবে । আঁকা ড্রয়িংগুলোর ওপর ক্লে দিয়ে বানানো দড়িগুলো বসিয়ে দিতে হবে। বসানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। এরপর শুকাতে হবে।
ক্লে শুকিয়ে গেলে হার্ডবোর্ডে অ্যাক্রিলিক রং দিয়ে রং করতে হবে। আলোছায়া অনুযায়ী ফুলের রং গাঢ় গোলাপি, পাতার রং সবুজ এবং গাছের ডালে গাঢ় বাদামি রং দিতে হবে। সূর্যের রং গাঢ় লালচে হলুদ, হালকা হলুদ রং আর মাঝে চোখটাকে কালো রং দিতে হবে। মেঘে ধূসর আর সাদা মিশ্রিত রং আর মাঝের চোখগুলোকেও কালো করে দিতে হবে। এই তো হয়ে গেল!
ক্র্যাফট: লেখক
বসন্তের ফুলবাগানে ঢের আলো ছড়াচ্ছিলেন সূর্যমামা। ওদিকে মেঘরাজ দেখলেন, আরে ফুলগাছের গোড়ায় মাটি প্রায় শুকিয়ে গেছে। সূর্যকে একটু ঠেলে দিয়ে মেঘরাজ বললেন, দেখি সরো তো ভাই, আর তেজ দিয়ো না! মেঘের এই মৃদু গর্জন শুনল ফুলেরাও। মেঘরাজের অনুরোধে বৃষ্টি রানি ফোঁটা ফোঁটা ঝরনাধারায় গাছের ফুল আর সবুজ পাতাকে শীতের ধুলা-ময়লা মুছে সতেজ করে সাজিয়ে তুললেন। আর এই না দেখে সূ্র্য্যি মামা হাসতে হাসতে সেখানে চলে এলেন। বললেন, যাই এবার আমি একটু ঘুমোই গে।
আচ্ছা এমন একটা দৃশ্য় আঁকলে কেমন হয়?
যা যা লাগবে
ওহ হ্যাঁ, জেনে রাখো– পাতলা হার্ডবোর্ড ফার্নিচারের দোকানে, অ্যাক্রিলিক রং, ক্লে ও এম আর গ্লু ষ্টেশনারি দোকানে পাওয়া যায়।
চলো বানাই
প্রথমে হার্ডবোর্ডের ওপরে পেনসিল দিয়ে ফুল, লতা-পাতা, সূর্য, মেঘ ও বৃষ্টি এঁকে নাও। এরপর ক্লে-এর প্যাকেট থেকে কেটে নিয়ে অল্প পরিমাণ ক্লে বের করে নিতে হবে। বাকি ক্লেটা প্যাকেটের মধ্যে রাখতে হবে, কেননা বাইরে রাখলে বাতাসে খুব দ্রুত শুকিয়ে যায়। প্যাকেট থেকে অল্প অল্প বের করে দড়ির আকৃতিতে গড়িয়ে নিতে হবে। এরপর হার্ডবোর্ডে আঁকা ড্রইং অনুযায়ী এম আর গ্লু দিয়ে লাইন দিয়ে যেতে হবে । আঁকা ড্রয়িংগুলোর ওপর ক্লে দিয়ে বানানো দড়িগুলো বসিয়ে দিতে হবে। বসানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। এরপর শুকাতে হবে।
ক্লে শুকিয়ে গেলে হার্ডবোর্ডে অ্যাক্রিলিক রং দিয়ে রং করতে হবে। আলোছায়া অনুযায়ী ফুলের রং গাঢ় গোলাপি, পাতার রং সবুজ এবং গাছের ডালে গাঢ় বাদামি রং দিতে হবে। সূর্যের রং গাঢ় লালচে হলুদ, হালকা হলুদ রং আর মাঝে চোখটাকে কালো রং দিতে হবে। মেঘে ধূসর আর সাদা মিশ্রিত রং আর মাঝের চোখগুলোকেও কালো করে দিতে হবে। এই তো হয়ে গেল!
ক্র্যাফট: লেখক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে