বিনোদন ডেস্ক
গত বছর ‘শেরশাহ’ দিয়েও আলোচনার তুঙ্গে ছিলেন কিয়ারা। এর আগে ‘গিলটি’, ‘গুড নিউজ’, ‘কবির সিং’, ‘লাস্ট স্টোরিজ’, ‘এম এস ধোনি’—কিয়ারা অভিনীত ব্যবসাসফল সিনেমার সংখ্যা কম নয়। তবে এত দিনে এসে নিজের গতিপথ খুঁজে পেয়েছেন কিয়ারা। চিনেছেন নিজেকে।
সিনেমা হলে রমরমিয়ে চলছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘ভুলভুলাইয়া ২’। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী কিয়ারা বলেন, ‘এখন আমি নিজেকে অনেকটাই বুঝি। ২১ বছর বয়সে আমি অভিনয় শুরু করি। তখন আমি কে, কী চাই, কী বলতে চাই—বুঝতাম না। অভিনেত্রী হওয়ার ইচ্ছা শুরু থেকেই ছিল। কিন্তু কী ধরনের চরিত্রে, কী ধরনের গল্পে কাজ করতে চাই, সেটা জানতাম না। এত দিনে এসে সত্যিই পথ খুঁজে পেয়েছি আমি।’
ইদানীং গল্প বাছাইয়ে সতর্ক হয়েছেন কিয়ারা। অনেক বুঝেশুনে হিসাব কষে নির্বাচন করছেন চরিত্র। কিয়ারা বলেন, ‘আমি এখন এমন সিনেমা করতে চাই, যেটা মানুষকে ভালো বার্তা দেবে, বৃহৎসংখ্যক দর্শকের কাছে পৌঁছাবে। যেগুলো দেখতে দর্শক পরিবার নিয়ে হলে যেতে পারবেন। এটাই এখন একমাত্র লক্ষ্য আমার।’
সাফল্যের মসৃণ পথে হাঁটলেও কিয়ারা ভুলে যাননি তাঁর অতীত, সংগ্রামের অধ্যায়। কিয়ারার প্রথম সিনেমা ‘ফাগলি’ বক্স অফিসে মুখথুবড়ে পড়ার পর ভেঙে পড়েছিলেন তিনিও। তখন একটাই ভাবনা ছিল—আরেকটি সুযোগ পাবেন কি না! সিনেমাটির অন্যতম প্রযোজক ছিলেন অক্ষয় কুমার। কিয়ারা জানিয়েছেন, তাঁর ওই দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলিউড খিলাড়ি। তাঁর কাছ থেকেই কিয়ারা পেয়েছেন নতুনভাবে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা।
‘ভুলভুলাইয়া ২’-এর সাফল্যের পর এ মাসেই আরেকটি সিনেমা মুক্তি পাবে কিয়ারার। ‘যুগ যুগ জিও’ নামের সিনেমাটি বানিয়েছেন রাজ মেহতা। এতে কিয়ারার নায়ক হিসেবে আছেন বরুণ ধাওয়ান। ভবিষ্যতে রামচরণের সঙ্গে ‘আরসি ১৫’ ও ভিকি কৌশলের সঙ্গে ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমায় দেখা যাবে কিয়ারা আদভানিকে।
গত বছর ‘শেরশাহ’ দিয়েও আলোচনার তুঙ্গে ছিলেন কিয়ারা। এর আগে ‘গিলটি’, ‘গুড নিউজ’, ‘কবির সিং’, ‘লাস্ট স্টোরিজ’, ‘এম এস ধোনি’—কিয়ারা অভিনীত ব্যবসাসফল সিনেমার সংখ্যা কম নয়। তবে এত দিনে এসে নিজের গতিপথ খুঁজে পেয়েছেন কিয়ারা। চিনেছেন নিজেকে।
সিনেমা হলে রমরমিয়ে চলছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘ভুলভুলাইয়া ২’। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী কিয়ারা বলেন, ‘এখন আমি নিজেকে অনেকটাই বুঝি। ২১ বছর বয়সে আমি অভিনয় শুরু করি। তখন আমি কে, কী চাই, কী বলতে চাই—বুঝতাম না। অভিনেত্রী হওয়ার ইচ্ছা শুরু থেকেই ছিল। কিন্তু কী ধরনের চরিত্রে, কী ধরনের গল্পে কাজ করতে চাই, সেটা জানতাম না। এত দিনে এসে সত্যিই পথ খুঁজে পেয়েছি আমি।’
ইদানীং গল্প বাছাইয়ে সতর্ক হয়েছেন কিয়ারা। অনেক বুঝেশুনে হিসাব কষে নির্বাচন করছেন চরিত্র। কিয়ারা বলেন, ‘আমি এখন এমন সিনেমা করতে চাই, যেটা মানুষকে ভালো বার্তা দেবে, বৃহৎসংখ্যক দর্শকের কাছে পৌঁছাবে। যেগুলো দেখতে দর্শক পরিবার নিয়ে হলে যেতে পারবেন। এটাই এখন একমাত্র লক্ষ্য আমার।’
সাফল্যের মসৃণ পথে হাঁটলেও কিয়ারা ভুলে যাননি তাঁর অতীত, সংগ্রামের অধ্যায়। কিয়ারার প্রথম সিনেমা ‘ফাগলি’ বক্স অফিসে মুখথুবড়ে পড়ার পর ভেঙে পড়েছিলেন তিনিও। তখন একটাই ভাবনা ছিল—আরেকটি সুযোগ পাবেন কি না! সিনেমাটির অন্যতম প্রযোজক ছিলেন অক্ষয় কুমার। কিয়ারা জানিয়েছেন, তাঁর ওই দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলিউড খিলাড়ি। তাঁর কাছ থেকেই কিয়ারা পেয়েছেন নতুনভাবে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা।
‘ভুলভুলাইয়া ২’-এর সাফল্যের পর এ মাসেই আরেকটি সিনেমা মুক্তি পাবে কিয়ারার। ‘যুগ যুগ জিও’ নামের সিনেমাটি বানিয়েছেন রাজ মেহতা। এতে কিয়ারার নায়ক হিসেবে আছেন বরুণ ধাওয়ান। ভবিষ্যতে রামচরণের সঙ্গে ‘আরসি ১৫’ ও ভিকি কৌশলের সঙ্গে ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমায় দেখা যাবে কিয়ারা আদভানিকে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে