হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে গাছ লাগিয়ে ও পিলার উঠেয়ে রাস্তা বন্ধ করার অভিযোগ দিয়ে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে শতাধিক পরিবার ভোগান্তিতে পড়েছে।
এ ঘটনায় মোকছেদুর রহমান দবি নামের এক ব্যক্তি গত রোববার রাতে চারজনের নাম উল্লেখ করে হাতীবান্ধায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে ৫ ডিসেম্বর সকালে উপজেলার পূর্ব সিন্দুর্ণা এলাকায় এ ঘটনাটি ঘটে।
অভিযুক্তরা হলেন উপজেলার পূর্ব সিন্দুর্না এলাকার মৃত আলতাফ হোসেন খন্দকারের ছেলে ও লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বাবলু, সহকারী শিক্ষক আতাউর রহমান বাদশা, বাদল খন্দকার এবং উল্যাস খন্দকার।
জানা গেছে, দবি ও অভিযুক্তদের বাড়ি পাশাপাশি। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এমনকি অভিযুক্তরা দবির জমির কিছু অংশ দখল করে আছেন। এই অবস্থায় গত ৫ ডিসেম্বর সকালে অভিযুক্তরা ওই জমির একটি আম গাছ কাটার জন্য ডালপালা কাটতে গেলে দবি বাধা দেন। এ সময় তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে তাঁরা দবির বাড়ির সামনে চলাচলের রাস্তায় পিলার উঠেয়ে ও গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করে দেন।
মোকছেদুর রহমান দবি বলেন, ‘ওরা আমার বাবার জমির কিছু অংশ দখল করে আছে। তারা সেই জমির গাছ কাটতে গেলে আমি বাধা দিই। এ সময় তাঁরা আমাকে মারধরের চেষ্টা করে। এমনকি আমার বাড়ির সামনের রাস্তায় গাছ লাগিয়ে ও পিলার দিয়ে বন্ধ করে দেয়।’
এ বিষয়ে জানতে লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বাবলুর মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে ওই প্রধান শিক্ষকের ছোট ভাই অপর অভিযুক্ত আতাউর রহমান বাদশা বলেন, ‘ওটা আমাদের ব্যক্তিগত রাস্তা, তাই খুঁটি ও গাছ লাগানো হয়েছে। কারণ এটা পুরোপুরিভাবে বন্ধ করে দেব।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপপরিদর্শক বজলুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। যাদের বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ তাঁদের কারও দেখা পাইনি। তবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে গাছ লাগিয়ে ও পিলার উঠেয়ে রাস্তা বন্ধ করার অভিযোগ দিয়ে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে শতাধিক পরিবার ভোগান্তিতে পড়েছে।
এ ঘটনায় মোকছেদুর রহমান দবি নামের এক ব্যক্তি গত রোববার রাতে চারজনের নাম উল্লেখ করে হাতীবান্ধায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে ৫ ডিসেম্বর সকালে উপজেলার পূর্ব সিন্দুর্ণা এলাকায় এ ঘটনাটি ঘটে।
অভিযুক্তরা হলেন উপজেলার পূর্ব সিন্দুর্না এলাকার মৃত আলতাফ হোসেন খন্দকারের ছেলে ও লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বাবলু, সহকারী শিক্ষক আতাউর রহমান বাদশা, বাদল খন্দকার এবং উল্যাস খন্দকার।
জানা গেছে, দবি ও অভিযুক্তদের বাড়ি পাশাপাশি। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এমনকি অভিযুক্তরা দবির জমির কিছু অংশ দখল করে আছেন। এই অবস্থায় গত ৫ ডিসেম্বর সকালে অভিযুক্তরা ওই জমির একটি আম গাছ কাটার জন্য ডালপালা কাটতে গেলে দবি বাধা দেন। এ সময় তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে তাঁরা দবির বাড়ির সামনে চলাচলের রাস্তায় পিলার উঠেয়ে ও গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করে দেন।
মোকছেদুর রহমান দবি বলেন, ‘ওরা আমার বাবার জমির কিছু অংশ দখল করে আছে। তারা সেই জমির গাছ কাটতে গেলে আমি বাধা দিই। এ সময় তাঁরা আমাকে মারধরের চেষ্টা করে। এমনকি আমার বাড়ির সামনের রাস্তায় গাছ লাগিয়ে ও পিলার দিয়ে বন্ধ করে দেয়।’
এ বিষয়ে জানতে লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বাবলুর মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে ওই প্রধান শিক্ষকের ছোট ভাই অপর অভিযুক্ত আতাউর রহমান বাদশা বলেন, ‘ওটা আমাদের ব্যক্তিগত রাস্তা, তাই খুঁটি ও গাছ লাগানো হয়েছে। কারণ এটা পুরোপুরিভাবে বন্ধ করে দেব।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপপরিদর্শক বজলুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। যাদের বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ তাঁদের কারও দেখা পাইনি। তবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে