শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির তালিকা করতে উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের যোগসাজশে এসব টাকা আদায় করছেন বলে অভিযোগ করেন উপকারভোগীরা।
জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি চালের সুবিধাভোগী রয়েছে ১২ হাজার ৫১১ জন। ইতিপূর্বে কার্ডের মাধ্যমে তাঁদের চাল দেওয়া হতো। সরকার উপকারভোগীর কার্ড অনলাইনে ডেটাবেইস করার সিদ্ধান্ত নেয়। এর পরই কার্ড অনলাইনভুক্ত করার কাজ চলমান রয়েছে।
কিন্তু উপকারভোগীদের কার্ড অনলাইন ডেটাবেইসের অন্তর্ভুক্ত করার জন্য কার্ডপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা আদায় করা হচ্ছে। প্রতিবাদ করলে তাঁর কার্ড ডেটাবেইসের অন্তর্ভুক্ত না করে বিভিন্নভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। উপজেলার গোশাইপুর ইউপির ডিজিটালসেবার উদ্যোক্তা সুজন মিয়া পরিষদ রেখে চেয়ারম্যান মো. শাহাজামাল ইসলাম আশিকের বাড়িতে গিয়ে অনলাইনে কাজ করছেন।এ সুযোগে উপকারভোগীদের কাছ থেকে ১০০ থেকে ১৫০ টাকা নিচ্ছেন।
সুবিধাভোগী মাটিয়াকুড়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে আবুল হোসেন বলেন, ‘চৌকিদার বলেছেন ইউএনওর হুকুম, তাই টাকা নেওয়া লাগব। সরকারি খরচের কথা বলে আমার কাছে ১০০ টাকা নিয়েছে।’ ভারেরা গ্রামের আবদুল খালেক বলেন, ‘আমি টাকা নিয়ে না যাওয়ায় ফেরত পাঠায়। পরে টাকা দিয়ে কার্ড অনলাইন করি। টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।’
গোশাইপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সুজন মিয়া বলেন, ‘আমি কোনো টাকা নিইনি। এ বিষয়ে কিছুই জানি না।’ পরিষদ রেখে ইউপি চেয়ারম্যানের বাড়িতে কেন কাজ করা হচ্ছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চেয়ারম্যান আমাকে তাঁর বাড়িতে কাজ করতে বলেছেন।’
গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাজামাল ইসলাম আশিক টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এখন থেকে ইউনিয়ন পরিষদেই কাজ করা হবে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মামুন বলেন, ‘টাকা নেওয়ার ব্যাপারটি খুবই লজ্জাজনক। আমরা বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করছি।’
ইউএনও নিলুফা আক্তার বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
শেরপুরের শ্রীবরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির তালিকা করতে উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের যোগসাজশে এসব টাকা আদায় করছেন বলে অভিযোগ করেন উপকারভোগীরা।
জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি চালের সুবিধাভোগী রয়েছে ১২ হাজার ৫১১ জন। ইতিপূর্বে কার্ডের মাধ্যমে তাঁদের চাল দেওয়া হতো। সরকার উপকারভোগীর কার্ড অনলাইনে ডেটাবেইস করার সিদ্ধান্ত নেয়। এর পরই কার্ড অনলাইনভুক্ত করার কাজ চলমান রয়েছে।
কিন্তু উপকারভোগীদের কার্ড অনলাইন ডেটাবেইসের অন্তর্ভুক্ত করার জন্য কার্ডপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা আদায় করা হচ্ছে। প্রতিবাদ করলে তাঁর কার্ড ডেটাবেইসের অন্তর্ভুক্ত না করে বিভিন্নভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। উপজেলার গোশাইপুর ইউপির ডিজিটালসেবার উদ্যোক্তা সুজন মিয়া পরিষদ রেখে চেয়ারম্যান মো. শাহাজামাল ইসলাম আশিকের বাড়িতে গিয়ে অনলাইনে কাজ করছেন।এ সুযোগে উপকারভোগীদের কাছ থেকে ১০০ থেকে ১৫০ টাকা নিচ্ছেন।
সুবিধাভোগী মাটিয়াকুড়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে আবুল হোসেন বলেন, ‘চৌকিদার বলেছেন ইউএনওর হুকুম, তাই টাকা নেওয়া লাগব। সরকারি খরচের কথা বলে আমার কাছে ১০০ টাকা নিয়েছে।’ ভারেরা গ্রামের আবদুল খালেক বলেন, ‘আমি টাকা নিয়ে না যাওয়ায় ফেরত পাঠায়। পরে টাকা দিয়ে কার্ড অনলাইন করি। টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।’
গোশাইপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সুজন মিয়া বলেন, ‘আমি কোনো টাকা নিইনি। এ বিষয়ে কিছুই জানি না।’ পরিষদ রেখে ইউপি চেয়ারম্যানের বাড়িতে কেন কাজ করা হচ্ছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চেয়ারম্যান আমাকে তাঁর বাড়িতে কাজ করতে বলেছেন।’
গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাজামাল ইসলাম আশিক টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এখন থেকে ইউনিয়ন পরিষদেই কাজ করা হবে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মামুন বলেন, ‘টাকা নেওয়ার ব্যাপারটি খুবই লজ্জাজনক। আমরা বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করছি।’
ইউএনও নিলুফা আক্তার বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে